Prafulla Roy was a Bengali author, lived in West Bengal, India. He received Bankim Puraskar and Sahitya Akademi Award for his literary contribution in Bengali.
খুব বিখ্যাত একটি উপন্যাস। দারুন কিছু পড়তে চলেছি এই আশা নিয়ে শুরু করে দেখলাম উপন্যাসের প্লট সত্যি খুব ভালো এবং অভিনব। কিন্তু লেখার ধরণ রসকষ হীন। লেখকের গল্প বলার স্টাইল আমার একেবারেই পছন্দ হয়নি। যারা ভবিষ্যতে পড়বেন তারা খেয়াল করবেন বইটাই একই শব্দ বারবার ব্যবহার বিরক্তিকর লাগছে। এরকম কিছু শব্দের লিস্ট বানিয়ে ফেলা যায় সহজেই (পস, সিনিক , ব্যারাকবাড়ি , হ্যাভ নটস, বিজনেস টাইকুন ) গল্পের নায়ক অশোক যেখানেই সুযোগ পেয়েছে লোক কে শুনিয়ে বেরিয়েছে যে সে বস্তি থেকে উঠে এসেছে এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ডে একটা বিপ্লব আনবে। সবাইকে ডেকে ডেকে এই একই কথা শোনানোর মানে কি বোধগম্য হয়নি। আরো দুচার কথা বলা যেত কিন্তু স্পয়লার বাড়াতে চাইনা পুরো উপন্যাসটায় লেখক অশোককের যে ইমেজ তৈরী করার চেষ্টা করেছেন তা অতিনাটকীয় লেগেছে। পড়তে পড়তে মনে হতে পারে খুব জমকালো মশলাদার কোনো হিন্দি সিনেমার গল্প যা মাঝে মাঝেই লজিকের ধরে কাছ দিয়েও যায়নি। পাঁচে দুই দিতাম কিন্তু প্লটের জন্য এক বাড়িয়ে তিন করলাম।