Jump to ratings and reviews
Rate this book

লোনলি অক্টোবর

Rate this book
সিনেমার একটা দল এসেছে আখাউড়ায়। সারা দিন বৃষ্টি, ওপেন করা যাচ্ছে না ক্যামেরা। দলে কোনো নায়ক-নায়িকা নেই। আছে খাঁচায় বন্দী এক ট্রাক কাক। ছবির ডিরেক্টর সুমন। একগুঁয়ে লোক। তার নিজস্ব এক দ্বীপের একমাত্র বাসিন্দা দিপা। চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তরুণ। বেঁটেখাটো মানুষটার জন্মগতভাবে বাঁ পায়ে সমস্যা। সঙ্গে জুটেছে স্থানীয় কিশোর বাবলু। রোগাপটকা বুকে সে স্বপ্ন পুষে রাখে। একপর্যায়ে এ দলে যুক্ত হয় সম্মোহনী শক্তির রহস্যময় এক মানুষ—সুলতান শেখ। আর আছে সুখপাখি, যার দেখা পেলে দুঃখ আর কখনো স্পর্শ করে না। সুমন, তরুণ আর বাবলু—প্রত্যেকের জীবনই আজব কিছু ঘটনার যোগফল। সেগুলো এতই অদ্ভুত যে বিভ্রম বলে ভুল হয়। তাদের জীবনের পুরোটাই কি স্বপ্ন, নাকি ওরা বাস করছে অন্য কারও স্বপ্নে? স্বপ্ন ও বাস্তবতার মায়াবী উপাখ্যানে আপনাকে আমন্ত্রণ।

150 pages, Hardcover

First published February 1, 2023

1 person is currently reading
53 people want to read

About the author

Alvi Ahmed

15 books108 followers
𝘼𝙡𝙫𝙞 𝘼𝙝𝙢𝙚𝙙 was born in 1980 in Bangladesh. He completed his study in electrical engineering.

He is an award-winning visual content maker for television and film media, a creative fiction writer. He also translates books from world literature.

𝐏𝐮𝐛𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐈𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡

𝑫𝒉𝒂𝒌𝒂 𝑫𝒓𝒆𝒂𝒎𝒔
A Collection Of Short Love Stories


𝐏𝐮𝐛𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐢𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚:

1) Novel: 𝑱𝒊𝒃𝒐𝒏 𝑶𝒑𝒆𝒓𝒂 (জীবন অপেরা)
2) Short story collection: 𝑩𝒍𝒊𝒏𝒅 𝑺𝒑𝒐𝒕 (ব্লাইন্ড স্পট)

𝐇𝐢𝐬 𝐓𝐫𝐚𝐧𝐬𝐥𝐚𝐭𝐢𝐨𝐧 𝐖𝐨𝐫𝐤: (In Bangla)

1) Norwegian wood (নরওয়েজিয়ান উড); (Writer Haruki Murakami)
2) Hear the Wind Sing (হিয়ার দ্য উইন্ড সিং) ( Writer Haruki Murakami)
3) Pinball, 1973 (পিনবল, ১৯৭৩) (Writer Haruki Murakami)
4) কনফেশনস অব আ শিনাগাওয়া মাংকি (হারুকি মুরাকামির গল্প সংকলন)
5) হারুকি মুরাকামি: সাক্ষাৎকার, বক্তৃতা ও স্মৃতিকথা

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (13%)
4 stars
12 (26%)
3 stars
23 (51%)
2 stars
4 (8%)
1 star
0 (0%)
Displaying 1 - 14 of 14 reviews
Profile Image for Harun Ahmed.
1,650 reviews418 followers
March 4, 2023
৩.৫/৫

"সুখ কী জিনিস, তা সে আমার সাথে থেকে বোঝে নাই, এক দিনের জন্যও না। হয়তো সে সুখের আশায় আমার কাছে আসেও নাই। তাহলে কেন আসছিল? সম্ভবত সুখের অনুপস্থিতি কী, এই ব্যাপারটা বোঝার জন্য ।"

গল্পটা একটা শুটিং ইউনিটের।গল্পটা তরুণ, সুমন আর বাবলুর।তিন নিঃসঙ্গ মানুষের। গভীর কোনো তত্ত্ব বা আখ্যানভাগ নেই "লোনলি অক্টোবর" এ। একটা কারণেই ভালো লাগলো। সেটা হচ্ছে, লেখক তার তীব্র বিষণ্ণতার বোধ পাঠকের মধ্যে অনায়াসে সঞ্চারিত করতে পারেন।তাই পাঠ শেষ হওয়ার পরও রেশ থেকে যায় বিষণ্ণতার।
Profile Image for Samiur Rashid Abir.
217 reviews44 followers
March 14, 2023
"ফোর ইসটু ওয়ান" বইয়ের "সুখপাখির খোঁজে" ও "টি শার্ট" গল্পের খন্ডাংশ উঠে আসছে লোনলি অক্টোবরে। সুখপাখির খোঁজে গল্পটা আগে পড়া থাকায় উপন্যাসে কানেকশন টা ভাল লাগছে বেশি। আলভি আহমেদের গদ্য সুন্দর। একটানা পড়া যায়।

বইটা ব্যক্তিগতভাবে অনেক বেশি ভাল লাগছে। কিছু বই আছে যেগুলো ভাল লাগার সুনির্দিষ্ট কারণ খুঁজতে গেলে খুঁজে আর পাওয়া যায় না, কিন্তু নির্দ্বিধায় বলা যায়, বেশ তো! "লোনলি অক্টোবর" ও সেরকম একটা বই। রেকমেন্ডেড।
Profile Image for Zannat.
41 reviews15 followers
March 2, 2023
মন কেমন করা Ending... এরকমটা অবশ্য আমি বেশ উপভোগ-ই করি। লেখকের মৌলিক লেখা আগে পড়া হয় নাই। হারুকি মুরাকামির কয়েকটা অনুবাদ পড়েছি, বেশ ভালো লেগেছে। আর'লোনলি অক্টোবর' নামটাও যথেষ্ট আগ্রহ জাগানিয়া ছিলো। বইটা মাত্র ১৫০ পৃষ্ঠা হলেও, এক বসায় পড়ে শেষ করতে পারিনি। এমন না পড়তে খারাপ লাগছিলো, তবুও কেন যেন টানছিলো না। তবে, পড়ার সময় বেশ বিষণ্ণ বোধ করেছি, কিছু কথা খুব মনেও ধরেছে।
লেখক সুমন আর তরুণ, এই ক্যারেক্টার দুটো বেশ ভালোভাবেই উপস্থাপন করেছেন। কিন্তু বাবলু ক্যারেক্টারের রিপ্রেজেন্টেশনটা অনেকটা এলোমেলো মনে হয়েছে আমার কাছে, পড়তে যেয়ে হোঁচট খেয়েছি কিছু জায়গায়।

রেটিং ৩.৫/৫
Profile Image for সন্ধ্যাশশী বন্ধু .
368 reviews12 followers
March 1, 2023
তরুন,সুমন আর বাবুলের জীবনের এক অন্ধকার সময়ের গল্প।

এই গল্পের কিছুই আমি বুঝিনি,সব মিলিয়ে কেমন জানি "জগাখিচুড়ি" লেগেছে। লেখকের জন্য শুভ কামনা। উনার ছোট গল্প গুলো দারুণ হয়।

রেটিং:২.৫/৫
Profile Image for Dipu.
2 reviews
March 3, 2023
লোনলি অক্টোবরে উদাসভাব আছে, আলতো নরম ভালোবাসা, গভীর অথবা ঝড়ের মতো প্রেম আর দূরে সরে গিয়েও তীব্রভাবে কাছে থাকা। কাহিনিতে স্বপ্নময়তা আর বাস্তবতার মিশেলে অদ্ভুত বিভ্রম তৈরি হয়।

এই বিভ্রম মায়াবী। উপন্যাসের চরিত্রের আচরণে যেমন মায়া আছে, সেরকম আছে ড্যামকেয়ার ভাব। তারা যে বয়সেরই হোক, তুখোড় তারুণ্যের জীবনযাপন করে।
আছে পরাবাস্তবতা, ম্যাজিক রিয়েলিজম। নিতল সরলতা। আর বিষণ্ণতা, বুকের গভীর থেকে উঠে আসা হাহাকার।
Profile Image for জাহিদ হোসেন.
Author 20 books476 followers
October 23, 2023
ভালো লাগলো। রিকমেন্ডেড।
আলভী আহমেদের লেখা এই প্রথম পড়লাম। হারুকি মুরাকামি'র বেশ কয়েকটা বই উনি অনুবাদ করেছেন বলে জানি, কিন্তু পড়ার সুযোগ হয়নি।
তিন চরিত্রের বয়ানে পুরো বই। চরিত্র অনুযায়ী ন্যারেটিভ যার যার ভাষায় বর্ণিত, এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে।
Profile Image for অলীক মানুষ.
3 reviews
March 3, 2023
ফেসবুকের যেমন শতেক দোষ আছে তেমনি এর শতাধিক গুণও রয়েছে। ফেসবুক সূত্রেই আলভী আহমেদের বইয়ের প্রথম খােঁজ পাই।
সাহিত্যবোদ্ধারা এই বই নিয়ে কে কী বলবে জানি না।
স্বপ্ন, ঘোর, বাস্তবতা, বিভ্রমে রচিত এক চমৎকার উপন্যাস এই ‘লোনলি অক্টোবর’।
একটু একটু পড়া শুরু করেছিলাম। ক্রমশ আগাতেই চরিত্রের মাঝে ঘ্যাঁচ করে ঢুকে যেতে হল যেটা আমি চাইনি। নিজের জীবনেই এত এত প্যাঁচ তার উপরে বইয়ের ক্যারেক্টারে ঢুকে যাবার কোন মানে হয় না।
সুমন আর তরুনের জীবনের এক পয়েন্টে নিজের সাথে ভীষন রিলেটেবল লাগল। সমস্যা হল বাবলুকে নিয়ে। আখাউড়ার ভাষাটা এত সুন্দর করে লেখক ব্লেন্ড করছেন যে আমি দিব্যি এটাকে আমার রেগুলার ভাষাতেই পড়ে যেতে পেরেছি মানে কোথাও আটকায় নি, আরোপিত মনে হয় নাই।

বাবলুর স্তরে নামায়ে এনে এটুকু বাচ্চার মনস্তত্ত্ব দেখানো অবশ্যই সবচেয়ে কঠিন কাজ ছিল। কিন্তু আলভী আহমেদ মনে হয় কাজটা গড়গড় করে করে গেছেন।

উনার আগের একটা বইতে এইখানের দুইটা ঘটনা ছোট গল্প আকারে বের করেছেন। সেটা টেনে এনে এই বইতে কানেক্ট করাটাও বেশ ইন্টারেস্টিং লেগেছে।
প্রতিটা বই পড়ার একটা আলাদা অনুভূতি থাকে, এই বই পড়ার অনুভূতি হল ট্রেনের হালকা দুলুনিতে তির তির করে বই পড়া হচ্ছে, জানালার কাঁচের ফাঁক দিয়ে বৃষ্টির ছাঁটে বইয়ের পাতা ভিজে যায়।
উনার আগের বইটা পড়েও মনে হয়েছে আরেকবার পড়া লাগবে, এই বইটা পড়েও মনে হয়েছে কিছুদিন পরে আবার পড়ব। সেইমতে এটা অবশ্যই কালেকশনে রাখার মত একটা বই।
Profile Image for Shojib Saha.
18 reviews5 followers
March 10, 2023
৩.৫/৫

উপন্যাসে মূলত তিনজন চরিত্র গল্পকথক। সুমন মাঝবয়েসী পুরুষ, তরুণ নামক চরিত্রটি যুবক এবং বাবলু নামক কিশোরের ভাষ্যে গল্পের বর্ণনা। মানুষের জীবনের তিনটি স্তর এবং এই স্তরের সাথে জড়িত স্বপ্ন, স্বপ্নভঙ্গ, স্বপ্নবিহীন দিক তার পাশাপাশি একাকিত্বের ও বিষন্নতার তিনটি ভিন্ন ভিন্ন চেহারাও দেখা যায় গল্পে। সরল, সাবলীল ভাষায়। আখাউড়ার স্থানীয় ভাষা ব্যবহারের দিক দিয়ে স্থানীয় আর চলতি ভাষার মিশ্রণের গুরুচন্ডালী দোষ চোখে পড়েছে। কাহিনীতে আজব ঘটনার জাল পাতা হলেও সেই জালের বিস্তার বা সমাধান কোনোটাই দেখা যায় নি। উপন্যাসটি দৈনন্দিন জীবনের আমাদের বিষন্নতা, বিষাদ, একাকিত্বকে স্পর্শ করে যায় খুব সহজেই।
Profile Image for বিনিয়ামীন পিয়াস.
Author 11 books31 followers
March 23, 2023
ভিন্ন ভিন্ন চরিত্রের পয়েন্ট অব ভিউ থেকে গল্প এগিয়েছে। মোট তিন চরিত্রের জীবনের টুকরো অংশ যেন জোড়া লেগেছে কোনো এক জায়গায়। খুব আহামরি কোনো গল্প অবশ্য না৷ মনে দাগ কাটার মতো ব্যাপারও ছিল না। পড়ে যেতে ভালো লেগেছে। গল্পের বর্ণনাভঙ্গিই বরং লেখার মূল আকর্ষণ হিসেবে কাজ করেছে। পড়তে পড়তে কখনো সুমন-দীপার জীবন সংকটের মুখোমুখি হয়েছি, কখনোবা ব��বলুর সাথে পালাতে চেয়েছি রঙহীন, ম্যাড়মেড়ে জীবন থেকে। একটি উপন্যাস হলেও এখানে আসলে বলার মতো উল্লেখযোগ্য কোনো গল্প ছিল না। বরং টুকরো টুকরো কিছু গল্প বিক্ষিপ্তভাবে উঠে এসেছে আর লেখকের চমৎকার স্টোরি টেলিংয়ের মাধ্যমে সেটা পড়ে যেতে ভালো লেগেছে। পড়তে পড়তে অনেক সময় মনে হতে পারে জীবনও হয়তো এমনই, টুকরো টুকরো কতগুলো এলোমেলো ঘটনার সমষ্টি। আপাত সম্পর্কহীন সেসব ঘটনাই হয়তো ভালো স্টোরি টেলারের সুবাদে ভালো গল্প হয়ে যায়!
Profile Image for Bhabna Islam.
33 reviews1 follower
October 26, 2023
প্রথমেই বলি, এটা একটা মন খারাপ করানো বই। এই বইয়ের প্রতি পাতায় বিষন্নতা মেশানো আছে, আছে উদাসীনতা।
বইটা ছোট হলেও গল্প স্লো। যদিও পড়তে খারাপ লাগছিল না, তবু এক বসাতে বেশি টানতে পারিনি। অনায়াসে এক-দুবার পড়ার মতো বই, যদি না আমার মতো বিষন্নতা প্রিয় হোন। এই বইয়ের সবচেয়ে ভালো দিক হলো, এই বিষন্নতা আপনার মধ্যে ঢুকে যাবে, যা বই শেষ হবার পরও অনুভব করতে পারবেন।

প্রিয় উক্তি - "সুখ কী জিনিস, তা সে আমার সাথে থেকে বোঝে নাই, এক দিনের জন্যও না। হয়তো সে সুখের আশায় আমার কাছে আসেও নাই। তাহলে কেন আসছিল? সম্ভবত সুখের অনুপস্থিতি কী, এই ব্যাপারটা বোঝার জন্য।"
Profile Image for Tazkir Taher.
8 reviews2 followers
April 17, 2024
had a potential to be something great but ended up being something meh!
Profile Image for Tisha.
205 reviews1,118 followers
April 14, 2025
পাঁচে আড়াই!
Displaying 1 - 14 of 14 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.