📜 বাংলাদেশে ‘অতিপ্রাকৃত’ জঁনরা নিয়ে সম্প্রতি যেসব কাজ হয়েছে তার মধ্যে লেখক বাপ্পী খানের 'অন্ধকার' সিরিজটি উল্লেখযোগ্য । এই 'অন্ধকার' সিরিজের মূল বৈশিষ্ট্য হল - সুন্দর প্রাকৃতিক বর্ণণা এবং তার সাথে প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা অন্ধকারের অনুসন্ধান । যার ফলে 'অতিপ্রাকৃত' উপন্যাস হওয়া সত্ত্বেও, চিরাচরিত 'অলৌকিক' পটভূমির থেকে এই কাহিনী সম্পূর্ণ আলাদা ।
▫️'অন্ধকার' ট্রিলজি নিয়ে বিস্তারিত আলোচনা আগেই করেছি । ঐ ট্রিলজি সিরিজটি শেষ করার পরে বেশ কিছু প্রশ্ন মাথায় ঘুরতে থাকে, যার উত্তর তিনটি বইয়ের মধ্যে কোথাও নেই । সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সিরিজের চতুর্থ বই 'আসছে অন্ধকার', এটি 'অন্ধকার' ট্রিলজির প্রিকুয়েল সিরিজের প্রথম বই ।
📖 কাহিনী সংক্ষেপ : গারো পাহাড়ের গহীনে, খেমতা গ্রামে শিকারীর দল মারা পড়ছে রহস্যময়ভাবে । রক্তাক্ত দেহগুলো পাহাড়ের চাতালে সাজানো । গ্রামসর্দার রামসির মুখে ভয়ের ছায়া । বৃদ্ধ আগারবাবার কন্ঠে ভয়ের কাঁপন । কোনো এক লালচাঁদের রাতে জঙ্গলের গভীর থেকে ভেসে আসে জীবন্মৃতের চিৎকার ।
সদ্য কৈশর থেকে যৌবনে পা রাখা এক সাহসী যুবক সেই অন্ধকার রাতের সাক্ষী । কে সে ? কবিরাজ পরান শিকদার কেনই বা তাকে ভালোবেসে আগলে রাখতে চায় ? অন্ধকার রাতে সেই যুবক খুঁজে পায় এক রহস্যময় স্বত্বা । চারপাশে শীতলতার ছোঁয়া । শুরু হলো আক্রমণ । এই ভয়াল আক্রমণ এই জগতের হতেই পারে না । নসিমা ঠিকই বলেছিল, এই জগতের মতো আরেকটা জগত আছে...
▫️প্রথম তিনটি বইয়ের মূল চরিত্র 'রফিক শিকদার' বিভিন্ন সময় তার দাদা (ঠাকুরদা) 'রফিক মাহাই শিকদার' এর কথা উল্লেখ করেছে, কিন্তু তিনটি বইয়ের মধ্যে কোথাও তাকে নিয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায় না । প্রিয় পাঠক, 'অন্ধকার' ট্রিলজির পূর্ণতা প্রাপ্তির জন্য এই প্ৰিকুয়েলটা যে কতটা দরকারি তা এই বইটিই বুঝিয়ে দিয়েছে । এই বইটিতে আছে 'রফিক মাহাই শিকদার' এর শৈশবের বর্ণনা, আর আছে সেই সময়ে একের পর এক অন্ধকার শক্তির সাথে লড়াই করে করে কিভাবে তিনি বিশেষ শক্তির অধিকারী হয়ে উঠেছিলেন সেই সব ঘটনা ।
▫️'অন্ধকার' সিরিজের এই বইটি শুধুমাত্র 'হরর' বা 'সুপারন্যাচারাল' জঁনরায় সীমাবদ্ধ নেই, এর সাথে মিশেছে 'ফ্যান্টাসি'। এই কাহিনীর মূল চরিত্র রফিক মাহাই শিকদারের সাথে সাথে 'আগারবাবা' আর 'পরান শিকদার' এর চরিত্রায়ন খুব ভালো লেগেছে । এছাড়া গল্পে নানা সময়ে আসা 'অন্ধকারের প্রতিনিধি' চরিত্রগুলিকেও লেখক দারুন শক্তিশালীভাবে উপস্থাপন করেছেন । খুব সুনিপুণভাবে এই কাহিনীকে 'অন্ধকার' ট্রিলজির সাথে কানেক্ট করা হয়েছে, যা আমার দারুন লেগেছে । এক কথায় বলতে পারি, বেশ দুর্দান্ত ভাবেই এই 'প্রিক্যুয়েল' সিরিজের সূচনা হয়েছে 'আসছে অন্ধকার' বইটি দিয়ে ।