"এই বন্ধের দিনে, এই জনশূন্য গোধূলিতে,
তাহলে আমি কোথায় যাই, কার কাছে যাই!
------------------------------------------
যদি তোমাদের বাড়ি চলে যাই,
তোমাদের ঐ বন্ধু গেটটিও কি কিছুতেই খুলবে না,
সারারাত ডাকাডাকিতেও কি ঘুম ভাঙবেনা তোমাদের কারো,
এই শহরে একটি বারের জন্যও কি কেউ এই বন্ধ দরজা খুলবে না, আর খুলবেনা?
তাহলে এই বন্ধের দিনে, এই সর্বত্র তালা-লাগানো শহরে,
এই নিঃসঙ্গ সাইকেলে চড়ে, অবিরাম বেল বাজাতে বাজাতে,
বলো আমি কোথায় যাই, কার কাছে যাই,
কোন নরকে যাই!"