What do you think?
Rate this book


Hardcover
First published February 4, 2015
মানুষ যতক্ষণ না অবধি অন্য মানুষকে বুঝে উঠতে পারে, ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে ছুঁয়ে দিতে পারে না। মানুষ বেশিরভাগ সময়ই মোহগ্রস্ততাকে ছুঁয়ে যাওয়া ভেবে ভুল করে।সবমিলিয়ে আমার ভাল লেগেছে বেশ। উপন্যাসের ঘটনার সাথে পাঠকের অনুভূতিকেও স্পর্শ করেছেন লেখক। কিছু কিছু ঘটনার অবতারণা হয়তো না করলেও হতো – কিন্তু গল্পের গতির সাথে তা এমনভাবে মিশে গেছে যে সে কথা আর আলাদা করে মনে হয় নি। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একই ভাবে কাহিনী গতিময়তা বজায় রাখা একদম সহজ কথা নয়। বরং আরো কিছু ঘটনা পরিণতির দিকে এগোলেও পড়তে একেবারেই খারাপ লাগতো না।
"কী অদ্ভুত এই মানবজনম! কী অদ্ভুত! এ যেন আয়নার মতোন এক উল্টো জগৎ।এই উল্টো জগতের নাম আসলে আরশিনগর!"