শয়তানের আখড়া: শান্তিপ্রিয় মানুষ জন ব্র্যাডলি। গোল্ড টাউনে চলেছে প্রেমিকার সঙ্গে দেখা করতে। ঘোড়া কেনা নিয়ে আস্তাবলের মালিকের সঙ্গে বিরোধ হলো ওর। পরিণতি: প্রচন্ড মার খেলো ব্র্যাডলি ভয়াবহ এক অপরাধী সংগঠনের সদস্যের হাতে। রিং নামের সংগঠনের ভয়ে তটস্থ সবাই। ব্র্যাডলি সিদ্ধান্ত নিল রিঙের শেষ দেখে ছাড়বে।
অধিকার: পিতৃসম চাচার আদেশে আঠারো বছর পর নিজের রানশে ফিরছে যুবক পিট মিলার্ড। পথে বিশ্রাম নিতে থামতেই অ্যাম্বুশের শিকার হলো ও। বেঁচে গেল একটুর জন্য। ওদের বিশাল রানশ ঘিরে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে স্বার্থান্বেষী প্রতিপক্ষ। ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে পারবে পিট? পারবে বাবার রেখে যাওয়া রানশে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে?
উত্তপ্ত কারাগার: ইউমা কারাগার, আস্ত একটা নরক - পালিয়ে বাঁচতে পারেনি যেখান থেকে আজও কেউ। ইউমা মরুভূমি। দুর্গম, বিরান এক উত্তপ্ত উনুন। সেই জেলখানা থেকে পালাল চার কয়েদী। তাদের সঙ্গে জুটে গেল অপূর্ব সুন্দরী লিনিয়া টেইলর। পঅরস্পরের প্রতি অবিশ্বাস আর প্রতিযোগিতার মধ্যে দিয়ে টিকে থাকতে হবে জ্বলন্ত মরুতে। সোনাগুলোর কী হবে? শুরু হল একেক পর এক অঘটন। আগে কখনও নিশ্চিত মৃত্যুর আগমনী ধ্বনি এতো স্পষ্ট ভাবে শোনেনি রক বেনন।
কাজীদার ছোট ছেলে কাজী মায়মুর হোসেন। সেবা প্রকাশনীতে তার বিচরণ বিভিন্ন সিরিজে। তবে সবচেয়ে তার কাছ থেকে আমরা বেশি পেয়েছি ওয়েস্টার্ন বই। এছাড়া পেয়েছি কৌতুক, রহস্য ও রোমাঞ্চ উপন্যাস, কিশোর ক্লাসিক, অনুবাদ, সংকলন এবং রূপকথা সিরিজের অসংখ্য বই।
শয়তানের আখড়া - ৪.৫/৫ ওয়েস্টার্ন মানেই যে ধুন্ধুমার একশন, পাতায় পাতায় পড়তে থাকা লাশ, এ ধারণা যে সঠিক নয় তার প্রমাণ বলা চলে এটিকে। অ্যাকশনের কমতি থাকলেও যথেষ্ট গতিময়তা বজায় ছিলো। কিছু প্রশ্নের উত্তর পাবার জন্য মনটা হয়তো খুঁতখুঁত করতে পারে, তবে তা এমন আহামরি নয়। স্বভাবতই ফ্ল্যাপে যেখানে বলাই আছে অপরাধী সংগঠন রিঙের শেষ দেখে নিতে চায় কাহিনীর নায়ক। সেখানে আর দশটা ওয়েস্টার্নের তুলনায় ভিন্নপথে এগুনোটাই ভালো লেগেছে সবচেয়ে বেশি। পেশি এবং অস্ত্রের তুলনায়ও যে শক্তি ধারণ করা অন্যকিছুর পক্ষে সম্ভব তাই উঠে এসেছে এখানে।
অধিকার - ৪/৫ লোভ, বন্ধুত্ব, ভালোবাসা উঠে এসেছে এ কাহিনীতে। তবে কিছু জায়গা একটু বেশিই বেখাপ্পা লেগেছে, মারভেল কমিকস হলে দ্বিধা থাকতো না।
উত্তপ্ত কারাগার - ৩.৫/৫ আগের দুটোর তুলনায় কিছুটা স্লো মনে হতে পারে। তবে রক বেননের সম্পর্কে জানার আগ্রহ জন্মেছে।