Samaresh Majumdar (Bangla: সমরেশ মজুমদার) was a well-known Bengali writer. He spent his childhood years in the tea gardens of Duars, Jalpaiguri, West Bengal, India. He was a student of the Jalpaiguri Zilla School, Jalpaiguri. He completed his bachelors in Bengali from Scottish Church College, Kolkata. His first story appeared in "Desh" in 1967. "Dour" was his first novel, which was published in "Desh" in 1976. Author of novels, short stories and travelogues, Samaresh received the Indian government's coveted Sahitya Akademi award for the second book of the Animesh series, 'Kalbela".
সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা: স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা। প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দীনিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি। এ ছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।
একজন তৃতীয় শ্রেণীর লেখক যখন কোন সংকলন সম্পাদনা করেন তখন সেখানেও তিনি তার শ্রেণী চিনিয়ে দেন, এই বই পড়তে গিয়ে এটা বুঝতে পারলাম। বইয়ের নাম একশ বছরের সেরা গল্প, কিন্তু এই সংকলনে এমন অনেক গল্প স্থান পেয়েছে যাদেরকে এমনকি 'ভালো গল্প' বলারও উপায় থাকে না। মাঝখানে টানা এমন কিছু বাজে গল্প ছিল,পড়তে পড়তে মনে হচ্ছিল এটা কি বাঙলা সাহিত্যের সেরা গল্পের সংকলন নাকি কোন স্কুল বা কলেজের সাময়িকী!
তিন তারকা না দিয়ে উপায় রইল না, কারণ প্রথমদিকের বেশ কয়েকটা অসাধারণ গল্প প্রথমবার পড়েছি এবং প্রথমপাঠের সুখানুভূতিকে সহজে উপেক্ষা করা যায় না। বাঙলা ছোটগল্প প্রচুর ঐশ্বর্য্যশালী, সমরেশ মজুমদার ছাড়া অন্য কোন প্রথম বা দ্বিতীয় শ্রেণীর লেখকও যদি এই ধরণের কিছু সম্পাদনা করতেন, পাঁচ তারকার কম কিছু দেওয়া বোধহয় অসম্ভব হত।
It is a collection of shot stories by almost all renowned Bengali storytellers of the last century. Supposedly the best of each authors. So, it gives you a taste of Bengali short stories as a whole. It comprised the stories of varied genre, from the drawing room fantasies to vivid realities. My exposure to Bengali literature was not so varied. I read many Bengali novels but the author circle was limited. So, this book opened up a huge field for me to roam about. I liked the writing of many authors and am eager to read more from them.
বইয়ের নাম সেরা গল্প | গল্পগুলি কিভাবে নির্বাচন করা হয়েছে জানি না | তবে আমার মনে হয়েছে গল্প বাছাই করার চেয়ে লেখক বাছাই করতেই বেশি চেষ্টা করা হয়েছে | তবে অন্তত শত বছরের বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের লেখকের ভিন্ন ভিন্ন লেখার স্বাদ পাওয়া যাবে |
অনেকদিন ধরে একটা দুটো করে গল্প পড়ে পড়ে পর্বতপ্রতিম বইটা শেষ হলো। বইয়ের সম্পাদক ছিলেন সমরেশ মজুমদার।
বইয়ের প্রথম দিকের, রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণ আর বিভূতিভূষণের পুই মাচা ছাড়া অন্য কোন গল্প খুব একটা ভালো লাগেনি, তার উপর পুই মাচা গল্পটা আগে থেকেই পড়া ছিল। তবে মাঝামাঝি পার করার পরে, গল্পগুলো বেশ ভালো লেগেছে, বিশেষ করে শিবরাম চক্রবর্তী, মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, মতি নন্দী, শ্যামল গঙ্গোপাধ্যায়, রাজশেখর বসু, সৈয়দ মুস্তাফা সিরাজ, দেবেশ রায়, বিমল কর প্রমুখের গল্প উল্লেখযোগ্য।
সাহিত্যের যে কটা শাখা আছে তার মধ্যে (ভালো) ছোট গল্প লেখা আমার কাছে বেশ দূরহ কাজ মনে হয়। অনেক লেখক এই কাজটা এফোর্টলেসলি করতে পারেন( যেমন: রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ূন আহমেদ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ), আবার কেউ কেউ একেবারেই পারেন না। আকারে খুব বেশি বড় না হওয়ায় এখানে প্লট ধীরে ধীরে গুছিয়ে আমার সুযোগ থাকে না, পাঠক কে ধরে রাখতে হয় ক্ষুরধার লেখনী দিয়েই। তবে প্লট ইটসেলফ চমকপ্রদ হলে, লেখনীর দুর্বলতা কখনো কখনো কাটিয়ে উঠা যায়।
অবশ্য এই বইটা পড়ে সবচে বড় যে লাভটা হলো - কিছু লেখক পাওয়া গেল যাদের ছোটগল্প অনেক অনেক আকর্ষণীয় মনে হলো। তাদের সব গল্প অতিসত্বর পড়ে ফেলতে হবে।