What do you think?
Rate this book


92 pages, Hardcover
First published December 1, 1990
অদ্ভুত কথা। নিজের দেশটা কি রাতারাতি অন্যের দেশ হয়ে যায় না কি? হতে পারে কখনো?
বলিস্-যে তোরা, খুকি, ভাব্ একবার, ওই কাছারি ঘরটার পিছনে সুপুরিগাছের সারি, একটা একটা করে ওর সবকটা আমার নিজের হাতে লাগানো, সেই কোন্ আদ্যিকালে, তোদের তখন জন্মও হয়নি। একটু একটু করে ওরা বড় হল আমার চোখের সামনে। খ��লের ধার থেকে দালানের সিঁড়ি পর্যন্ত গোটা পথটার প্রত্যেকটা ঘাস খুঁটে খুঁটে পরিষ্কার করি রোজ ভোরবেলা, দেখিস তো সব। ওই আম কাঁঠাল তেঁতুলের গাছগুলি, দিনান্তে একবার ওদের গায়ে হাত না রাখলে ভালোও লাগে না আমার। আর ওই-যে মণ্ডপের পাশ দিয়ে পুকুরের পিছন দিকটা— তোরা তো ওদিকে যাস্ও না বেশি - ওইখানে পড়ে আছে বাবার মঠ, ঠাকুরদার মঠ, এখনও তোর মা ওখানে নিত্য গিয়ে পিদিম জ্বালিয়ে আসে। এইসব ছেড়েছুড়ে দিয়ে, বল্ তো আমি যাই কোথায়, যাই কেমন করে —