Noted litterateur and renowned professor/academician, Narayan Gangopadhyay (Bengali: নারায়ণ গঙ্গোপাধ্যায়) (real name: Taraknath) was born in Baliadanga in Dinajpur, East Bengal, on February 7, 1919. His ancestral home was in Basudebpur, Barishal. In 1941, he stood first class first in M.A. in Bengali from Calcutta University and later went on to earn his D.Phil for his research in the field of short stories in Bengali literature. He taught at the City College and later at the Calcutta University.
His first brush with writing came during his student years, when he tried his hand at poetry. Later he made his mark as a writer of short stories, novels and plays and also emerged as a critic and journalist. In the early 1940s he wrote a three-part novel called Upanibesh. He also regularly contributed to Shonibarer Chithi and was felicitated by Basumati the famous literary magazine. In his later years, he wrote biting satire on the prevalent social and political issues for Desh under the pseudonym Sunando. Among his famous works are Bitangsho, Surjasarathi, Timirtirtha, Alor Sarani, Ek-tala, Rammohan (play), Chhotogalpo Bichitra, Padasanchar, Samrat O Sreshthi, Ankush, Sahityo O Sahityik, Bangla Galpobichitra, Chhotogalper Seemarekha and Rabindranath. Two of his plays, Bhadate Chai and Agantuk, which were enacted by writers, were highly acclaimed.
Narayan Gangopadhyay is also the creator of Tenida and his adventures—which remain till date most popular among children's literature.
জন্ম : ১৩২৫ বঙ্গাব্দ। বাংলাদেশের বালিয়াডিঙ্গি, দিনাজপুরে।আদি নিবাস : বরিশাল।ছেলেবেলা কেটেছে দিনাজপুরে, আত্রাই নদীর ধারে। কলেজ জীবন ফরিদপুরে।এম-এ পরীক্ষায় বাংলাসাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আসল নাম তারকনাথ। কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় নামেই সাহিত্য রচনা শুরু করেন এবং ওই নামেই ছিলেন সুপরিচিত।প্রথমে অধ্যাপনা করতেন কলকাতার সিটি কলেজে, পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ছোটগল্প নিয়ে গবেষণা করে ডি. লিট উপাধি পান। প্রথম দিকে কবিতাই লিখতেন। ‘মাসপয়লা’ পত্রিকায় ছোটদের বিভাগে কবিতা লিখে পুরস্কারও পেয়েছিলেন।প্রথম গল্প ‘নিশীথের মায়া’। প্রথম লিখিত উপন্যাস ‘তিমিরতীর্থ’। প্রথম প্রকাশিত উপন্যাস ‘উপনিবেশ’। প্রথম পুরস্কার ‘কথাশিল্প’ গল্প প্রতিযোগিতায়।বহু ছোটগল্প লিখেছেন, বহু উপন্যাস, বেশ কিছু নাটক। চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন একদা । সমালোচক ও সাংবাদিক রূপেও ছিলেন খ্যাতিমান। বসুমতী পত্রিকার পক্ষ থেকে সংবাদ-সাহিত্যের প্রথম পুরস্কার প্রদান করা হয়েছিল তাঁকে। কলকাতা বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে সরোজিনী বসু স্বর্ণপদক দেওয়া হয় মরণোত্তর সম্মান রূপে। শেষ জীবনে ‘সুনন্দ’ ছদ্মনামে দেশ পত্রিকায় রম্যরচনা লিখে প্রচণ্ড জনপ্রিয় হয়েছিলেন। মৃত্যু : ২২ কার্তিক, ১৩৭৭ বঙ্গাব্দ ।
গল্পসমগ্রে টেনিদার লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়কে খুঁজে পাওয়া যাবে না। নারায়ণ এর কিশোর সাহিত্যকে যদি তুলনা করি ছেলেবেলার ফেলে আসা আলো ছায়া মেশানো চিরবসন্তের স্বপ্নের দিনের সাথে তবে তার ছোটগল্প হচ্ছে প্রচন্ড গ্রীষ্মের কঠোর কঠিন রৌদ্রতপ্ত দুপুরবেলা, বড় বেশি ছাঁচাছোলা, বড় বেশি বাস্তব, বড় বেশি নির্মম আর বোধহয় বড় বেশি সত্যি। নারায়ণবাবু টেনিদা লিখে গেছেন বলেই বাংলাভাষী কিশোর পাঠকের কাছে চিরকাল বেঁচে থাকবেন। লিখে গেছেন সুনন্দর জার্নাল। তার উপন্যাস কখনো পড়া হয় নি তবে ছোটগল্পে তাঁর দখল যে অসাধারণ সে ধারণা আগেই ছিলো তাঁর টোপ গল্পটি পড়ে। অসংখ্য গল্প সংকলনে নারায়ণের লেখার প্রতিনিধি হিসেবে গল্পটি স্থান পেয়েছে।টোপ নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তবে এটুকুই বলা যায় এরকম গল্প বাংলা সাহিত্যে বোধহয় দ্বিতীয়টি নেই। তাঁর লেখা দ্বিতীয় আরেকটি গল্পের সন্ধান পেয়েছিলাম একটি হাসির গল্পের সংকলনে, গল্পের নাম-একটি কৌতুকনাট্য। মনে নেই সম্পাদক কে ছিলেন, কোন বিচারে হাসির গল্পের সংকলনে গল্পটি স্থান পেলো, হয়তো নাম দেখে সম্পাদক আর গল্পটি পড়েন নি। অবশ্য আমি পড়েছিলাম, আর পড়েছিলাম বলেই ঠিক করে নিয়েছিলাম নারায়ণ গঙ্গোপাধ্যায় এর লেখা অন্য গল্পগুলোও আমাকে পড়তে হবে। গল্পটি আমার এতোই ভালো লেগেছে যে, মনে হয়েছে এই গল্পের সমমানের গল্প জীবনে যতোগুলো পড়েছি তা বোধ হয় হাতের আঙ্গুলে গোনা যাবে।গল্পের বিষয়বস্তুতে হাসি না থাকুক, ভাববার কথা আছে যথেষ্ট।নারায়ণ গঙ্গোপাধ্যায় এর জন্ম ১৯১৮ তে। তরুণ বয়সেই তিনি দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, দেশভাগ, শরণার্থী জীবন, সবই। গল্পসমগ্রটিতে গল্প প্রকাশের সময় সংযোজিত নেই, নেই কোনরকম ধারাবাহিকতা। তবে পড়লে মোটামুটি ধারণা করা যায় কোন গল্পটি কোন সময়কালে লেখা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া ফাটকাবাজেদের কথা যেমন আছে, আছে যুদ্ধের সময়ে কৃত্রিমভাবে সৃষ্ট দুর্ভিক্ষের করুণ ছবি।হাড়, ডিম, তীর্থযাত্রা, লুচির উপাখ্যান ৪০ এর দশকের বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষের পটভূমিকায় লেখা অসাধারণ সব গল্প। এই পটভূমিতে লেখা গল্পের সংখ্যা বড় কম নয়। কবর, ইদু মিয়ার মোরগও মনে হয় চল্লিশের দশকেই লেখা।ভাঙ্গা বন্দর, আত্মহত্যা, বনতুলসী , লাল ঘোড়া বোধ করি আরও আগে লেখা যখন যুদ্ধ আর ক্ষুধার কালোছায়া বাংলাকে স্পর্শ করেনি সেই সময়ের। বিভূতি ভূষণ এর যেমন ঘেঁটু ফুল প্রীতি ছিলো নারায়ণের বোধহয় বনতুলসীর প্রতি সেরকমই কোন ভালোবাসা ছিলো। বনতুলসী নিয়ে একটা গোটা গল্প যেমন লিখেছেন, নানা গল্পে নানা বর্ণনায় এর নাম বারবারই এসেছে, তবে সেটা বিভূতি ভূষণ এর মতো রোমান্টিক বর্ণনা নয়। আরও অসাধারণ কিছু গল্প তিনি লিখে গেছেন দেশভাগের পর শরণার্থী জীবন নিয়ে। একটি কৌতুকনাট্য, মধুবন্তী, দরজা, রাঙা মাসিমা,দোসর, শ্বেতকমল, একজিবিশন এমন আরও অনেক গল্প সেই যন্ত্রনারই যা তিনি কাছে থেকে দেখেছেন, তার আদি বাড়ীও তো ছিলো পূব বাংলায়, দেশ ভাগের তিনি নিজেও তো একজন বলি।তবে দেশভাগের, সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষিতে লেখা গল্পতেও নারায়ণ ছিলেন নির্মেোহ, কোন কিছুতেই কোন সম্প্রদায় বিশেষের প্রতি পক্ষপাত বা বিষোদগার তিনি করেন নি, কাউকে তিনি দায়ী করেন নি, বরং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সবার উপরে মানুষ হিসেবেই দেখিয়েছেন। নারায়ণ নতুন গান নামে একটি গল্প লিখেছেন আমাদের ভাষা আন্দোলন নিয়েও। আর রেকর্ড গল্পটি কোন নির্দিষ্ট সময়ের প্রতিনিধিত্ব করে না যদিও মনে হয়েছে লেখাটি অপেক্ষাকৃত নতুন। গল্পটি সকল দেশের, সকল সময়ের জন্য লেখা। যেকোন ভাষায় লেখা হলেও গল্পের আবেদন একই থাকতো।১৩৩ টি গল্পের এই সংকলন ধারাবাহিকভাবে পড়িনি, কোন ক্রম অনুসরন করেও পড়িনি, বিভিন্ন সময়ে একটু একটু করে পড়েছি, পড়া শেষ করেছিও বেশ আগেই।হয়তো সবগল্পই জীবনের রূঢ় বাস্তবতাকে নিয়েই বলে মনে হতে পারে জীবনে কি আনন্দ নেই, কেবল কি দুঃখ আর বেদনাই? হাসি, আনন্দ নেই? অনেক গল্পের নাম ভুলে গেছি, কাহিনী মনে থাকলেও সেটা কোন গল্পের মনে নেই। তবে প্রতিটি গল্পই মনে দাগ কাটবার মতো।আমার তো মনে হয় বাংলা সাহিত্যের সেরা গল্প সংকলনের একটি এটি।
লেখককে শুধু 'টেনিদা' এর লেখক বলেই চিনতাম। কিন্তু এই পরিচিতি উনার সাহিত্য প্রতিভার প্রতি নিতান্তই অবিচার। বাংলা সাহিত্যের আসরে উনাকে নিয়ে তেমন আলোচনা হয় না, অনেকটা আন্ডাররেটেড হয়ে আছেন। কিন্তু তাঁর ছোটগল্প সমগ্র পড়ে প্রায় একশো ত্রিশটি গল্পের মধ্যে যে রচনাবৈচিত্র্য পেলাম তা বাংলা সাহিত্যের অনেক রথীমহারথীর লেখাতেও পাওয়া যায় না। অসাধারণ লেখনশৈলী, অপূর্ব উপমা আর প্রকৃতি ও মানবজীবনের হৃদয়কাড়া কাহিনী। এমন লেখকের কথা আগে কেন জানতে পারিনি সেটাই এখন আফসোস হচ্ছে।