মিসির আলীর 'অমীমাংসিত' রহস্য!
আপনি বলবেন, এতে আর আশ্চর্যের কি? ওনার সব রহস্যই তো প্রায় অমীমাংসিত। ব্যাপারটা আইরনিক, কারণ এই একটি গল্পে আলি সাহেব প্রায় গোয়েন্দা-সুলভ তৎপরতায় রহস্য সলভ করেছেন। কাদা ঘেটেছেন। পুলিশ, পলিটিশিয়ান, ডাক্তার সবার কাছে মুখ-ঝামটা খেয়েছেন। হিমুর মতন, এক বিত্তবান বাড়িতে আশ্রয় নিয়ে দিব্যি আয়েশ করেছেন।
ভালোই করেছেন। গল্পটিতে, গা-ছমছমে উপাদান কিঞ্চিৎ কম, প্যারাসাইকোলজির অভাবে ষড়রিপুর আবেশ। রহস্য-কাহিনী হিসেবে দিব্যি উপভোগ্য। সাথে সুন্দর লেখনী, সহজ সংলাপ। চিরাচরিত হুমায়ূন আহমেদ। এ জিনিস, চাইলেও হতাশ করে না।
(৩.৫/৫)