পাতালকোট থেকে ত্রিভুজ আর অর্ধেক কালো ও সাদা বৃত্তের উল্কি শরীরে নিয়ে বেরিয়ে এসেছিল অনন্য পূরবী অনিকেত বাদশা দেবকান্তি সারিকা মৌলীনা বাবুলাল এবং সার বৈরাগী। এক রহস্যময় চরিত্র জয়ন্ত যে উদ্দেশ্য নিয়ে পাতালকোটে এসেছিল তা পূরণ করে ফিরে যেতে সক্ষম হয়। কিন্তু সে কি আদৌ তার লক্ষ্যে পৌঁছাতে সফল হয়?
পাতালজাতক পড়ে হতাশ হতে হলো। পাতালকোট যতটা জমজমাট ছিল এই বইটি ততোটাই নিরস লেগেছে আমার। তথ্য সমৃদ্ধ বই নিঃসন্দেহে কিন্তু দাগ কাটতে অক্ষম হয়েছে। তবে অনেক কিছু জানতে পেরেছি।লেখিকা প্রচুর পরিশ্রম করেছেন তাই হয়তো অনেকের বইটি ভালো লাগতেও পারে।