বেসিক আলী কার্টুন স্ট্রিপের প্রথম আত্মপ্রকাশ 'প্রথম আলো'র উপসম্পাদকীয় পাতায়, নভেম্বর ২০০৬-এ। প্রতিদিনের এই স্ট্রিপ কার্টুনের মূল বিষয় হচ্ছে পরিবার, বন্ধুত্ব এবং অফিস ঘিরে মজার মজার সব ঘটনা। বেসিক আলী হচ্ছে বিশিষ্ট ঋণখেলাপী ব্যবসায়ী, তালিব আলী ও তার স্ত্রী মলি আলীর বড় ছেলে। বেসিকের ছোট বোন নেচার আলী মেডিকেল কলেজের ছাত্রী ও ছোট ভাই ম্যাজিক স্কুলের ছাত্র। বেসিকের ঘনিষ্ঠ বন্ধু আত্মভোলা হিল্লোল এবং বেসিকের হৃদকম্প হচ্ছে অফিস কলিগ রিয়া হক। এদের সবাইকে নিয়েই অনবদ্য কার্টুন স্ট্রিপ-বেসিক আলী।
জনপ্রিয় কার্টুন চরিত্র বেসিক আলীর জনক বিশিষ্ট কার্টুনিস্ট শাহরিয়ার খান। কার্টুনটির যাত্রা শুরু হয় ২০০৬ সালে। জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর উপসম্পাদকীয় পাতায় নিয়মিত প্রকাশিত হয় এই কার্টুন। শুরু থেকেই কার্টুনটি পাঠকপ্রিয়তা পেয়ে আসছে। বেসিক আলী হলো বড় ছেলে। ‘আলী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’ এর মালিক, বিশিষ্ট ঋণখেলাপী ব্যবসায়ী তালিব আলীর বড় ছেলে। আলী পরিবারের অন্যান্য সদস্যরা হলো বেসিকের মা মলি আলী, যিনি একজন গৃহিণী, ছোট বোন নেচার আলী, যিনি মেডিক্যাল কলেজের শিক্ষার্থী, আর স্কুল ছাত্র ছোট ভাই ম্যাজিক আলী। এই পরিবারকে কেন্দ্র করে এই চরিত্রগুলোর জীবনের প্রতিফলনেই বেসিক আলী কার্টুন। পরিবার, প্রেম আর বন্ধুত্বের সম্পর্কের আবর্তে চলতে থাকা এ কার্টুনে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো বেসিকের অফিস সহকর্মী রিয়া হক এবং ঘনিষ্ঠ ও আত্মভোলা বন্ধু হিল্লোল। শাহরিয়ার এর বই বেসিক আলী মূলত এই কার্টুনের সংকলন। সাধারণ পাঠকের প্রতিক্রিয়া এবং চাহিদার প্রেক্ষিতে ২০০৯ সালে পাঞ্জেরী প্রকাশনী থেকে বেসিক আলী নামে এই কার্টুনটির এক বছরের সংকলন প্রকাশিত হয়। প্রথম সংকলন ভালো সাড়া পাওয়ার পর থেকেই নিয়মিত বেসিক আলী সংকলন প্রকাশ হয়ে আসছে। শাহরিয়ার এর বই সমগ্র বেসিক আলী ছাড়াও আরো অনেক বই নিয়েই গড়ে উঠেছে। কমিক কার্টুন সিরিজ ‘বাবু’ তার অন্যতম। এছাড়াও শাহরিয়ার এর বই সমূহ এর মাঝে আছে ‘ষড়যন্ত্র’, ‘লাইলী’, ‘কিউব’, ‘দ্বিতীয়’, ‘বোকা ভূত’, ‘কল্পশিকারী’ ইত্যাদি। তিনি বর্তমানে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পদে বহাল আছেন।
কমিক্স খুবই কম পড়া হয়। তবুও বলতে পারি, বাংলাদেশে এরকম হাসির কমিক্স খুব কমই আছে। শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম হাসির আর প্রতিটা ক্যারেক্টারই মজার। :D সেমিস্টার ফাইনাল চলাকালীন সময়ে মাথা হাল্কা করার জন্যে পারফেক্ট :)
ড্রইংরুমের সোফায় বসে সকালে কফির কাপে চুমুক দিয়ে পত্রিকা পড়িনা অনেক দিন হল। ছোটবেলায় যখন বাসায় পেপার আসত ,সবার আগে মাঝখানের পেইজ টা খুলে বেসিক আলী টা পড়তাম। আজ অনেক অনেক দিন পরে আবার যেন সেই পুরনো সময়ে ফিরে গিয়েছিলাম। শাহরিয়ার খান কে ধন্যবাদ ,এমন মজাদার একটা কমিক স্ট্রিপ বানানোর জন্য। ওনার রেডিও শো এর ভক্ত ছিলাম সেই অনেক আগে থেকেই। পুরো কমিক টা প্রথম থেকে একসাথে পড়তে পেরে ভাল লাগল অনেক
কমিকটা পড়তে পড়তে একটু নস্টালজিক হয়ে গেছিলাম। আগে যখন বাসায় পত্রিকা আসতো কত আগ্রহ নিয়ে বেসিক আলীর পাতাটা পড়তাম। তখন পেপার কাটিং এর অভ্যাস ছিল, কোনো কিছু পছন্দ হলেই কেটে রেখে দিতাম;আম্মু অনেক বকাবকি করতো। বেসিক আলীর বেশ কিছু কাটিং জমা করে রেখে দিয়েছিলাম। অনেক ভালো লাগতো। আজ আবার হুট করে পড়তে ইচ্ছা করলো। বেসিক আর রিয়ার গল্পের শুরু কিভাবে হয়েছিলা তা জানা ছিল না, আজকে জানলাম। প্রচুর হাসলাম। ম্যাজিক চরিত্রটা এককালে অনেক প্রিয় ছিল।
অন্য সবার মতোই বেসিক আলীর সাথে আমার পরিচয় পত্রিকার পাতাতেই। টুকরো বিনোদনের সাথে সাথে একসময় আপন হয়ে যায় কমিকের চরিত্রগুলো। প্রথম সংকলনে মূলত দুটো ঘটনাকে গুরুত্বপূর্ণ বলা যায়। একটা হচ্ছে তালিব এর সঙ্গে মডেস্ট এর প্রেমকাহিনী। অল্পবয়সী হ্যাংলা পাতলা শরীরের তালিবকে দেখে মেনে নিতে বেশ কষ্ট হয়। দ্বিতীয়টা হচ্ছে বেসিকের ব্যাংকের চাকুরীতে যোগ দেয়া এবং রিয়ার সাথে পরিচয়। তবে বেসিকের দাদার চরিত্রটা প্রথম সংকলনে পুরোপুরি অনুপস্থিত। সব মিলিয়ে কমিক হিসেবে বেসিক আলী যথারীতি পছন্দের তালিকাতেই থাকবে।
বেসিক আলী। আধুনিক বাংলাদেশের কার্টুন এবং কমিক্স অঙ্গনে পরিচিত এক নাম। বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি নেয়ার পরও চাকরী করতে অনিচ্ছুক এই যুবকের অরিজিন স্টোরি এই বইয়ে আছে। আলী পরিবারটি কেমন যেন অদ্ভুত। অ্যাডামস ফ্যামিলির কথা মনে করিয়ে দেয়, ভৌতিক বিষয়-আশয় বাদ দিয়ে।
বেসিক আলীর দুষ্ট ভাই ম্যাজিক আলী, বাবা ব্যবসায়ী তালিব আলী, মা মলি আলী এবং ছোটবোন ন্যাচার আলীকে নিয়ে এক সুখের এবং পাগলামীতে ভরা সংসার। তাছাড়া আছে বেসিকের ভুলোমনা বন্ধু হিল্লোল। এই প্রথম পর্বে বেসিকের মা-বাবার বিবাহপূর্ব প্রেমের মজার কাহিনী যেমন আছে ঠিক তেমনি আছে ব্যাঙ্কে জব করতে গিয়ে বেসিক এবং রিয়ার খুনশুটিতে ভর্তি ভালোবাসার আখ্যান। বিভিন্ন মজার মজার ঘটনায় পূর্ণ এই পর্বে বাংলাদেশের তৎকালীন রাজনীতিরও কিছু ঝলক দেখা যায়। সেই সাথে আমাদের সমাজের কমন কিছু প্র্যাকটিশের হাস্যকর রূপও।
বেসিক আলী মূলত ১৫ থেকে প্রায় ১৮ বছরের ছেলেমেয়েরা বেশি উপভোগ করার কথা। তবে এর চেয়ে অনেক বেশি বয়সিরাও এনজয় করবেন যদি কার্টুনিশ ব্যাপার-স্যাপার তাদের ভালো লাগে। শাহরিয়ার খান বাংলা কার্টুন অঙ্গনে দেশে-বিদেশে সুপরিচিত এক নাম।
আরে বাবা হাসতে হাসতে চিৎপটাং! ছোটবেলায় ক্রিং ক্রিং করে সাইকেলে এসে আংকেল খবরের কাগজ দিয়ে যেত। শুরুতেই কাগজটি আমি হাতিয়ে নিতাম আর একেবারে সোজা এই পাতায় চলে যেতাম। কী মজা লাগতো। পরে সেসব বন্ধুবান্ধবদের শুনাতাম। এত মজা পেয়েছি কমিক্স গুলো আবার পড়ে।
বেসিক আলী, বাংলাদেশের কমিক্স কিংবা কার্টুন জগতে অন্যতম একটা চরিত্র। ছোটবেলায় পত্রিকার ভিতর থেকে বেসিক আলী পড়ার মজা ছিলো অন্যরকম। এতোদিন পর এখোনোও একটুও আলাদা লাগছে না, কি দারুন ব্যাপার!
পরিবারের খুনসুটি, সমাজের বিভিন্ন অবস্থার হাস্যকর বর্ননা, রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে অসাধারণ ছাপ ফেলেছে বেসিক আলী।
অনেক আগে প্রথম আলোতে বেসিক আলী পড়তাম মাঝেমাঝে।তখন বেশি ভালো লাগতো না কারণ কাহিনীর ফ্লো বজায় ছিলো না।এখন পুরো একটা বই পড়ে মনে হচ্ছে,না!জিনিসটা বেশ মজার!
😂 A joke if translated well, works in any language. Loved this. Please write more. Absolute favorite light reading material. Also a good comic series that's great for any age as long as you know how to read.
হাসতে হাসতে পেট ব্যথা। এরকম কমিক্স হাজার খানেক থাকলেও পড়া যায় আরামে স্বাচ্ছন্দ্যে। মনটাই ভালো করে দেয়ার মতো। মন খারাপের সঙ্গী। বাংলার কমিক্সগুলো আন্ডাররেটেড বলে এসব কাজ খুব অল্প হয়। আমার মতে, এরকম কাজ আরো প্রচুর হওয়া দরকার। 🌸
একটা সময় ছিল যখন বাসায় এক প্রকার জোর জবরদস্তি প্রথম আলো পত্রিকা রাখাতাম প্রতিদিন শুধুমাত্র বেসিকের এই ক��িক পার্ট টুকুর জন্য। কিন্তু কখনো ভাবিনি এভাবে শুরু থেকে পড়ার সুযোগ হবে। বেসিক ইজ লাভ❤
প্রথমবারের মত বেসিক আলী সিরিজের কোন বই পড়লাম। তার আগে এমনেতে পত্রিকার পাতায় কিছু অংশ পড়া হয়েছিল। প্রথমে মনে হয়েচির এটা একবারেই বাচ্চাদের কমিকস। কিন্তু পড়তে গিয়ে বুঝলাম ব্যাপারটা তা না। তবে মজা পেয়েছি পড়ে।
The writer has done a tremendously meticulous job when mining and connecting ideas to build every page of this comics. The humors and the characters have done great job to elicit conspicuous laughter at each page of the book. Highly recommended if anyone want to have some light reading during bad days.
ছোটবেলায় প্রথম আলোর পাতায় পড়তাম, ১১ তম পৃষ্ঠায় দিত, প্রতিদিন। এরপর আসল বই, ১, ২, ৩ করে করে ৯ পর্যন্ত পড়লাম। শেষের দিকে এসে আবেদন হালকা কমে গেলেও, শাহরিয়ার মাথা নষ্ট লেভেলের কাজ করে গেছে এই পুরো সিরিজটায়। নি:সন্দেহে পাঁচ তারকা।
Humor on Every page. Hopefully, will read other editions as well. The main characters are Basic, Hillol, Ria, Madest and the family. The whole family spends humoring with each other.
প্রচুর লেইম জোক পাওয়া যাবে এখানে। এটা মজার। কিন্তু এখনো "মেয়েদের না মানে আসলে হ্যাঁ" অথবা "মেয়েদের না সবসময় না হয় না" ধরনের সস্তা, হাগু জোক একদম ভালো লাগে না -_-