অনেকদিন পর ফিরে আসা হলো শাহরিয়ারের 'বেসিক আলী' সংকলনে। জনপ্রিয় এ কার্টুন স্ট্রিপের তৃতীয় কিস্তিতে আলী পরিবারের অদ্ভুত কর্মকান্ডের দেখা পেলাম যথারীতি।
বাংলাদেশের কার্টুন-কমিক্সের প্রতি আগ্রহীদের কাছে বেসিক আলী এক অতি পরিচিত নাম। মূলতঃ মধ্যবিত্ত দৈনন্দিন জীবনে নিয়মিত যা ঘটে চলে সেসবের রম্য কার্টুন রূপই খুঁজে পাওয়া যায় বেসিক আলীতে।
এই সংকলনে বেসিক, ন্যাচার, ম্যাজিক তাদের পিতামাতা তালিব এবং মলি আলীসহ অন্যান্য নিয়মিত চরিত্রগুলি ঘুরেফিরে এসেছে আমাদের হাঁসাতে। তবে রিয়ার সাথে বেসিকের বিয়ের কথাবার্তা কি এগুলো না আর?
নির্বাচনী প্রচারণা, দেয়াল লিখন, অফিসিয়াল ক্যাঁচাল, ছিনতাইকারী / ভিক্ষুক সমাচার জমেছে 'বেসিক আলী ৩' এ।
শাহরিয়ারের অঙ্কনে প্যানেলে প্যানেলে ফুঁটে উঠেছে আটপৌড়ে জীবনকে ফানি রূপ দেয়ার সার্থক সেই প্রচেষ্টাসমূহ।
বই রিভিউ
নাম : বেসিক আলী ৩
লেখক ও অঙ্কনশিল্পী : শাহরিয়ার খান
প্রচ্ছদ : শাহরিয়ার খান
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০২৩
দ্বিতীয় সংস্করণ : জানুয়ারি ২০১৪
জনরা : কার্টুন-স্ট্রিপ সংকলন, কমেডি
রিভিউয়ার : ওয়াসিম হাসান মাহমুদ