Jump to ratings and reviews
Rate this book

ঐতিহাসিক কাহিনী সমগ্র

Rate this book
শরদিন্দু অমনিবাস (প্রথম-দ্বাদশ খণ্ড) গ্রন্থে সঙ্কলিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় রচনা বিষয় অনুসারে এক একটি খণ্ডে বিন্যস্ত করার নব পরিকল্পনা অনুযায়ী নতুন রচনাবিন্যাসের প্রথম পর্যায়ে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সমুদয় গোয়েন্দা কাহিনী একত্রে ব্যোমকেশ সমগ্র নামে ইতিপূর্বে প্রকাশিত হয়েছে (মে ১৯৯৫) । বর্তমানে দ্বিতীয় পর্যায়ে লেখকের যাবতীয় ঐতিহাসিক কাহিনী ঐতিহাসিক কাহিনী সমগ্র নামে প্রকাশিত হল ।

গ্রন্থের ঐতিহাসিক কাহিনীগুলি হলঃ
পাঁচটি উপন্যাস -
কালের মন্দিরা, গৌড়মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, কুমারসম্ভবের কবি, তুঙ্গভদ্রার তীরে
এবং
সতেরোটি গল্প ।

835 pages, Hardcover

Published January 1, 1998

123 people are currently reading
1479 people want to read

About the author

Sharadindu Bandyopadhyay

179 books443 followers
Sharadindu Bandyopadhyay (Bengali: শরদিন্দু বন্দোপাধ্যায়; 30 March 1899 – 22 September 1970) was a well-known literary figure of Bengal. He was also actively involved with Bengali cinema as well as Bollywood. His most famous creation is the fictional detective Byomkesh Bakshi.
He wrote different forms of prose: novels, short stories, plays and screenplays. However, his forte was short stories and novels. He wrote historical fiction like Kaler Mandira, GourMollar (initially named as Mouri Nodir Teere), Tumi Sandhyar Megh, Tungabhadrar Teere (all novels), Chuya-Chandan, Maru O Sangha (later made into a Hindi film named Trishangni) and stories of the unnatural with the recurring character Baroda. Besides, he wrote many songs and poems.

Awards: 'Rabindra Puraskar' in 1967 for the novel 'Tungabhadrar Tirey'. 'Sarat Smriti Purashkar' in 1967 by Calcutta University.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
437 (69%)
4 stars
128 (20%)
3 stars
48 (7%)
2 stars
11 (1%)
1 star
7 (1%)
Displaying 1 - 30 of 40 reviews
Profile Image for হাঁটুপানির জলদস্যু.
299 reviews228 followers
December 6, 2023
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পের রসাস্বাদন করতে চাইলে বিপত্তি বাধে দুটো জায়গায়। প্রথমত, শরদিন্দু তাঁর সময়ের লোকাচারকে আঁকড়ে ধরে লিখেছেন; কান না পেতেও তাঁর লেখায় এখানে-ওখানে প্রচ্ছন্ন ও প্রস্ফূট নারীবিদ্বেষ আর সাম্প্রদায়িকতার ঘণ্টাশিঞ্জন শোনা যায়। দ্বিতীয়ত, প্রাচীন আবহ নির্মাণের জন্যে শরদিন্দু খুব প্রবলভাবে তৎসমশব্দনির্ভর ছিলেন, সেগুলো একদিকে আগ্রহোদ্দীপক হলেও পাঠের গতি কমিয়ে দেয়। আরবি-ফারসি-হিন্দুস্তানি-পর্তুগিজ-ইংরেজির কাছে বাংলার কিছু ঋণ আছে, কিন্তু সেসব ভাষার প্রবেশকালের আগের যুগের গল্প লিখতে গেলে প্রাকৃত শব্দের ওপর জোর দিতে হতো, শরদিন্দু সে কাজ তৎসম দিয়ে সেরেছেন। তাঁর আমলের দুটো বাংলা অভিধানকে সঙ্গী করে বইটা পড়ে শেষ করতে হলো। অচেনা শব্দগুলোর অর্থ পটভূমি আর বর্ণনার কল্যাণে অচিরেই আগ্রহী পাঠকের কাছে স্পষ্ট হয়ে উঠবে, কিন্তু অচেনা শব্দের সূত্রসন্ধানে যে পাঠকের আগ্রহ নেই, তার জন্যে এ বইতে সংকলিত গল্প-উপন্যাসের কিছু অংশ ক্লান্তিকর ঠেকতে পারে। অপ্রচলিত বাংলা শব্দ, যেগুলোকে আমরা অন্য ভাষার শব্দ দিয়ে প্রতিদিনের ভাষায় প্রতিস্থাপিত করেছি, সেগুলো খুঁজতে এবং প্রয়োগে ফিরিয়ে আনতে আমি আগ্রহী, তাই এ দ্বিতীয় বিপত্তির ব্যাপারে আমার অনুভূতি মিশ্র।

কিন্তু গল্পকথনে শরদিন্দু ভারি দক্ষ। প্রেমেন্দ্র মিত্র আর সত্যজিৎ রায়ের মতো তিনিও চলচ্চিত্র অঙ্গনের লোক, তাঁর অনেক গল্পও তাই খুব সিনেমেস্ক। ইতিহাস এখানে ব্যঞ্জন নয়, পাত্র। ইতিহাসনিষ্ঠার চেয়ে ঐতিহাসিক আবহনির্মাণে তিনি গুরুত্ব দিয়েছেন, সফলও হয়েছেন। ফিলিপ কে ডিকের মতো আমিও বিশ্বাস করি, সাহিত্যিকের কাজ কণ্ঠহীনকে কণ্ঠ দেওয়া। শরদিন্দু সে কাজটায় সফল হননি, তাঁর কণ্ঠ শেষ পর্যন্ত লোকাচারের প্রবল ধ্বজাধারীর সুর ধারণ করেছে। দুটো তারা তাই সে হতাশা বাবদ নিজের কাছে রেখে দিলাম।
Profile Image for Sristy Sangskriti.
11 reviews43 followers
December 21, 2019
এই বইখানা আমার বিশ্ববিদ্যালয় জীবনের বোরিং ক্লাসগুলিতে পিছনের বেঞ্চিতে বসিয়া সময় কাটাইবার সঙ্গী ছিলো। কিন্তু শরদিন্দু বাঁচিয়া থাকিলে জিজ্ঞাসা করিতাম যে, নারীরা আর মুসলমানেরা তাঁহার কী ক্ষতি করিয়াছিলো। এতো নারীবিদ্বেষ আর সাম্প্রদায়িকতা কেনো ভাই। যদিচ গল্প, উপন্যাস গুলির লেখনী অতি চমৎকার। কিছু কিছু গল্পে নারীবিদ্বেষ এত প্রকটভাবে প্রকাশিত যে মনে হয় আর না পড়ি। গল্পের প্রয়োজন বা সময়কাল বুঝাইবার জন্যেও এত প্রকটতা প্রকাশের দরকার ছিলো না। এতদসত্ত্বেও, বিষকন্যা আর কুমারসম্ভবের কবি- গল্প-উপন্যাস দুইটা আমার সবচেয়ে ভালো লাগিয়াছে। বাকিগুলিও বেশ। ঐতিহাসিক চরিত্র নিয়া এত চমকপ্রদ সব কাহিনি রচনার কৃতিত্ব শরদিন্দুকে না দিলে অপরাধ হইবে। কিছু গল্পের শেষটা হয়তো পূর্বেই অনুমান করা সম্ভব কিন্তু তাও লেখনীর গুণে তাহা অবশ্যপাঠ্য। সবমিলাইয়া যত ঘণ্টা ব্যয় করিয়াছি ইহার পিছনে, বিফলে যায়নাই।
Profile Image for Riju Ganguly.
Author 37 books1,862 followers
December 10, 2022
সতেরোটি ছোটোগল্প এবং পাঁচটি উপন্যাস। অন্যান্য সাহিত্যিকদের তুলনায় এই বিশেষ ঘরানায় শরদিন্দু'র মোট রচনাকে কোনোমতেই বিপুল বা বৃহৎ বলা চলে না। কিন্তু প্রভাবে এবং গুণমানে এরা বাংলা সাহিত্যে শুধু অতুলনীয় বা অদ্বিতীয়ই নয়, একেবারে অলঙ্ঘ্যনীয় হয়ে রয়েছে।
আলাদাভাবে গল্পগুলোর নাম-ধাম নিয়ে কোনো লাভ নেই। বইটা জোগাড় করুন, তারপর একেবারে ফ্ল্যাপ থেকে শুরু করে শেষ অবধি পড়ে যান।
এ লেখার কোনো তুলনা নেই!
Profile Image for Sanowar Hossain.
281 reviews25 followers
June 23, 2023
ব্যোমকেশের স্রষ্টা খ্যাত শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশের পাশাপাশি ঐতিহাসিক চরিত্র ও ঘটনাকে উপজীব্য করে বেশ কিছু ছোট গল্প ও উপন্যাস রচনা করেছেন। তবে ব্যোমকেশের ব্যাপক জনপ্রিয়তার আড়ালে এই গল্প-উপন্যাসগুলো নিয়ে আলোচনা তেমন একটা হয়না।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলো ইতিহাসের বিখ্যাত ঘটনাগুলোর সাথে সমান্তরালে প্রবাহিত কিংবা ঐ সময়ের আবহ তৈরি করে রচিত হয়েছে। 'রক্ত-সন্ধ্যা' গল্পটিতে আমরা দেখতে পাই মাংসের দোকানের এক কসাই একজন ফিরিঙ্গিকে হত্যা করেছে। হত্যার কারণ জিজ্ঞাসা করলে জানা যায় পূর্ব জন্মে নিহত ব্যক্তিটি ভাস্কো-ডা-গামা ছিল এবং হত্যাকারীর নাম মির্জা দাউদ। মির্জা দাউদের হজ্বের জাহাজকেই আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছিল ভাস্কো-ডা-গামা। সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিলেন পরজন্মে এসে। অধিকাংশ গল্পগুলোই পূর্ব জন্মের আবহ সৃষ্টি করে কাহিনি উত্থাপন করা হয়েছে।

মানুষ সৃষ্টির সময়ই সৃষ্টিকর্তা তার মধ্যে প্রেমকে প্রোথিত করে দিয়েছেন। যার ধারা আজও বহমান। সেই প্রেমের চরিত্রগুলোও কালভেদে বিভিন্ন উপায়ে নিজ বাসনা চরিতার্থ করে; তবে মূল ধারার পরিবর্তন হয়নি। লিচ্ছবী রাজবংশের তখন পাটালিপুত্রে শাসন চলে। চন্দ্রগুপ্ত রাজা হলেও রাণী দেশ শাসন করে। নদীর তীরে সোমদত্তা নাম্নী এক সুন্দরী নারীকে চন্দ্রগুপ্ত উদ্ধার করে প্রাসাদে নিয়ে আসেন এবং তাকে সুস্থ করে তোলেন। সোমদত্তাকেই দ্বিতীয় স্ত্রী-রূপে গ্রহণ করেন তিনি। কিন্তু রাণীর অভিলাষ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখেন নি। এই গল্পেরই অন্যতম চরিত্র চক্রায়ুধ ঈশানবর্মা নিয়তির যাঁতাকলে পিষ্ট হয়ে আরেক জনমের কাহিনি বর্ণিত করেন। সেই জীবনেও প্রেমকে পূর্ণতা দান করতে কুটিল পথ অনুসরণ করেন।

মহাকবি কালিদাসের ব্যাপারে সবাই কমবেশি অবগত আছেন। কুমারসম্ভব কাব্য রচনায় হাত দিয়েছেন তিনি। যার নায়ক মহেশ্বর এবং নায়িকা পার্বতী। সপ্তম সর্গ পর্যন্ত লিখে নায়ক নায়িকার মিলন সম্পন্ন করেছেন। কিন্তু কবির মনে সন্দেহ কাব্য কি এখানেই শেষ হয়েছে? এর পরও কি কিছু লেখা যায়? প্রশ্নের উত্তর খুঁজতে বিভিন্ন জনের দ্বারস্থ হন তিনি। অথচ উত্তরটা নিজ ঘরেই রয়েছে।

বইটিতে সবচেয়ে সুন্দর গল্প বলা যায় 'চুয়াচন্দন' ও 'বিষকন্যা'। রোমান্টিসিজমের পাশাপাশি এডভেঞ্চার সমান্তরালে চলেছে। 'মরু ও সঙ্ঘ' গল্পেও রোমাঞ্চের আবহ রয়েছে; একইসাথে ধর্মীয় পথ-নির্দেশ। অতীতকালে রাজাদের সাথে প্রজাদের দূরত্ব ছিল এবং প্রায়ই বিদ্রোহীদের হাতে রাজা নিহত হতেন। এখানেও কিছু প্রতিশোধের গল্প রয়েছে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তাঁর সিদ্ধহস্তে গল্পগুলোকে পাঠকের নিকট উপস্থাপন করেছেন।

ঐতিহাসিক উপন্যাসগুলোতে লেখকের স্বাধীনতা থাকে কল্পনার আশ্রয় নিয়ে চরিত্রগুলোকে উপস্থাপন করা। চরিত্রগুলো বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকবে কিন্তু ইতিহাসের ব্যত্যয় না ঘটিয়ে। শরদিন্দু মহাশয় গল্পগুলোতে নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গিয়ে ইসলাম বিদ্বেষের পরিচয় দিয়েছেন। তিনি মুসলিমদের নীচু করতে কখনো বৌদ্ধ আবার কখনো হিন্দুদের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ড মনগড়াভাবে তৈরি করেছেন। খিলজি বংশের আলাউদ্দিন খিলজিকে এমন একটা নেতিবাচক চরিত্রে দাঁড় করিয়েছেন, যা সত্যের ধারেকাছেও নেই। মুসলিমদের হেয় করে কয়েকটা গল্পের ভিত্তি বানিয়েছেন, যা কাম্য ছিল না। তাই গল্পগুলো পড়ার সময় প��ঠকের সচেতন থাকা জরুরি। হ্যাপি রিডিং।
Profile Image for Shadin Pranto.
1,469 reviews560 followers
August 27, 2023
গল্প বলায় মুন্সিয়ানার জন্য পরধর্ম-বিদ্বেষ মাফ করা যায় না। বঙ্কিমবাবু শরদিন্দুর আমলে বেঁচে থাকলে তাকে কাঁধে নিয়ে নেত্ত করতেন। আজকের বঙ্কিমবাবুর মানসপুত্র-কন্যারা যেমন এই বই নিয়ে আহ্লাদে গদগদ ঠিক তেমনটাই করতেন বঙ্কিমবাবু।
Profile Image for Sayan Raha.
26 reviews44 followers
April 7, 2015
Finally finished the "perhaps"-BIGGEST COLLECTION OF BENGALI HISTORICAL FICTION.

This one's a must-read for perhaps every bengali. Sharadindu's writing here, is just right-out awesome-entertaining and paints a picture that is so beautiful to behold! For me, these writing perhaps even surpasses the sleuth he created from the shadows of Sherlock Holmes - Satyanweshi Byombkesh Bakshi!!

Now coming to the book,this one contains 17 stories and 5 novels, each of opens a new-universe to the reader. From the ancient Dravidian tribes that may have roamed India before even recorded civilization, to Vedic Age, to Medieval and Invasion periods, these tales are enriched in the exquisite and stunning literature that I have ever come across. This definitely will increase one's vocabulary of bengali words. There are quite a few stories about re-incarnation. It's quite evident that the author have been quite into it. Apart from that, one also sees the presence of Buddhism and it's inner ideals in some of the writings.

The author sometimes let you look into the other side of the story that may have been happened under the lights of other important history. Like the story of Rakta-Sandhya, we get to see a new and revolting side about Portuguese "explorers" like Vasco-da-Gama. There are stories from the Vindhya and Aravalli ranges. There are tales of the antiquity of Gauda (Bengal in the ancient times). The stories are laced with renowned characters of history. But we see them through the eyes of the fictional characters that the author creates and gives life. love and legend to!

For me, the novels were excellent, but it was the stories that were beyond words . . . . poised, perfect and powerful!

A MUST RECOMMENDED to EVERYBODY(at least all Bengalis). For other fictional fans, these tales are also a MUST! There are English-translations of these tales too (though not all) Try them out if you can!
Profile Image for Saumen.
256 reviews
February 21, 2023
গল্পগুচ্ছ যদি বাংলা ছোটগল্পের বাইবেল হয়, এই সমগ্র হল বাংলা হিস্টোরিক্যাল ফিকশনের বাইবেল। উপস্থাপনা, আবেগ, আবহ, ভাষা, চিত্রকল্প সবকিছু একেবারে নিখুঁত।

বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ বা দিকনির্দেশক পুস্তক বলতে যেসব বইকে আমরা ক্যাটাগোরাইজ করি, এই বইটা একদম উপরের দিকে থাকবে।
Profile Image for রিফাত সানজিদা.
174 reviews1,356 followers
June 25, 2014
যবনেরা ছল, কপট, শঠ, নৃশংস, ভোগী এবং কদ্যপি বিশ্বাসযোগ্য নয়-- একাধিকবার এ জাতীয় বাক্য ও বাক্যবন্ধ লক্ষণীয়।

দ্বিতীয় বঙ্কিম।

২/৫।

Profile Image for Bookishbong  Moumita.
470 reviews131 followers
May 18, 2019
লেখক সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তাও আমি একটা জিনিস সুগগেস্ট করবে চাই, একটা উপন্যাসের জন্য একটা বই কেনার থেকে একটা সমগ্র কেনা উচিত। এতে অর্থের সাশ্রয় এবং একসাথে অনেক গুলি উপন্যাসও পাওয়া যায়।
Profile Image for Fahad Ahammed.
386 reviews44 followers
December 2, 2020

"প্রাণিতত্ত্ববিৎ পণ্ডিতেরা মাটি খুড়িয়া অধুনালুপ্ত প্রাগৈতিহাসিক জীবের যে সকল অস্থি-কঙ্কাল বাহির করেন, তাহাতে রক্তমাংস সংযোগ করিয়া তাহার জীবিতকালের বাস্তব মূর্তিটি তৈয়ারি করিতে গিয়া অনেক সময় তাঁহাদিগকে নিছক কল্পনার আশ্রয় লইতে হয়। ফলে যে মূর্তি সৃষ্টি হয়, সত্যের সহিত তাহার সাদৃশ্য আছে কি না এবং থাকিলেও তাহা কতদূর, সে সম্বন্ধে মতভেদ ও বিবাদ-বিসংবাদ কিছুতেই শেষ হয় না।

আমাদের দেশের ইতিহাসও কতকটা ঐ ভূ-প্রোথিত অতিকায় জন্তুর মতো। যদি বা বহু ক্লেশে সমগ্র কঙ্কালটুকু পাওয়া যায়, তাহাতে প্ৰাণপ্ৰতিষ্ঠা হওয়া দূরের কথা, তাহার সজীব চেহারাখানা যে কেমন ছিল তাহা আংশিকভাবে প্রতিপন্ন হইবার পূর্বেই বড় বড় পণ্ডিতেরা অত্যন্ত তেরিয়া হইয়া এমন মারামারি কাটাকাটি শুরু করিয়া দেন যে, রথি-মহারার্থী ভিন্ন অন্য লোকের সে কুরুক্ষেত্রের দিকে চক্ষু ফিরাইবার আর সাহস থাকে না। এবং যুদ্ধের অবসানে শেষ পর্যন্ত সেই কঙ্কালের বিভিন্ন হাড় কয়খানাই রণাঙ্গনে ইতস্তত পড়িয়া থাকিতে দেখা যায়।

তাই, যখনই আমাদের জন্মভূমির এই কঙ্কালসার ইতিহাসখানা আমার চোখে পড়ে তখনই মনে হয়, ইহা হইতে আসল বস্তুটির ধারণা করিয়া লওয়া সাধারণ লোকের পক্ষে কত না দুরূহ ব্যাপার।"

এই দুরূহ বেপারটা আমাদের জন্য সহজ করেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। রণাঙ্গনে ইতস্তত পড়িয়া থাকা হাড় গুলোকে এমনই ভাবে জুড়ে দিলেন যে, মুহূর্তের মধ্যে সমগ্র প্রাণীটা কে আমার সামনে নৃত্যরত আবস্থায় আবিষ্কার করলাম। গল্প গুলো যেমন অসাধারণ তেমন তাঁর ভাষা।

মুগ্ধ না হয়ে থাকা যায় না...




Profile Image for Rito.
38 reviews
March 30, 2018
I shall not write a full review.

The novels and stories are really enjoyable. Some are even artistic and send waves to aesthetic senses.

As influence of time, Sharadindu had many principles and beliefs and a perspective which are to be condemned, four among them being major-
1. Perspective toward Muslims
2. Objectification of women
3. Too much focus on greatness of Brahminism, blood, dynasty etc.
4. Always using fair skin and facial beauty as the only measures of beauty

But you subtract them from the creations of Sharadindu, by learning just to ignore them, what remains is pure art and entertainment of heart.
Profile Image for Journal  Of A Bookworm .
134 reviews9 followers
February 18, 2025
#পাঠ_প্রতিক্রিয়া- ৭/২০২৫

ঐতিহাসিক কাহিনী সমগ্র
লেখক : শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
প্রকাশনা : আনন্দ পাবলিশার্স
মূল্য : ১২০০ টাকা।।

বছরের ৭ নম্বর বই, বহু প্রতীক্ষিত বহুল পঠিত বহু সমাদৃত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী সমগ্র।। ব্যোমকেশের স্রষ্টা খ্যাত শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশের পাশাপাশি ঐতিহাসিক চরিত্র ও ঘটনাকে উপজীব্য করে বেশ কিছু ছোট গল্প ও উপন্যাস রচনা করেছেন, সেইগুলোই এক মলাটের ভিতরে স্থান পেয়েছে।। এই দুই মলাটের মধ্যে সাজিয়ে দেওয়া হয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস নির্ভর উপন্যাস (পাঁচটি) এবং গল্প (সতেরটি)।।
এক সাক্ষাৎকারে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বলেছিলেন : 'ইতিহাস থেকে চরিত্রগুলি কেবল নিয়েছি; কিন্তু গল্প আমার নিজের। সর্বদা লক্ষ্য রেখেছি কি করে সেই যুগকে ফুটিয়ে তোলা যায়। যে সময়ের গল্প তখনকার রীতি নীতি, আচার ব্যবহার, অস্ত্র, আহার, বাড়িঘর ইত্যাদি খুঁটিনাটি সব জানা না থাকলে যুগকে ফুটিয়ে তোলা যায় না। এরপর আছে ভাষা। ঐতিহাসিক গল্পের ভাষাও হবে যুগোপযোগী।'

🍁🍁 গল্প -

অমিতাভ, মৃৎপ্রদীপ রুমাহরণ , রক্তসন্ধ্যা এবং বিষকন্যা
জাতিস্মর শ্রেনীর পাঁচটি গল্প আছে এই বইটিতে, জাতিস্মর এর মুখ দিয়ে গল্প বলিয়ে নেওয়া এই প্রথম কোনো গল্পে পড়লাম।।
অমিতাভ গল্পটি একটি পৌরাণিক কিংবদন্তি।।
মৃৎপ্রদীপ গল্পটি কাল্পনিক হলেও চন্দ্রবর্মার দিগ্বিজয় যাত্রা সত্য ঘটনা।।
রুমাহরন গল্পটি মানবসভ্যতার গোড়ার কথা বলা হয়েছে।।
রক্তসন্ধ্যা ভাস্কো ডা গামার প্রথম ভারতে পদার্পণ তারপর লোভী নিষ্ঠুর ফিরিঙ্গীর সঙ্গে হিন্দু মুসলমান বণিকের সংঘাত।।
বিষকন্যা শিশুনাগ বংশীয় মহারাজ চন্ড এর এক অবৈধ নবজাতা কন্যার মাতৃ হত্যার প্রতিশোধের কাহিনী।। চুয়াচন্দন মধ্যযুগে বাংলার ইতিহাস এবং চৈতন্যের গোড়ার জীবন নিয়ে লেখা একটি গল্প।।
তক্ত মোবারক একটি দারুন ঐতিহাসিক কাহিনী, ইতিহাসের মধ্যে সত্য অনুসন্ধান এর গল্প।।
'মরু ও সঙ্ঘ' গল্পেও রোমাঞ্চের আবহ রয়েছে; এক��সাথে ধর্মীয় পথ-নির্দেশ।।
অষ্টম সর্গ কুমারসম্ভব কাব্য রচনায় হাত দিয়েছেন তিনি। যার নায়ক মহেশ্বর এবং নায়িকা পার্বতী। সপ্তম সর্গ পর্যন্ত লিখে নায়ক নায়িকার মিলন সম্পন্ন করেছেন। কিন্তু কবির মনে সন্দেহ কাব্য কি এখানেই শেষ হয়েছে?
ইন্দ্রতূলক গল্পটি এটা হলেও হতে পারতো এই ধরনের একটি গল্প।। আর্য জাতির উৎসের অনুসন্ধান।।
শঙ্খ কঙ্কন আলাউদ্দিন খিলজী, দক্ষিণ ভারতের সাতপুরা শৈলমালার পঞ্চমপুরা গ্রামের এক প্রতিশোধ এর গল্প।।

🍁🍁 উপন্যাস -

কালের মন্দিরা - উপন্যাসটি সম্পূর্ণ কাল্পনিক শুধুমাত্র স্কন্দগুপ্তের চরিত্র ঐতিহাসিক।।

গৌড়মল্লার - গৌররাজ শশাঙ্কের মৃত্যুর পর গৌরবঙ্গে শতবর্ষ ধরে মাৎসন্যায় চলেছিল, চারদিক থেকে অন্য রাজা এসে দেশকে ছিন্নভিন্ন করেছিল, এক কাহিনী শশাঙ্কের মৃত্যুর আরম্ভ হয়ে বিংশ বছর পর শেষ হয়েছে।।

তুমি সন্ধ্যার মেঘ - নয়পাল ও লক্ষ্মীকর্ণদেব এর মধ্যে অতীশ দীপঙ্করের উপস্থিতে শান্তি প্রচেষ্টা এবং বিগ্রহ পালের সাথে যৌবনশ্রীর বিবাহ ঐতিহাসিক ঘটনা হলেও বাকি কাহিনী কাল্পনিক।।

কুমারসম্ভবের কবি - মহাকবি কালিদাসের কোনো নির্ভরযোগ্য জীবনী নেই, আছে কেবল কতগুলি রূপকথার মত কিংবদন্তি।। এই কিংবদন্তির সাথেই কল্পনা মিশিয়ে এই উপন্যাস।।

তুঙ্গাভদ্রার তীরে - বিজয়নগর রাজ্যের অতীত ঐশ্বর্যের স্মৃতি নিয়ে একটি মনোরম উপন্যাস।।

🍁🍁 পাঠ প্রতিক্রিয়া -

এইসকল বইয়ের পাঠ প্রতিক্রিয়া লেখার সাহস আমার নেই, আমি তাই শুধু মাত্র আমার ভালো মন্দ অনুভূতি গুলো লিখে রাখলাম।।
এই কাহিনী সমগ্রের ভূমিকায় সুকুমার সেন বলেছেন পূর্বসূরি বঙ্কিমচন্দ্রের লেখনীতে ইতিহাস বর্ণময় হয়ে উঠেছিল , আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে ইতিহাস গল্পময়।। ঐতিহাসিক গল্প-উপন্যাসের লেখক হিসাবে শরদিন্দুর নাম বঙ্কিমচন্দ্রের পরেই উচ্চারিত। 'বহু দূরকালের সামান্য কয়খানা ঘটনার কঙ্কালের মধ্যে তিনি প্রতিভার মন্ত্রবলে প্রাণসঞ্চার' করে যে কালজয়ী আখ্যানমালা রচনা করেছিলেন তা যেন সর্বকালের 'ঐতিহাসিক' সম্পদ।। ঐতিহাসিক কাহিনী হওয়া সত্ত্বেও কোথাও গল্পের পরিবেশ গল্পরসের হানি করেনি। দূরের দৃশ্যপটকে কাছে এনে, দূরের মানুষকে কাছের মানুষ করতে পেরেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলো ইতিহাসের বিখ্যাত ঘটনাগুলোর সাথে সমান্তরালে প্রবাহিত কিংবা ঐ সময়ের আবহ তৈরি করে রচিত হয়েছে।। ঐতিহাসিক উপন্যাসগুলোতে লেখকের স্বাধীনতা থাকে কল্পনার আশ্রয় নিয়ে চরিত্রগুলোকে উপস্থাপন করা।। চরিত্রগুলো বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকবে কিন্তু ইতিহাসের ব্যত্যয় না ঘটিয়ে।। এইখানেই লেখকের পারদর্শিতা, চরিত্র ঐতিহাসিক, সময় ইতিহাস কিন্তু গল্প নিজের, আর সময় বা ইতিহাসের কোনো সময়কে বিঘ্ন না ঘটিয়ে।। এই বই মিস করা মানে বাংলা সাহিত্যের এক অসাধারণ সৃষ্টি মিস করে যাওয়া, বেশিরভাগ পাঠকবন্ধুই হয়তো এই বই পড়ে ফেলেছেন, যদি না পড়ে থাকেন আজই সংগ্রহ করে পড়া শুরু করে দিন।।
2 reviews
September 2, 2019
Oitihasik Kahini Samagra by Saradindu Bandyopadhyay is a must read for a Bengalis. Probably it is greatest collection of Bengali historical fiction. The book transfers the reader to the ancient times of India. Majority of the stories or novels of this book are set in the period when Buddhisms flourished in India. The author has also explored different shades of human emotions. The novels like "তুমি সন্ধ্যার মেঘ", "কুমার সম্ভবের কবি" and stories like "চুয়া চন্দন", "শঙ্খ কঙ্কন", etc. are heart melting, to know more one should buy this awesome collection to read. These 786 pages will keep the reader entertained and transfer them to a different world. Oitihasik Kahini Samagra by Saradindu Bandyopadhyay is a wholesome diet for Bengali bibliophiles.
Profile Image for Amitava Das.
193 reviews20 followers
October 7, 2022
Some of the finest bengali historical fiction ever penned.
To read it is to transport yourself back into the past , of Mughals , Sultanates, the southern costal kingdoms of pre sultanate era, or even earlier to the life of Buddha or Kalidas.
This is history made live in flesh and blood , wrapped with the finest fabric of human imagination.
60 reviews20 followers
February 27, 2019
I only Read Gaurmaller now.

Most of the Other ones in this volume I read earlier.
1 review
September 3, 2025
#বইয়েরনাম - ঐতিহাসিক কাহিনী সমগ্র
#লেখক-- শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
#প্রকাশনা- আনন্দ
#দাম-₹৬০০
#পৃষ্ঠা-৮৩৫
#বই-রিভিউ- ২৬
#ভাষা- বাংলা

ইতিহাস অনেকেই পছন্দ করেন না। এত সাল তারিখ, এত রাজা রাজায় খুনোখুনি, কে কার বাবা , কে কার দাদু কেই বা মনে রাখতে চায় । সেই কারণে ইতিহাস পছন্দের মানুষ পাওয়া একটু দুষ্কর। সত্যি বলতে কি আমাদের পাঠ্য বইগুলোয় যেইভাবে ইতিহাস পড়ানো হয় সেগুলি বড়ো নিরস। কিন্তু যারা একটু পাঠ্যবইয়ের বাইরে নানা ডালপালায় ছড়ানো ইতিহাসের ছোট ছোট আলোকবিন্দুর মতো ইতিহাসের জোনাকি গুলো কে ধরতে পারেন তারাই জানেন যে ইতিহাস শুধু নিরস কাটাকাটি খুনোখুনি বা সাল তারিখ নয় ।ইতিহাস আসলে এক জীবন্ত স্বত্বা। মানবজীবনের প্রতি দিন, প্রতি মুহূর্ত, প্রতি শতাব্দী তার এলব্যমে সঞ্চিত থাকে যুগের পর যুগ, কালের পর কাল ধরে। যুগে যুগে কেউ না কেউ আসেন, তাঁর সংরক্ষনাগার থেকে বেছে নেন পছন্দসই চরিত্র, পছন্দসই ঘটনা আর তৈরি করে ফেলেন এমন এক একটা আখ্যান যা আবার থেকে যায় আবহমানকাল।

শরদিন্দু বন্দোপাধ্যায় কে লোকে ব্যোমকেশ ও বড়দার জন্য মনে রাখবে একথা ঠিক কিন্তু ঐতিহাসিক কাহিনী তেও তিনি যে পাঠক কে মন্ত্র মুগ্ধ করে রাখতে পারেন সে কথা কতজন জানে?
এই বইটি নিয়েছিলাম লাইব্রেরি থেকে। আয়েশ করে ব্ল্যাক কফির কাপে চুমুক দেওয়ার মতো যখনই সময় পেয়েছি একটা "সিপ" পড়ে নিয়েছি। আর যতো পড়েছি ততই আমার চোখের সামনে মুছে গেছে সামনের সব কিছু। আমি যেন হয়ে গেছি "অমরজীবন" এর মতো এক টাইম ট্রাভেলার।

বইটিতে মোট ১৭ টি গল্প আছে এবং ৫ টি উপন্যাস আছে। শরদিন্দু বাবু তাঁর জীবদ্দশায় যা ঐতিহাসিক কাহিনী লিখে গিয়েছিলেন সবকয়টি এই বইটিতে গ্রন্থিত হয়েছে। গল্প গুলির মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে, "মৃৎ প্রদীপ" , " রক্ত- সন্ধ্যা" , " শঙ্খ কঙ্কন" , "চুয়া - চন্দন" ইত্যাদি। তবে একটি গল্প " অষ্টম সর্গ" নিয়ে একটা খটকা থেকে গেল যেটা হচ্ছে এখানে কালিদাসের দাম্পত্য জীবন দেখানো হয়েছে যেরকম প্রায় অনেকটাই অন্যরকম দেখানো হয়েছে এর পরেই কালিদাসের জীবন অবলম্বনে লেখা উপন্যাস , " কুমার সম্ভবের কবি" তে। যদি পরের ঘটনাবলী সত্যি বলে মেনে নিতে হয় তাহলে এত সুন্দর এবং ভালো একজন বিদুষী রাজকুমারী মহাকবির সাথে ঐরকম ব্যবহার করবেন সেটি হয়তো সম্ভব নয়। জানি না , আমার মনে হয় লেখক উপন্যাসটি লেখার সময় গল্পটির কথা ভুলে গিয়েছিলেন । সম্পূর্ণ বইটি বাংলা ভাষার সাধু রূপে লিখিত ; কিন্তু পড়তে কোনো জায়গাতেই একটুও অসুবিধা হয় না। শুধু কয়েকটা শব্দের অর্থ বুঝতে সমস্যা হয়েছে কিন্তু সেটা বইয়ের শেষে যে প্রাচীন শব্দার্থ আছে সেখানে দেওয়া নেই। থাকলে খুবই ভালো হতো।

উপন্যাস গুলি বহুল পঠিত এবং এখন অডিও স্টোরিজ এর দৌলতে অনেকেই না পড়লেও "তুঙ্গভদ্রার তীরে" , "তুমি সন্ধ্যার মেঘ" সব কিছুই শুনে ফেলেছেন । আমার এই প্রথম পড়া এগুলি এবং সবগুলোই ফেলুদার ভাষায় যাকে বলে "আনপুটডাউনেবেল"। সবথেকে ভালো লেগেছে "তুমি সন্ধ্যার মেঘ" এবং " কালের মন্দিরা" । একটা লেখাও খারাপ লাগে নি ।শুধু "আদিম" নামক গল্পটি একটু ছড়ানো ছেটানো মনে হয়েছে। বাকি বইটি এককথায় দুর্দান্ত। আমার তরফ থেকে আনন্দ পাবলিশার থেকে প্রকাশিত ঐতিহাসিক কাহিনী সমগ্র পাচ্ছে পাঁচে সাড়ে চারটে বইপোকা। অবশ্যই কমেন্ট আপনাদের টা জানাবেন।
3 reviews
March 23, 2021
One of the books which has actually stood the test of time and liked by all. Contains classics like tumi shondhyar megh, kaaler mandira, gour mollar etc. I frankly do not know about the historical accuracies about the time periods in the books, but once you start reading you would want to finish it. For all of you whose first language is not bengali reading it can be a bit difficult at first as it is written in "sadhu bhasa" which is basically a more formal version of colloquial bengali we use today. As you keep reading it becomes easier to understand after a point of time so don't worry. Would definitely recommend this book. One of my favourite books of Saradindu after Byomkesh Samagra.
Profile Image for অলকানন্দা .
109 reviews5 followers
March 24, 2024
ঐতিহাসিক রচনা লেখার ক্ষেত্রে শরদিন্দুবাবু সিদ্ধহস্ত। ইতিহাস, কল্পনা, রোমাঞ্চ আর সাসপেন্স - টুইস্টের মিশেলে এক একটা গল্পের প্লট হয়ে উঠে সুখপাঠ্য।

উপন্যাসের মাঝে তুমি সন্ধ্যার মেঘ, তুঙ্গভদ্রার তীরে, কালের মন্দিরা বেশ ভাল লেগেছে। আর গল্পগুলোর মাঝে বিষকন্যা সবচেয়ে চমৎকার। বিষকন্যা গল্পটি শরদিন্দুর "দশটি উপন্যাস" গ্রন্থে ''বহুযুগের ওপার হতে" নামে আংশিক পরিবর্তিত অবস্থায় সংকলিত।
Profile Image for Subhadip Ojha.
18 reviews
August 21, 2019
Airkm historical novel khube kom pore6i amitava golpo ta vlo ar kumar sambhab er kobi and Tungabhadra er tire ta best lega6e.tungabhadrar tire te last a j khan a bondo kore rakhbe oi jaiga tar description oohh darun jmn cokh er samne dekh6i♥️♥️♥️
Profile Image for Abhishek.
80 reviews
May 9, 2017
Collections of historical fictions went under most eligible pen to turn into great masterpieces.
Profile Image for Ahana.
5 reviews3 followers
May 6, 2020
My all time favourite!
Profile Image for Tathagata Sarkar.
2 reviews
May 22, 2021
ইতিহাসকে কেন্দ্র করে গল্পের এমন নিরেট বুনি তৈরি করেছেন পড়লে যেন মনে হয় কোন ঐতিহাসিকের লেখা ইতিহাস বই পড়ছি
Profile Image for Shreya.
17 reviews1 follower
December 3, 2022
উফ্!!!!
প্রতিটি গল্প!!!!
Just what I wanted!!!!
Can someone please recommend some more books like this? Please?
Profile Image for Zubayer.
78 reviews4 followers
August 12, 2023
ঐতিহাসিক কাহিনী এর চেয়ে ভালো আর তেমন পড়েছি বলে মনে পড়ে না। রিভিউ লেখা তো নিতান্ত অবাঞ্ছনীয়।
Profile Image for Goutam Das.
18 reviews
April 19, 2025
"ঐতিহাসিক সমগ্র" শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য সাহিত্যসৃষ্টি, যেখানে ইতিহাস ও কল্পনার অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। বাংলা সাহিত্যে ঐতিহাসিক কাহিনি বলার যে রীতি, শরদিন্দু সেটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন তাঁর সূক্ষ্ম গবেষণা, প্রাণবন্ত ভাষা, এবং নাটকীয় কাহিনির মাধ্যমে।

এই সংকলনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে যেমন—
🔹 তুঙ্গভদ্রার তীরে,
🔹 গৌর মল্লার,
🔹 কালের মন্দিরা,
🔹 নরসিংহের নীচে,
🔹 বিষের ধারা,
🔹 যক্ষিণী,
ইত্যাদি বহু অনন্য রচনা, যেগুলোর প্রতিটিই আমাদের ভারতীয় ইতিহাসের কোনো না কোনো অধ্যায়কে নতুন আলোয় দেখতে সাহায্য করে।

শরদিন্দুর লেখার সবচেয়ে বড় শক্তি হলো — তিনি ইতিহাসকে কেবল তথ্যের মধ্যেই আবদ্ধ রাখেন না, বরং তার ভেতরে মানবিক টানাপোড়েন, প্রেম, বিশ্বাসঘাতকতা, রাজনীতি, ও নৈতিক দ্বন্দ্ব ফুটিয়ে তোলেন। চরিত্ররা কেবল ঐতিহাসিক নয়, তারা হয়ে ওঠে রক্তমাংসের জীবন্ত মানুষ।

তাঁর গদ্যভাষা সরল অথচ সৌন্দর্যমণ্ডিত, শব্দচয়ন মার্জিত, এবং প্রতিটি গল্পে থাকে রহস্য ও উত্তেজনার ছোঁয়া, যা পাঠককে শেষ পর্যন্ত টেনে রাখে।

"ঐতিহাসিক সমগ্র" শুধুই ইতিহাসভিত্তিক কাহিনির সংকলন নয় — এটি এক অর্থে সময় ভ্রমণ, যেখানে পাঠক রাজপ্রাসাদ, যুদ্ধক্ষেত্র, প্রেমকাহিনি এবং ষড়যন্ত্রের জগতে ডুবে যেতে পারে।
Profile Image for Soumyabrata Sarkar.
238 reviews40 followers
June 13, 2014
Finally finished the "perhaps"-BIGGEST COLLECTION OF BENGALI HISTORICAL FICTION.

This one's a must-read for perhaps every bengali. Sharadindu's writing here, is just right-out awesome-entertaining and paints a picture that is so beautiful to behold! For me, these writing perhaps even surpasses the sleuth he created from the shadows of Sherlock Holmes - Satyanweshi Byombkesh Bakshi!!

Now coming to the book,this one contains 17 stories and 5 novels, each of opens a new-universe to the reader. From the ancient Dravidian tribes that may have roamed India before even recorded civilization, to Vedic Age, to Medieval and Invasion periods, these tales are enriched in the exquisite and stunning literature that I have ever come across. This definitely will increase one's vocabulary of bengali words. There are quite a few stories about re-incarnation. It's quite evident that the author have been quite into it. Apart from that, one also sees the presence of Buddhism and it's inner ideals in some of the writings.

The author sometimes let you look into the other side of the story that may have been happened under the lights of other important history. Like the story of Rakta-Sandhya, we get to see a new and revolting side about Portuguese "explorers" like Vasco-da-Gama. There are stories from the Vindhya and Aravalli ranges. There are tales of the antiquity of Gauda (Bengal in the ancient times). The stories are laced with renowned characters of history. But we see them through the eyes of the fictional characters that the author creates and gives life. love and legend to!

For me, the novels were excellent, but it was the stories that were beyond words . . . . poised, perfect and powerful!

A MUST RECOMMENDED to EVERYBODY(at least all Bengalis). For other fictional fans, these tales are also a MUST! There are English-translations of these tales too. . . though not all! Try them out if you can!
6 reviews
December 27, 2014
Very nice book, specially for those who love historical fiction. The language is difficult, one can find a lots of Sanskrit (and Sanskrit oriented) words; but not as difficult as Bankim Chandra. Descriptions are nice.

The stories depict different time periods. Starting from ancient ages, there are three stories from Buddha period, then post-Buddha age and one from Mughal era.
Most of the the stories are about common people. Of course, kings and queens are there; but mostly they are in the background.

I like short stories more than the novellas. Some short stories are really good. The author is good at portraying romantic characters. Dirty politics of various clans and dynasties, in-house conspiracies are not shown vividly. Even some moments are there, but the climax are not great! The characters are simple, not shaded.

Displaying 1 - 30 of 40 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.