একজন কবির, একজন সুব্রত অগাস্টিন গোমেজের কবিতার কুহকের বিস্তারিত অনুনাদ নিয়ে স্পন্দিত হওয়া উপন্যাস ‘কালকেতু ও ফুল্লরা'। একটা সময়কে জিইয়ে রেখে জীবন দেওয়া হয়েছে। পড়ার পরে সেই সময়েরই বৃত্তে আমি দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়ে থেকেছি।
সুব্রত তো লিখেছেই, ওই সময়েরও তকদির ভালো বলতে হবে। একজন মানুষ একহাতে বিগত সময় নিয়ে কোয়ান্টাম মেডিটেশন করলে তার নসিব আর বদলে যায় না, কিন্তু সুব্রত যেটা করল তা হলো কালের গত হওয়া যাপনকেই নসিব মেনে ‘কালকেতু ও ফুল্লরা দিয়ে গেল অনন্তের উদ্দেশে।- সানজিদা আমীর ইনিসী।
দক্ষিণ ঢাকার নবাবগঞ্জ থানাস্থ বান্দুরা গ্রামে ৭ জানুয়ারি ১৯৬৫ সালে সুব্রত অগাস্টিন গােমেজের জন্ম। এক বছর বয়সের আগেই পিতার কর্মস্থল ঢাকা শহরে আগমন এবং সেখানেই বেড়ে ওঠা। শৈশব-যৌবনের অধিকাংশ কাটে পুরান ঢাকার নারিন্দা, লক্ষ্মীবাজার, সুত্রাপুর এলাকায়। সেন্ট গ্রেগরী, নটরডেম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশােনা। মধ্য-আশি থেকে লেখা প্রকাশ পেতে শুরু করে নানা লিটল ম্যাগাজিনে। এখনও অবধি মূলতঃ লিটল ম্যাগাজিনেরই লেখক। নিজে, মাসুদ আলী খানের সঙ্গে সম্পাদনা করেছেন প্রসূন। তাছাড়া শামসুল কবির (কচি) ও ফরহানুর রহমান অপি-র সঙ্গে যুক্ত ছিলেন বৈকল্পিক প্রকাশনা সংস্থা পেচা-র সঙ্গে। ইদানীং অগ্রবীজ পত্রিকার নামকাওয়াস্তা যৌথ সম্পাদক। ১৯৯৫ থেকে সুব্রত অস্ট্রেলিয়ায়। পেশা: আইটি ডিস্ট্রিবিউশন কোম্পানিতে, সেলজ অ্যান্ড প্রডাক্ট ম্যানেজমেন্ট।