Jump to ratings and reviews
Rate this book

সবুজ মানুষ রহস্য

Rate this book
শহরে এসেছে রিভলাইফ নামের এক নতুন প্রতিষ্ঠান। তাদের দাবি, তারা ফিরিয়ে আনতে পারবে মৃত মানুষদের। সত্যিকারের মানুষ নয় মোটেই, হুবহু আসলের মতোই নকল এক মানুষ। দলে দলে রিভলাইফে গিয়ে ভিড় করতে লাগল স্বজনহারা মানুষেরা। সত্যিই কি তারা বানিয়ে দিতে পারবে তেমন কিছু? রহস্য ক্রমেই ঘনীভূত হয়ে উঠল যখন খামখেয়ালী, উদাসী এক কর্মহীন সফটওয়্যার ইঞ্জিনিয়ার গিয়ে তার বাবাকে ফিরিয়ে আনতে চাইল।

একই সময়ে রাষ্ট্রপতিকে কেন শহরের দু জায়গায় দেখা যাচ্ছে? কেন প্রশাসনের ভেতরের কেউ কেউ উধাও হয়ে যাচ্ছে? কী নিয়ে এত লুকোচুরি খেলা হচ্ছে জনগণের সাথে? দুই তরুণ সাংবাদিক মাঠে নামল ছায়ামানুষের রহস্য উদঘাটনে।

হঠাৎ করেই সাড়া পড়ে গেছে ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোতে। সামান্য একজন মানুষের কারণে হাজার হাজার কোটি টাকার ব্যাবসা ধসে পড়তে শুরু করেছে! কী করেছেন তিনি? অক্সিমেডি কোম্পানির কর্মকর্তারা উঠেপড়ে লাগলেন ব্যাবসার ধস ঠেকাতে।

বিজ্ঞান ও কল্পবিজ্ঞানের মিশেলে লেখা এমনই কিছু গল্পের অনবদ্য সংগ্রহ সবুজ মানুষ রহস্য। গল্পগুলো পাঠককে শুধু আনন্দই দেবে না, জোগাবে গভীর ভাবনার খোরাক। এই বইয়ের মাধ্যমেই বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের জগতে যুক্ত হলো নতুন, বর্ণিল একটি পাতা।

112 pages, Hardcover

First published February 1, 2023

6 people want to read

About the author

Niloy Nandy

13 books14 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
11 (73%)
3 stars
4 (26%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Rafia Rahman.
418 reviews219 followers
December 31, 2023
বই: সবুজ মানুষ রহস্য
লেখক: নিলয় নন্দী
জনরা: সায়েন্স ফিকশন
প্রচ্ছদ: তৌহিদুল ইকবাল সম্পদ
প্রকাশনী: পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৩
পৃষ্ঠা সংখ্যা: ১১১
মুদ্রিত মূল্য: ২৬০/-

আজ থেকে একশত বা পাঁচশত বছরের পরের পৃথিবী কেমন হবে বলে আপনার মনে হয়? আজকের পৃথিবীর কথা কি অতীতের মানুষেরা কল্পনা করতে পেরেছিল? ভবিষ্যৎ পৃথিবী নিয়ে যেমন আছে আমাদের কল্পনা তেমনি আছে আশা। অবশ্য সে চাওয়ার রকমফেরও আছে। বইয়ে লেখক এমনিই কিছু সম্ভাব্য কল্পনার কথা বলেছেন। মোট সাতটা অংশ আছে বইয়ে। প্রথম ছয়টা অংশ ছয়টা আলাদা আলাদা গল্প। সপ্তম অংশ বেশ কিছু অণুগল্প নিয়ে।

১। ছায়ামানব:
একই ব্যক্তি একই সময়ে ভিন্ন ভিন্ন জায়গায়! কীভাবে সম্ভব? এমন অদ্ভুত খবর পাওয়ার পর অনুসন্ধানে নামে দুই সাংবাদিক। সাবেক সিকিউরিটি অফিসার শোনায় এক আজব গল্প। জনসাধারণের আড়ালে বছরের পর বছর ধরে হয়ে আসছে ভয়াবহ সব গবেষণা! কারা আছে এসবের আড়ালে? উদ্দেশ্যই বা কী?

পলিটিক্স কন্সপিরেসি নিয়ে লেখা ভবিষ্যৎ পৃথিবীর ছোট একটা গল্প। ক্ষমতাকে পুঞ্জিভূত করতে বের করা হয়েছে অভিনব এক পদ্ধতি। যদিও কল্পকাহিনি তবুও প্লট ও সমাপ্তি বাস্তবিকই মনে হয়েছে আমার কাছে। কে জানে আজ থেকে একশত বছর পরের পৃথিবী এমন হয় কিনা!

২। জয়নাল ডাক্তার আর হায়দার আলীর গল্প:
নিখাদ ভালো মানুষ বলতে যা বুঝায় ডাক্তার জয়নাল খন্দকার এমনিই একজন মানুষ। কিন্তু এখন বসে আছেন একজন কন্টাক্ট কিলারের সামনে! ডাক্তারের ভাষ্যমতে এই খুন খুবই জরুরি শুধু তার না বরং সমগ্রজাতির জন্য। কিন্তু কেন?

❝ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড❞ বই যদি পড়ে থাকেন বা মুভি দেখে থাকেন তো গল্পটা পড়ে মজা পাবেন না। কারণ ডক্টর জেকিল বইয়ের আদলেই এই গল্পটা লেখা হয়েছে।

৩। ফাইল নাম্বার সেভেনটি সেভেন:
বাড়ি ফিরে অনীকে দেখে চমকে যান তার বাবা। ছোট মেয়েটা এমন অদ্ভুত আচরণ কেন করছে? পুরুষালী কন্ঠস্বর!

দিনকে দিন বিষাক্ত হয়ে যাচ্ছে বায়ুমণ্ডল। দূষিত বায়ু শরীরে প্রবেশ করলে ফলাফল কী হতে পারে? যদিও গল্পটা শুরুতে প্যারানরমাল কিছু মনে হচ্ছিল কিন্তু শেষে যৌক্তিক একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে।

৪। নীলক্ষেতের বই:
বইপড়ুয়াদের জন্য এক আবেগের নাম বই। কিন্তু হঠাৎই নীলক্ষেতে পাওয়া যাচ্ছে বিষাক্ত কিছু বই! বিষাক্ত কারণ বইগুলোর জন্য ছেলেমেয়েদের মানসিক বিকৃতি দেখা যাচ্ছে। অদ্ভুত রাসায়নিক মেশানো হচ্ছে বইয়ের পাতায় যা ধীরে ধীরে প্রবেশ করছে পাঠকদের শরীরে। এসবের আড়ালে লুকিয়ে আছে কে?

মেধাবীদের প্রতি আমাদের স্বভাবতই আলাদা অনুভূতি কাজ করে। দেশে, জাতি, সমাজের জন্য কিছু করবে এমনই আশা থাকে। প্রচুর বই পড়ে যারা ধরে নেওয়া যায় তারা মেধাবী। থ্রিলার যারা পড়ে তাদের এনালাইসিং, প্রবলেম সল্ভিং ক্যাপাবিলিটি বাকিদের তুলনায় বেশি। এমনটাই ধারণা গল্পের এন্টাগোনিস্টের। ধারণা থেকে এক ভয়ানক এক্সপেরিমেন্টে নেমে যায়। আর হাতিয়ার হিসেবে ব্যাবহার করে নীলক্ষেতের নির্দিষ্ট কিছু বই। কিন্তু গবেষণার উদ্দেশ্য ও ফলাফল আমি বললো না। পাঠককে নিজে পড়ে জানতে হবে।

৫। অমৃতের সন্ধানে:
মৃত্যুকে আমরা কমবেশি সবাই ভয় পাই। কিন্তু এই মৃত্যুকেই যদি কেউ ব্যবসা বানিয়ে ফেলে তখন? অক্সিমেডি এমনই এক কোম্পানি। আবু নাঈমের স্ত্রী মারা যাওয়ার পর জানতে পারে বাঁচানো সম্ভব ছিল প্রিয়তমকে যদি সঠিক ওষুধ নিয়ে নোংরা ব্যাবসা শুরু না করতো একদল লোভী! শুরু হয় প্রতিবাদ কিন্তু ফলাফল কী হবে?

একজন সর্বহারা ব্যক্তি, একজন বিপথগামী, কিছু অসাধু ব্যক্তি, কিছু সুবিধাভোগীদের নিয়ে মোটিভেশন, দর্শনের আলোকে আশার একটা গল্প। ভালোমন্দ নিয়েই মানবজীবন কিন্তু কেউ যেমন শতভাগ ভালো হতে পারে না তেমনি কেউ শতভাগ খারাপও না, লেখক এটাই বলতে চেয়েছেন।

৬। সবুজ মানুষ রহস্য:
মৃত প্রিয়জনকে ফিরিয়ে দিবে এক কোম্পানি! কীভাবে? থ্রিডি মডেলের এক বক্স থেকে বেড়িয়ে আসবে হারিয়ে যাওয়া ব্যক্তি। কেমন জানি লাগছে তাই না? স্পষ্ট করে বললে, হলোগ্রাফিক থ্রিডি মডেলের ডিভাইস জায়গা দখল করে নিবে শূন্যস্থান। কিন্তু সেই থ্রিডি মডেল সত্যিই কি পারবে খালি জায়গা পূরণ করতে?

গল্পের নামে যখন বইয়ের নাম বুঝতেই পারছেন গল্পটা বিশেষ কিছু। আসলেই তাই। পিচ্চি গল্পটা আমার বেশ পছন্দ হয়েছে। বিদেশ ফেরত এক ছেলে বাবার মৃত্যু রহস্য সমাধানে নামে এবং সাথে নেয় হলোগ্রাফিক থ্রিডি মডেলের সাহায্য। রহস্যের কিনারা হবে কিনা পড়লেই জানা যাবে।

৭। একগুচ্ছ অণু সায়েন্স ফিকশন:
নামেই শুধু অণু না আসলেই অণু। কয়েক লাইনের এক একটা খুবই ছোট ছোট পনেরোটা গল্প নিয়ে এই অংশ। গল্পগুলো নিয়ে আলাদা করে কিছু বলবো না শুধু এতটুকুই বলবো যে সাধারণ, অসাধারণ কয়েকটা গল্প। পুরো বইটাই আসলে কিশোর উপযোগী সায়েন্স ফিকশন। বিজ্ঞানের সাধারণ কিছু তত্ত্ব, কল্পনা, সম্ভাবনা, থিওরি নিয়ে লেখা।

বইয়ের কয়েকটা সুন্দর ইলাস্ট্রেশন আছে। ওভারঅল প্রোডাকশন ভালো হয়েছে। অল্প কিছু বানান ভুল আছে। বইয়ের প্রচ্ছদ ছয় নম্বর গল্পের দিকে ইঙ্গিত করে।
Profile Image for Wasee.
Author 56 books789 followers
March 19, 2023
একগুচ্ছ সায়েন্স ফিকশন। বেশিরভাগ গল্পই কিশোর উপযোগী এবং উপভোগ্য। অণুগল্পগুলো বেশি ভালো লেগেছে।
Profile Image for Rehnuma.
449 reviews22 followers
Read
February 5, 2024
❛আজ থেকে দুশো বছর আগে যদি কেউ আপনাকে বলে, মানুষ একদিন চাঁদে যাবে, তাদের হাতে যোগাযোগ করার সহজ মাধ্যম থাকব- তাকে আপনি ছিটওয়ালা ভাবতেন কি? বা delusional মনে হতো?❜
রাষ্ট্রপতিকে একই সময় দুটো জায়গায় দেখা যাচ্ছে কী করে? নিজের বাসভবনে সাধারণ পোশাকে বসে চা পান করছেন আবার একইদিনে একইসময়ে ভিন্ন স্থানে সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন করছেন। তার মানে কী হতে পারে? রাষ্ট্রপতির বডি-ডাবল না এরমধ্যে আছে জটিল বিজ্ঞানের কিছু বিষয় আর রাজনীতির কঠিন প্যাঁচ?
এ নিয়ে জেনে কোন পাথারে পড়বে রাফি আর সাদি?
জয়নাল ডাক্তার একদম আর দশটা ডাক্তারের মতো নাইস। মানুষ হিসেবেও ছাপোষা, ভেজালহীন। এমন সাধারণ এক মানুষ কেন সুপারি কি লা র জামিলের কাছে এলেন? সাতে পাঁচে নেই মানুষটার এমন শত্রু কে হতে পারে? হায়দার আলীর সাথে পুরো গল্পের যোগ কি নিহিত আছে বর্তমানের বিখ্যাত কোনো ফিকশনে?
ভবিষ্যতের দুনিয়ার যতই চিত্র আঁকা হোক, যেখানে প্রযুক্তিই ঈশ্বর বা প্রতি মুহূর্তই আরো আধুনিক হোক না কেন সেখানে উন্নত হয় না আবেগ, অনুভূতি, পারিবারিক বন্ধনের মতো সূক্ষ সুন্দর ব্যাপারগুলো। তাইতো বাবা-মা আলাদা হয়ে যায় সন্তানের উপর কেমন প্রভাব পড়বে সেটা না ভেবেই। অনি নামের ছোট্ট শিশুটি দূরের ভবিষ্যতের একজন হয়েও ভুগছে শত বছর আগের এক মানসিক রোগে। দ্বৈত সত্তা, এমন এক রোগ যাকে দুর পৃথিবীর বাঘা বিজ্ঞানীরাও বুঝে উঠতে পারেননি। মানব মন যেন মহাকাশের ঐ কঠিন বিজ্ঞানের থেকেও দূরহ। তাইতো ফাইল নাম্বার সেভেনটি সেভেনে মানব মনের ঐ দূরহ রোগের গোপনীয়তা নিয়ে সমস্যার সৃষ্টি হয়। কী এমন রোগ যার জন্য এত গোপনীয়তা, এত হীনমন্যতা!
আহা নীলক্ষেত, আহা নীলক্ষেতের বই! কী একটা আবেগ জড়ানো থাকে নীলক্ষেতের দোকানগুলোতে। বই উল্টে-পাল্টে, নেড়েচেড়ে দেখতে, ���ইয়ের ঘ্রাণ নিতে কী ভালোই না লাগে!
তবে এই ঘ্রাণ-ই যদি হয়ে ওঠে সর্বনাশা তবে পরিণতি কী হবে?
কার ইন্ধনে নীলক্ষেতের বইগুলোতে মেডিসিন মিশিয়ে অসুস্থ করে দেয়া হচ্ছে বইপ্রেমী মানুষগুলোকে? কোন বিজ্ঞানীর উর্বর মস্তিষ্কের মূল্য চুকাচ্ছে মানুষ?
ছোটকালে নরম মনে আমরা কত কিছুই আশা করি। কত স্বপ্ন থাকে, এই হবো সেই হবো। কিন্তু জীবনের চাকায় ঘুরতে ঘুরতে নরম মন বদলে গিয়ে ব্যবসায়িক মন, লাভের আশায় বিপথে মন চলে যায় খেয়ালই থাকে না। অক্সিমেডি ঔষুধ কোম্পানির অবস্থা বেহাল। এক বৃদ্ধের জন্য তাদের লাভের ক্ষরা শুরু, পাবলিক বয়কট করছে তাদের ঔষুধ। ড্যামেজ কন্ট্রোল করতে মালিক পক্ষ কত সু কিংবা কু পদ্ধতি নিচ্ছে। মার্কেট ধরে রাখবে কী করে?
প্রিয় মানুষ হারানোর বেদনা একমাত্র যে হারায় সে বুঝে। মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেলে সে দুঃখিনী মায়ের দুঃখ কজন বুঝে?
ভবিষ্যতের পৃথিবীর রিভলাইফ নামের প্রতিষ্ঠান তোড়জোড় প্রচারণা চালাচ্ছে, মৃ ত মানুষকে তারা ফিরিয়ে দিবে। কালা জাদু নাকি?
নাহ্, প্রযুক্তি। এর সাহায্যেই হুবহু বা সেই মানুষকে ফিরিয়ে দিতে না পারলেও তার মতন তৈরি করে দিতে পারবে। বেশ সাড়া ফেলেছে এই ঘটনা। কোনো হিসাব না করেই সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার গেলেন তার একজন প্রিয় মানুষকে ফিরিয়ে আনতে। সে থেকেই ঘটে গেলো বিশাল ঘটনা।
কাকে চেয়েছিলেন তিনি? সবুজ মানবেরা যতোই হোক নকল। তারা কি আপনজন হারানোর বেদনা ভুলিয়ে দিতে পারে না বেদনা ক্রমেই বাড়ে? কে জানে!
ভবিষ্যতের পৃথিবী বর্তমানের জন্য এক অপার বিস্ময়। প্রযুক্তির বলে যেমন ভালো কাজ সম্ভব, তেমনই সম্ভব খারাপ কাজ। তাইতো দামী গাড়ির গ্যারান্টিকে কু পথে ব্যাবহার করতে গিয়ে অজান্তেই হয়তো কেউ ধরা পড়ে যায়। আবার পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে এসে করা স্বীকারোক্তি নিঃশেষ করে দেয় বন্ধুত্ব। ভবিষ্যতের মানুষ জানে এমন কিছু আগে ঘটেছিল। তবে কেমন হয় সময় ভ্রমণ করে অতীতের কেউ ভবিষ্যতের কাজটা জেনে অতীতে করছে? কেমন বিতিকিচ্ছিরি একটা ব্যাপার না!
এভাবেই হয়তো নানা ঘটনা রটনার মধ্যে দিয়ে আগামীর পৃথিবী চলবে। আজকের আইফোন হয়তো আগামীর কাচড়া!
পাঠ প্রতিক্রিয়া:
❛ভবিষ্যত যতই উন্নত, আধুনিক হোক না কেন, মানুষের মন, তাদের কু-পন্থা, কুসংস্কার এগুলো একেবার ইনটেক থাকবে। যতোই আকাশে হেঁটে বেড়ানোর প্রযুক্তি আসুক মনের অবনতি ই হবে।❜
❝সবুজ মানুষ রহস্য❞ ছয়টি ছোটগল্প এবং পনেরোটি অণু সাই-ফাইয়ের মিশ্রণ। পুরো বইটির বেশিরভাগ গল্পই ভবিষ্যতের পৃথিবী নিয়ে।
লেখক নিলয় নন্দীর লেখা আগেও পড়া হয়েছে। শিশু-কিশোর উপযোগী বই লিখলেও সে বই কচি থেকে কড়া যে কারো পছন্দ হবে বলে মনে করি। এই বইটিও তেমনই একটি বই।
ছায়ামানব, জয়নাল ডাক্তার এবং হায়দার আলীর গল্প, ফাইল নাম্বার সেভেনটি সেভেন, নীলক্ষেতের বই, অমৃতের সন্ধানে, সবুজ মানব রহস্য এবং একগুচ্ছ অণু সাইন্স ফিকশন নিয়ে পুরো বইটি সজ্জিত।
প্রতিটি গল্পই বিজ্ঞান, দূর ভবিষ্যত এবং আধুনিকায়নের পাশাপাশি বেশ হিডেন কিছু মেসেজ দিয়ে গিয়েছে। এসেছে কূটনীতি থেকে রাজনীতি, লাভের হিসাব কষা সুযোগ সন্ধানী মানুষ, ব্যবসায়ের জন্য নৈতিকতা ভুলে যাওয়া কিছু মানুষের গল্প, এসেছে আবেগ-অনুভূতির কথাও।
❛ছায়ামানব❜ গল্পে লেখক যে বিষয়ের অবতারণা করেছেন তা আমার দারুণ লেগেছে। এবং অবশ্যই বর্তমানের সাথেও কোনোভাবে যৌক্তিক হতেই পারে সেটা! ছয়টি ছোটগল্পের মধ্যে আমার সবথেকে পছন্দ হয়েছে ❛অমৃতের সন্ধানে❜ গল্পটা। গল্পের সূচনা থেকে সমাপ্তি বেশ দারুণ ছিল। ছোটগল্প বিধায় অনেক কথার প্রয়োজন হয় না। অল্প ভাষার ব্যবহারেই প্রভাব ছড়িয়ে যায় অনেক। এখানে গল্পগুলোও এমন।
অণু সাই-ফাই গুলো আমার কাছে বেশ আগ্রহোদ্দীপক লেগেছে। এক পাতার গল্পে কীভাবে অনেককিছু ভাবনায় হারিয়ে যাওয়া যায় এই গল্পগুলো তার দারুণ উদাহরণ। বিশেষ করে ❛লেখা❜ এবং ❛স্বীকারোক্তি❜ গল্পটা আমার দারুণ লেগেছে।
ঠাসা ঠাসা কঠিন বই, জমজমাট থ্রিলার পড়ার ফাঁকে দিয়ে এ জাতীয় বই হাওয়া বদলের টোটকা হিসেবে কাজ করে।
প্রোডাকশন:
পাঞ্জেরী পাবলিকেশন্সের বই এমনিতেই বেশ সুন্দর। এই বইটিও তাই। গল্পের সাথে সামঞ্জস্য রেখে কিছু চিত্রের ব্যাবহার হয়েছে। সেগুলোও বেশ সুন্দর লেগেছে।
Profile Image for Sajol Ahmed.
56 reviews2 followers
June 18, 2023
সায়েন্স ফিকশন আমার তেমন পড়া হয় না। খুবই কম পড়ি। শেষ এই জনরার কোন বইটি পড়েছিলাম একদমই মনে নেই। দীর্ঘদিন পর আবার পড়া হল এই জনরার এবারের বইমেলার নতুন এই বইটি।

সবুজ মানুষ রহস্য! নামটা বেশ ইন্টারেস্টিং। ৬টি ছোট গল্প ও ১৫টি অণু গল্প রয়েছে বইটিতে। গল্পগুলোর গল্প নিয়ে অল্পস্বল্প বলি...

ছায়ামানব
মাননীয় রাষ্ট্রপতি সাহেবকে একই সময়ে দেখা যাচ্ছে দুই জায়গায়। কীভাবে সম্ভব? প্রশাসনের ভেতরের কেউ কেউ উধাও হয়ে যাচ্ছে। কী ষড়যন্ত্র চলছে সেটা উদ্ধার করতে গিয়ে মহা ফাঁপরে পড়ে যায় দৈনিক দিনরাত্রি পত্রিকার দুজন সাংবাদিক। তারপর...
রাজনৈতিক কন্সপিরেসিকে প্লট করে, সাথে একটু সায়েন্সের মিশেলে বেশ সুন্দর একটা গল্প। কাল্পনিক হলেও ভালমতো খেয়াল করলে কন্সপিরেসির ব্যাপারটুকু অনেক দেশের রাজনৈতিক পরিস্থিতির সাথে কিছুটা মিলে যায়।

জয়নাল ডাক্তার আর হায়দার আলীর গল্প
ডাক্তার বলতে সবাই যেমনটা বোঝে জয়নাল সাহেব হুবহু তেমনটাই। গায়ে ধোপদুরস্থ পোশাক। মাথার চুল যত্ন নিয়ে আঁচড়ানো। চোখে রিমলেস চশমা। সঙ্গে ছোট একটা ব্রিফকেস। গায়ের সাদা অ্যাপ্রন আর গলায় ঝোলানো স্টেথোস্কোপটা বোধহয় খানিক আগেই ব্রিফকেসে ঢুকিয়ে রেখেছেন। দেখতে শুনতে পরিপাটি একজন ভদ্রলোক। এমন এক মানুষের কে এমন শুত্রু হতে উঠতে পারে যে তাঁকে হত্যার জন্য পেশাদার খু*নির প্রয়োজন পড়বে?
এই গল্পটা মোটামুটি ছিল। এটা সম্পর্কে আর কিছু বলবো না। একটা শব্দ বললেও স্পয়লার হয়ে যাবে।

ফাইল নাম্বার সেভেন্টি সেভেন
নবীনগরের প্রায় পঁচিশ একর জায়গা নিয়ে তৈরি হয়েছে চাইল্ড সাইকো অ্যাসাইলাম নামের আধুনিক এক মানসিক হাসপাতাল। দ্বৈত সত্তা নামক উদ্ভট এই অসুখটি বাচ্চাদের মধ্যে ক্রমেই বাড়তে থাকায় সরকার বাধ্য হয়েছে আলাদা করে একটা হাসপাতাল স্থাপন করতে। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এটা কোনো হাসপাতাল। পুরো কার্জপ্রক্রিয়া চলে পর্দার আড়ালে। কিন্তু কেনো এতো গোপনীয়তা?
গল্পটা প্রথমে ভৌতিক মনে হয়েছিলো। আসলে টা নয়। অতিপ্রাকৃতের সাথে মেডিকেল টার্মের কম্বিনেশন। বেশ সুন্দর একটা গল্প।

নীলক্ষেতের বই
বিভিন্ন সময়েই অনেক পাগলা বিজ্ঞানীর অদ্ভুত সব এক্সপেরিমেন্ট দেখা গেছে। তাদের ওসব উদ্ভট এক্সপেরিমেন্টে অনেকের প্রাণহানি ঘটেছে। আবার জানে বেঁচে গেলেও জীবনচিত্র এলোমেলো হয়ে গেছে অনেকের। এটা সেরকম এক পাগলা বিজ্ঞানীর গল্প।
সুন্দর কম্বিনেশন। তবে কিছু জায়গায় খানিক কাকতাল লক্ষণীয়।

অমৃতের সন্ধানে
"সব মানুষের ভেতরেই অমৃত থাকে। কেউ সেটা খুঁজে পায়, কেউ বা সারাজীবনেও পায় না।"
হঠাৎ করেই সাড়া পড়ে গেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোতে। সামান্য একজন মানুষের কারণে হাজার হাজার কোটি টাকার ব্যাবসা ধসে পড়তে শুরু করেছে! কী করেছেন তিনি? অক্সিমেডি কোম্পানির কর্মকর্তারা উঠেপড়ে লেগেছেন ব্যাবসার ধস ঠেকাতে।
এই গল্পটা সাই-ফাই থেকে বেশি সমকালীন মনে হয়েছে। এককথায় বলা যায় সমাজের একটি শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ের গল্প।
সিম্পলের মধ্যে ভালো। গল্পের পাশপাশি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ওয়ার্ক পলিসি এবং বিশেষ মুহূর্তে যেভাবে নিজেদের ডিফেন্ড করে তার অল্পস্বল্প ধারণা পাওয়া যায়।

সবুজ মানুষ রহস্য
শহরে এসেছে রিভলাইফ নামের এক নতুন প্রতিষ্ঠান। তাদের দাবি, তারা ফিরিয়ে আনতে পারবে মৃত মানুষদের। সত্যিকারের মানুষ নয় মোটেই, হুবহু আসলের মতোই নকল এক মানুষ। দলে দলে রিভলাইফে গিয়ে ভিড় করতে লাগল স্বজনহারা মানুষেরা। সত্যিই কি তারা বানিয়ে দিতে পারবে তেমন কিছু?
রহস্য ক্রমেই ঘনীভূত হয়ে উঠলো যখন খামখেয়ালি, উদাসী এক কর্মহীন সফটওয়্যার ইঞ্জিনিয়ার গিয়ে তার বাবাকে ফিরিয়ে আনতে চাইল।

সবুজ মানুষ রহস্য গল্পের নামানুসারে বইটির নামকরণ করা হয়েছে। সেইসাথে বইয়ের সেরা গল্পও এটিকেই বলতে হচ্ছে। কল্পবিজ্ঞানের সাথে অনেকটা রহস্য দেখা যায় গল্পটিতে। সেইসাথে টুইস্ট।

একগুচ্ছ অণু সায়েন্স ফিকশন
এখানে ১৫টি অণু গল্প রয়েছে। এগুলো নিয়ে আলাদা করে বলা সম্ভব নয়। একসাথে বলে দিচ্ছি। বিজ্ঞানের সাথে রূপকথা, রহস্য, থ্রিলের মিশেলে লেখা হয়েছে এই গল্পগুলো। কমবেশি সবগুলোই ভালো ছিল।

ক্ষুদ্র পাঠ প্রতিক্রিয়া
নিলয় নন্দীর লেখা আগে পড়া হয়েছে। ভালো লাগে। বেশিভাগ কিশোর উপযোগী করে লিখলেও বড়দেরও উপভোগ্য তাঁর লেখাগুলো।
সবুজ মানুষ রহস্য বইয়ের প্রায় সবগুলো গল্পই ভবিষ্যৎ পৃথিবীর। মেদ হীন ঝরঝরে লেখনশৈলী। সহজ-সরল উপস্থাপন, তবে সাদামাটা নয়। ছোট গল্প যেহেতু, তাই ডিটেইলিং কম। তবে এতে গল্পের প্রয়োজনে টান পড়েনি।
বইয়ের প্রোডাকশন নিয়ে খুব একটা কথা বলি না এখন আর। কিন্তু এবইটি নিয়ে বলতে হচ্ছে। পাঞ্জেরীর বইয়ের প্রোডাকশন বরাবরই দারুণ। ওদের বইয়ের পৃষ্ঠাগুলো সামান্য খসখসে টাইপ, যেমনটা ভারতীয় বইগুলোতে দেখা যায়। আর বাঁধাই তো ফার্স্টক্লাস। এবইটির ক্ষেত্রেও তেমনই।
বইয়ের অলংকরণ ও সম্পাদনা বেশ ভালো। প্রতিটি গল্পের সাথে একটি ও অণু গল্পে দুটিসহ মোট আটটি স্কেচ রয়েছে। সবগুলো স্কেচই চমৎকার। এছাড়াও ভুলত্রুটিও তেমন চোখে পড়েনি।
সর্বোপরি, বইটা ভালো লেগেছে। পড়ে দেখতে পারেন। খারাপ লাগবে না আশা করি।

বই—সবুজ মানুষ রহস্য
লেখক—নিলয় নন্দী
প্রকাশনী—পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেড
Profile Image for Mahrin Haque  Moho.
35 reviews7 followers
January 11, 2024
কল্পবিজ্ঞানের অন্যতম উপাদান হচ্ছে উন্নত প্রযুক্তি।  ভবিষ্যত পৃথিবীর সম্ভাব্য রূপ। বহির্জাগতিক প্রাণ সন্ঞ্চার করা। সাহিত্যের এই শাখাটিকে বলা হয় 'লিটারেচার অফ আইডিয়াস'।  মানুষের চিন্তাশক্তি কতটা উন্নত হলে তার বহিঃপ্রকাশ এভাবে ঘটে কখন ভেবে দেখেছেন? কিংবা বর্তমানের পৃথিবীকেই দেখুন না, সমগ্র পৃথিবী কে ক্রমশই গ্রাস করে নিচ্ছে ‘AI’ টেকনোলজি। ব্যবসা-বানিজ্য, বিভিন্ন বড় বড় বাইনিং প্রোডাকশন থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থায় ও এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রবেশ। নিজের ভাবনাকে আরও ৫০/১০০ বছর এগিয়ে নিয়ে দেখুন পৃথিবীতে টেকনোলজির অবস্থান ঠিক কোনখানে?? বলছিলাম নিলয় নন্দীর লেখা একগুচ্ছ সায়েন্স ফিকশন গল্প “সবুজ মানুষ রহস্য।”  


বইঃ সবুজ মানুষ রহস্য
লেখকঃ নিলয় নন্দী
প্রকাশনঃ পাঞ্জেরী
মুদ্রিত মূল্যঃ ২৬০ টাকা


ছায়ামানবঃ কল্পনা করুন আপনি এমন এক পৃথিবীতে বাস করছেন যেখানে সবখানে ‘AI’ নির্ভর প্রজন্ম।  কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যদি একই মানুষকে একই সময় দুটো জায়গায় উপস্থাপন করা যায় বিষয়টা কেমন হবে?? নিরাপত্তা কতটা শক্তশালী হবে কল্পনা করা যায়? তেমনি এক ছোট গল্প ছায়ামানব। যেখানে কৃত্রিমবুদ্ধিমত্তাকে পূঁজি করে রাজনৈতিক নেতাদের স্বার্থ হাসিলের চেষ্টা করা হয়েছে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রপতিকে একই সময় দুটো জায়গায় দেখা গেছে। সিস্টেমের ভিতরের এই পরিবর্তন কি সাংবাদিকরা আদৌও পরিবর্তন করতে পারবে? নাকি তাঁদের নিয়তি বাকিদের মতই হবে?

গল্পটা যতটা ইন্টারেস্টিং,তারচেয়ে বেশি ভালো লাগছে গল্পের এন্ডিং, সিনেমার হিরোইজম দেখানোর চেষ্টা করেননাই লেখক।খুব সুন্দর রাজনীতির প্যাঁচ কষিয়ে সমাপ্ত টেনেছেন। 


জয়নাল ডাক্তার আর হায়দার আলীর গল্পঃ ডাক্তার মানেই এক মহৎ পেশা। যার হাতের ছোঁয়ায়  অসংখ্য মানুষ নিজের জীবন ফিরে পায়। কিন্তু সেই মহৎ পেশাকে ভন্ডুল করে দিয়ে হঠাৎ দেখলেন সেই মানুষটা হঠাৎই অন্য কোন মানুষে রুপান্তর হয়েছে বিষয়টা কেমন হবে?? 

যার মাঝে কোন নীতিগত বিভেদ থাকবেনা? ঠান্ডা মস্তিষ্কে খুন করে যাবেন একের পর এক? তারপর??

তারপর, একদিন সেই নিরীহ ডাঃ খুনের সুপারি নিয়ে এলো হায়দার আলীর কাছে?? কি হবে এবার??


নিলক্ষেতের বইঃ বইপ্রেমীদের কাছে নিলক্ষেত মানেই একটা আবেগ। আর সে আবেগকে কেউ পূঁজি করে “শারীরিক সামর্থ্য, চিন্তা চেতনা” কে বৃদ্ধি করার নাম করে যদি ড্রাগের মত নেশা ছড়িয়ে দেবার মত পাগলাটে চিন্তার ফলপ্রসূ বিস্তার ঘটায় কেমন লাগবে? গল্পটার মূল বিষয় খুবই বাস্তবসম্মত। ইদানীং টিভি, খবরের কাগজে চোখ রাখলেই দেখা যায় নিত্যনতুন ভাবে কিভাবে যুবকসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেয়া যায় তার পায়তারা, চকলেটের ভিতরে কোকেন দিয়ে 

নেশায় তলিয়ে দিচ্ছে একদল। কিন্তু ভাবুন কোন বিজ্ঞানী যদি এমনটা করে কেমন হবে??


অমৃতের সন্ধানেঃ “সব মানুষের ভেতরেই অমৃতের সন্ধান থাকে। কেউ সেটা খুঁজে পায়, কেউ সারাজীবনেও পায়না”- কথাটা জলজ্যান্ত বাস্তব। বিশ্বের দরবারে নিজেদের সেভাবে উপস্থাপন করতে গিয়ে, দেশকে অর্থনৈতিক ভাবে সচল রাখতে গিয়ে, বৈদেশিক মুদ্রা অর্জন করতে গিয়ে  যদি সাধারন জনগনের জীবন দূর্বিষহ হয়ে যায় কেমন হবে??  দেখুন না অর্থনৈতিক অবস্থা এতটাই উন্নতির শেখরে চলে গেছে যা সাধারণ মানুষের ধরা-ছোঁয়ার বাইরে। ‘দশটাকা ইনকাম যার, এক হাজার টাকার খরচ তাঁর। অসুস্থ হলে প্রয়োজন মত চিকিৎসা সেবা এখন ‘অমাবস্যার চাঁদের’ মত। দ্রব্যমূল্যর উর্ধ্বগতি কি কখনো একটা মানুষের দ্বারাই সম্ভব? গল্পটা তেমনি এক নিরীহ নাঈম আলীর। যার সামান্য টাকার অভাবে অসুস্থ স্ত্রীকে ঔষুধ কেনার অভাবে নিজের চোখের সামনেই মরতে দেখলেন। অথচ একই ঔষধ কমদামেও কিনতে পারা যেতো! শুরু হলো বিশাল ফার্মাসিউটিক্যাল ও নিরীহ নাঈম আলীর দ্বন্দ্ব!! অমৃতের সন্ধান কি পাবেন এতবড় কোম্পানির চেয়ারম্যান?? 

সবুজ মানুষ রহস্যঃ “যার ব্যাথা হায়,সেই বুঝে মৃত্যুতে কি যন্ত্রণা” মৃত্যু এমন এক শব্দ যার কোন প্রতিশব্দ নেই এই শব্দকে ধ্বংস করার, অনুভবহীন করে তোলার। 

আপনার প্রিয় মানুষের মৃত্যুর কষ্ট আপনি কখনও ভুলতে পারবেন না। কিন্তু ধরুন  এক কোম্পানি আপনাকে সে কষ্ট ভূলানোর বদলে কমানোর দায়িত্ব নিচ্ছে কেমন লাগবে তখন??

সর্বোচ্চ তথ্যের মাধ্যমে তৈরী করছে এমন এক আদল যা আপনার প্রিয় মানুষের আকৃতিতে। যার অনুভূতি, কষ্ট, হাসি, স্মৃতি সকল কিছুই হবে হুবহু আপনার মানুষটার মত। আপনি কি পারবেন সেখানে নিজের প্রিয় মানুষকে ফিরিয়ে আনতে?? তেমনি এক ছেলে বাবাকে ফিরিয়ে আনতে গিয়েছেন রিভলাইফ কোম্পানিতে! বাবার মৃত্যু যে রহস্যময় ভাবে হয়েছিলো! পারবে কি ছেলে তার কূলকিনারা করতে??

এই গল্পগুলো ছাড়াও লেখক অনেকগুলো অণূগল্প লিখেছেন যার প্রতিটাই লুকায়িত বার্তা সমৃদ্ধ ছিলো। 

নিলয় নন্দীর ১ম কোন বই পড়া আমার। সুখপাঠ্য ছিলো বলাই যায়। সাবল��ল লেখনীর মাধ্যমে প্রতিটা গল্পই বেশ চমৎকৃত ভাবে শেষ করেছেন। পাঞ্জেরী প্রকাশনের অসংখ্য একাডেমিক বই পড়া হলেও ফিকশন বই এবার প্রথম পড়া। প্রোডাকশন কোয়ালিটি টপনচ। সম্পাদনা বেশ যত্নসহকারে করা বলাই যায়। যারা গল্পসংকলন পড়তে পছন্দ করেন তারা পড়তে পারেন।
Profile Image for Fårzâñã Täzrē.
285 reviews22 followers
February 20, 2024
বিজ্ঞান এগিয়ে চলেছে দিনদিন প্রযুক্তির উন্নতি ঘটিয়ে। মানুষের জীবনযাপন যেমন সহজ হয়েছে তেমনি পরিবর্তন এসেছে চিন্তাচেতনার। আস্তে আস্তে সভ্যতা এগিয়ে চলেছে সামনে এবং ছেলেবেলার সেই চাঁদ মামা থেকে শুরু বর্তমানের আধুনিক সব ব্যবস্থাপনা মানুষের নখদর্পণে এসে গেছে যেন সবকিছু।

তো এই বিজ্ঞানের কল্পজগতের কিছু গল্প শুনলে কেমন হয় বলুন তো? বিজ্ঞানে যেমন কাঠখোট্টা বিষয় থাকে তেমনি বিজ্ঞানে কিন্তু মজার মজার সব বিষয়বস্তু ও থাকে। সেগুলো নিয়ে বা বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে গল্পগুলো মন্দ নয় আ���ার কাছে। পড়ছিলাম তেমনি বৈজ্ঞানিক বিষয়গুলো নিয়ে কল্পকাহিনীর বই "সবুজ মানুষ রহস্য"। মোট ছয়টি গল্প এবং এক ঝাঁক অনুগল্প নিয়ে বইটির গল্পগুলো নিয়ে কিছু বলা যাক চলুন।


//ছায়ামানব:

ক্ষমতাকে পুঞ্জিভূত করতে বের করা হয়েছে অভিনব এক পদ্ধতি। এবং সেই রহস্য উন্মোচন করতে মরিয়া দুই সাংবাদিক। তাঁদের পেছনে পড়েছে তাই সরকার। কোনমতে রহস্য উন্মোচন করতে দেয়া যাবে না। কিন্তু কী সেই রহস্য?

প্রেসিডেন্টকে একই সময় দুই জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। একজন মানুষ তো দু'টো হতে পারে না কখনোই! কী হচ্ছে তবে?

// জয়নাল ডাক্তার আর হায়দার আলীর গল্প:

একজন ডাক্তার এসেছেন পেশাদার খু নির কাছে খুনের কন্ট্রাক্ট নিয়ে। কিন্তু ডাক্তার জয়নাল খন্দকার এমনিই একজন মানুষ যাকে সবাই চেনে ভালো মানুষ হিসেবে। নেই কোনো খারাপ বদনাম।

তাহলে হঠাৎ করে কাকে মা রতে চান তিনি? ডাক্তার শোনালেন এক অদ্ভুত গল্প। যা শুনে সেই খুনিরও পিলে চমকে ওঠার অবস্থা। কী সেই গল্প? খুনটা হচ্ছে কার তবে শেষমেশ?

//ফাইল নাম্বার সেভেনটি সেভেন:

বাড়ি ফিরে একমাত্র মেয়ে অনীকে দেখে চমকে যান তাঁর বাবা বিখ্যাত মহাকাশবিজ্ঞানী। ছোট মেয়েটা এমন অদ্ভুত আচরণ কেন করছে? পুরুষালী কন্ঠস্বর! মেয়েটা কী মানসিক চাপে আছে?

কিন্তু তাতে এমন কেনো হবে? ওদিকে পৃথিবীর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। দূষিত বায়ু আস্তে আস্তে কেড়ে নিচ্ছে যেন জীবন। শিশুরা আক্রান্ত হচ্ছে অদ্ভুত রোগে। কী সেই রোগ?

//নীলক্ষেতের বই:

নীলক্ষেত যেন এক বইয়ের রাজ্য। সব বইপ্রেমী এক নামে চেনে। হঠাৎই নীলক্ষেতে পাওয়া যাচ্ছে বিষাক্ত কিছু বই! বিষাক্ত কারণ বইগুলোর জন্য ছেলেমেয়েদের মানসিক বিকৃতি দেখা যাচ্ছে। অদ্ভুত রাসায়নিক মেশানো হচ্ছে বইয়ের পাতায় যা ধীরে ধীরে প্রবেশ করছে পাঠকদের শরীরে।

কিন্তু কে মেশাচ্ছে এসব বিষ? মাঝে মাঝে কিছু প্রতিভাধর পাগল নাকি থাকে আমাদের সমাজে। তেমনি কোনো পাগলের কাজ নয় তো? কিন্তু কেনো বইয়ের সাথে মেশাচ্ছে সে বিষ? কী উদ্দেশ্য তাঁর?

//অমৃতের সন্ধানে:

ওষুধ জীবন বাঁচায় রোগে। ওষুধ রোগীর কাজের জন্যই সৃষ্টি। কিন্তু এই ওষুধ নিয়ে চলছে এক নোংরা ব্যবসা। অক্সিমেডি এমনই এক কোম্পানি। দরিদ্র চাকরিচ্যুত আবু নাঈমের স্ত্রী মা রা যাওয়ার পর সে জানতে পারে বাঁচানো সম্ভব ছিল স্ত্রীকে যদি সঠিক ওষুধ নিয়ে এমন ব্যবসা না করে নায্যমূল্যে ঠিক সময়ে পাওয়া যেত ওষুধ। স্ত্রীকে হয়তো অকালে হারাতে হতো না। আবু নাঈমের জন্য শুরু হয় প্রতিবাদ। তবে আছে সমস্যাও।

কারণ যাদের বিরুদ্ধে প্রতিবাদ তাঁরা সব রাঘববোয়াল। তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ কতটুকু ফলবে জানা নেই। তবুও যেন আবু নাঈমের ভয় নেই। চলুক না প্রতিবাদ, শেষটা কী হয় দেখা যাক।

//সবুজ মানুষ রহস্য:

মৃ ত প্রিয়জনকে ফিরিয়ে দিবে এক কোম্পানি! কীভাবে? সত্যিই কী তাঁরা পারবে এই অসাধ্য সাধন করতে? আসলে না, কারণ র ক্ত মাংসের মানুষ গড়া বিধাতা ছাড়া সম্ভব নয়। তাঁরা প্রযুক্তির কল্যাণে দিতে পারবে কিছুটা ছোঁয়া মাত্র।


এই গল্পটা আমার সবচেয়ে পছন্দের গল্প এই বইয়ে।বিদেশ ফেরত এক ছেলে বাবার মৃ ত্যু রহস্য সমাধানে নামে ওই কোম্পানির সহায়তায় তৈরি করা তাঁর বাবার অবয়ব নিয়ে। শেষটা রোমাঞ্চকর। জানতে পড়তে হবে অবশ্যই।

//পাঠ প্রতিক্রিয়া//

লেখক নিলয় নন্দীর বই এর আগে আমার পড়ার সুযোগ হয়েছে কিশোর উপন্যাস "ঘিয়ের পিদিম"। লেখকের লেখনী ভালো এবং উপভোগ করা যায়। কারণ তিনি সহজ করে লিখেছেন বেশ।

এই বইটিও কিশোর উপযোগী সাইন্স ফিকশন। সবগুলো গল্পে লেখক দারুন সব বৈজ্ঞানিক বিষয় তুলে ধরেছেন। এর মধ্যে বলা আছে ভবিষ্যতের পৃথিবীর কথাও। এগুলো আমাদের কিশোরদের মধ্যে ভাবনার সৃষ্টি করবে যে বিজ্ঞানের অগ্ৰগতির সাথে সাথে আমরা পৃথিবীর ক্ষতি করে ফেলছি না তো! এগুলো আসলেই ভাবনার বিষয়।

// খুঁটিনাটি:

পাঞ্জেরির বইগুলো বেশ স্বাচ্ছন্দ্যে পড়া যায়। বাঁধাই মজবুত থাকায় খুলে যাবার ভয় নেই। কিছু জায়গায় ছাপার ভুলে গল্পের কথকের নাম বদলে গেছে। এছাড়া দুই একটা বানানের দিক অবশ্য এড়ানো যায়। প্রচ্ছদটা সুন্দর হয়েছে গল্পের সাথে মানানসই। সবমিলিয়ে ভালোই লেগেছে।

🔸বইয়ের নাম: সবুজ মানুষ রহস্য
🔸লেখক: নিলয় নন্দী
🔸প্রকাশনী: পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
🔸পৃষ্ঠা সংখ্যা: ১১১
🔸মুদ্রিত মূল্য: ২৬০/-
🔸ব্যক্তিগত রেটিং: ৪.৫/৫
Profile Image for Arif  Raihan Opu.
218 reviews7 followers
January 21, 2025
A.I. will make it possible for the Internet to directly engage people in the real world, through robotics and drones and little machines that will do smart things by themselves.
- Jensen Huang

সময়ের সাথে জীবনের পরিবর্তন আসবে। এগিয়ে যাবে সভ্যতা। সমাজ, বিজ্ঞান ও পরিবেশের পরিবর্তন আসবে। মানুষ আধুনিক হবে। মানুষের চিন্তা ভাবনা, ও তার কর্মকান্ড সময়ের সাথে পরিবর্তিত হবে। এভাবেই বিজ্ঞান ও মানুষ তাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে। এভাবেই মানুষের মাঝে তৈরি হবে “সবুজ মানুষ রহস্য”। হয়ত এই রহস্যের শেষ হবে না, আবার হয়ত হবে।

মানুষের সাথে বিজ্ঞানের অগ্রগতি দিন দিন এগিয়ে চলেছে। বিজ্ঞান এখন আগের চেয়ে অনেক বেশি এগিয়ে গিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় এখন অনেক কাজ করা সম্ভব। তবুও মানুষ কে মৃত থেকে জীবিত করা সম্ভব নয়। যদিও মৃত্যু হচ্ছে শেষ সত্য। এরপর আর কোন সত্য নেই। তবুও মানুষ বিজ্ঞানে এগিয়ে গিয়েও মৃত্যুকে জয় করতে পারেনি। হয়ত এটাই বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্য হয়ে থাকবে।

সম্প্রতি নিলয় নন্দীর লেখা “সবুজ মানুষ রহস্য” বইটি পড়া শেষ করলাম। বইটি বৈজ্ঞানিক কল্প-কাহিনীর উপর ভিত্তি করে লেখা হয়েছে। বইটি মুলত ছোট গল্পের বই। আরও মজার ব্যাপার হচ্ছে এটি মুলত কিশোরদের জন্য লেখা হয়েছে।
যারা সায়েন্স ফিকশন বা কল্প-বিজ্ঞান নিয়ে পড়তে পছন্দ করেন তারা বেশ আনন্দ পাবেন বলে আমার মনে হয়েছে। যেহেতু বই কিশোরদের জন্য লেখা সেহেতু বইটি কিছুটা শিশুতোষ মনে হতে পারে। কারণ যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের জন্য বইটি তেমন আনন্দদায়ক নাও হতে পারে।

তবে একে বারে খারাপ বলা যায় না। এতে মোট ছয়টি গল্প রয়েছে, এর সাথে কিছু ছোট ছোট মানে অনু সায়েন্স ফিকশন গল্প রয়েছে। প্রতিটি গল্প একটি রহস্য রেখে শেষ হয়েছে। আমার মনে হয়েছে লেখকের লেখার এটা সবচেয়ে ভাল দিক।
পাঠককে গল্প গুলো নিয়ে ভাবার একটা সুযোগ করে দিয়েছেন। যদিও সায়েন্স ফিকশন সবার পছন্দ নয়। তবুও যারা সায়েন্স ফিকশন পড়ে থাকেন তাদের জন্য বইটি উপযুক্ত। ছোট ছোট গল্পের সমাহার বলা যায়।

অপর দিকে লেখার যদি দুর্বলতা থাকে, আসলে দুর্বলতা বলব না, দৃশ্যপট হুট করেই পরিবর্তন হয়ে যাওয়া।
আসলে আমার মনে হয়েছে গল্প গুলোর এক দৃশ্য থেকে অপর দৃশ্যে জাম্প করেছে। যা অনেক পাঠক ধরতে নাও পারে। বিশেষ ভাবে কিশোর পাঠকের ক্ষেত্রে বিষয়টি কঠিন হতে পারে।

আমি এর আগে লেখকের কোন বই পড়িনি এটাই প্রথম পড়া। লেখকের লেখায় ভাল গতি আছে। বেশ গুছিয়ে লিখেছেন। এছাড়া বিজ্ঞানের টার্ম গুলো সম্পর্কে বেশ অবগত আছেন। যার কারনে বইটি বেশ প্রঞ্জল হয়ে উঠেছে। পড়ার সময় বিরক্তকর লাগেনি। ছোট ছোট বিষয় গুলোকে যদি ঠিক করা যায় তবে আমরা মনে হয় বইটি আরও ভাল হত।
কিছু কিছু সংলাপ নাটকীয় মনে হয়েছে, আবার কিছু সংলাপ ধীর। আবার কিছু ক্ষেত্রে মনে হয়েছে এই অংশটুকু না হলেও খারাপ হত না।

এখানে ব্যাপার হচ্ছে সবার পড়ার ও চিন্তা করার মানসিকতা এক নয়। সায়েন্স ফিকশনের ক্ষেত্রে লেখক বেশ ধারণা রাখে��� এটা বোঝা যাচ্ছে। তার চেয়ে বড় ব্যাপার উনি সম্ভবত সায়েন্স ফিকশন অনেক পড়েন। যার কারণে উনি গল্প গুলোকে সুন্দর ভাবে পাঠকের সামনে তুলে ধরেছেন।

নয়ত দেখা যেত বেশ কাঠখোট্টা হয়ে যেতে পারত। কিন্তু সেটা হয়নি। শুধু এতটুকুই বলার আছে যে, বই পাঠকে বেশ আনন্দ দেবে।
Profile Image for Habib Rahman.
78 reviews1 follower
November 6, 2023
🕸️কাহিনী সংক্ষেপঃ

একই সময়ে রাষ্ট্রপতিকে কেন শহরের দু জায়গায় দেখা যাচ্ছে? কেন প্রশাসনের ভেতরের কেউ কেউ উধাও হয়ে যাচ্ছে? কী নিয়ে এত লুকোচুরি খেলা হচ্ছে জনগণের সাথে? দুই তরুণ সাংবাদিক মাঠে নামল ছায়ামানুষের রহস্য উদঘাটনে।

রিভলাইফ নামের প্রতিষ্ঠানটি আলোড়ন ফেলে দিয়েছে শহরে। মৃত মানুষদের তারা ফিরিয়ে আনবে বলে দাবি করেছে। না, সত্যিকারের মানুষ নয়। সেই হারানো মানুষটারই হুবহু অনুকৃতি। সত্যিই কি পারবে তারা সেটা করতে?

ডাক্তার জয়নাল খন্দকার। প্রাইভেট প্র‍্যাকটিসের পাশাপাশি বেসরকারি মেডিক্যালে পড়ান। শহরের এমন গণ্যমান্য ব্যক্তি লুকিয়ে কেনইবা এসেছেন জামিল এর কাছে? জামিল আহম্মেদ যে কিনা জর্দা জামিল নামেও পরিচিত। পেশায় একজন প্রফেশনাল খুনি! ডাক্তার জয়নালের কী কাজ একজন প্রফেশনাল খুনির সাথে?

নিলয় নন্দী'র লেখা বৈজ্ঞানিক কল্প কাহিনী জনরার ❝সবুজ মানুষ রহস্য❞ বইটিতে এরকম ছয়টি ছোট গল্প এবং বেশ কয়েকটি অণুগল্প রয়েছে।

বইটির সূচিপত্রঃ

ছায়ামানব
জয়নাল ডাক্তার আর হায়দার আলীর গল্প
ফাইল নাম্বার সেভেনটি সেভেন
নীলক্ষেতের বই
অমৃতের সন্ধানে
সবুজ মানুষ রহস্য
একগুচ্ছ অণু সায়েন্স ফিকশন

🕸️পাঠ প্রতিক্রিয়াঃ

মাত্র ১১১ পৃষ্ঠার পুচকে এই বইটি এক বসাতেই পড়ে ফেলা যায়। ৬টি ছোট গল্পের মধ্যে "জয়নাল ডাক্তার আর হায়দার আলীর গল্প"টা তেমন ভালো লাগেনি। বাকি গল্পগুলো মোটামুটি ভালোই লেগেছে। ছোট গল্পগুলোর মধ্যে সেরা গল্প হচ্ছে " সবুজ মানুষ রহস্য" গল্পটি যার নামে বইয়ের নামকরণ করা হয়েছে। তবে আমার কাছে এটি ছাড়াও অণুগল্প গুলো দুর্দান্ত লেগেছে। সায়েন্স ফিকশন জনরা যাদের পছন্দ তাদের কাছে বইটি ভালো লাগতে পারে।

🕸️প্রোডাকশনঃ
আজীবন গাইড বই পড়ার পরে এই প্রথম পাঞ্জেরী প্রকাশনীর কোনো ❝আউট বই❞ পড়লাম। বইয়ে পাঠকের কাছে গল্পগুলো আরো ফুটিয়ে তুলতে দুর্দান্ত কিছু স্কেচ রয়েছে। এছাড়া বইয়ের কাগজ বেশ খসখসে টাইপ এর। পড়ার সময় ভালো একটা অনুভূতি হয় পেজ উল্টাতে গেলে।

বইয়ে বেশ কিছু বানান ভুল রয়েছে। ছোট সাইজের বইয়ে বানান ভুলের ব্যাপারটা দৃষ্টিকটু লাগে। আশা করবো পরবর্তীতে এসব শুধরে নেয়া হবে।

বইয়ের নামঃ সবুজ মানুষ রহস্য

লেখকঃ নিলয় নন্দী

পাঞ্জেরী প্রকাশনী
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.