লাশ নিয়ে গল্প? এই বইয়ের কোন একটি গল্প পড়ে আপনার মনে হতে পারে এর লেখক নিশ্চিত ল্যাজারাস সিনড্রোমে আক্রান্ত হয়েছিল। ল্যাজারাস সিনড্রোম মানে কী, জানেন তো? মারা যাওয়ার পর হঠাৎ জীবিত হয়ে যাওয়া। ব্যাপারটা মোটেও কিন্তু কাল্পনিক নয়। জার্নাল অব দ্য রয়াল সোসাইটি অব মেডিসিন-এর একটি গবেষণা প্রতিবেদন বলছে, এখন পর্যন্ত ৩৮টি ল্যাজারাস সিনড্রোমের ঘটনাকে নথিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে অন্তত ১৮ জন মারা যাওয়ার পর আবার জীবিত হয়ে পরে বেঁচেছিলেন আরও অনেক বছর। এই বইয়ের প্রায় প্রতিটি গল্প আপনাকে আক্রান্ত করবে প্যারেডোলিয়ায়। আপনি পা রাখবেন বিভ্রমের সিঁড়িতে। আসলে বাস্তবতা আর বিভ্রম তো জমজ বোনের মতো; এ দুয়ের পার্থক্য কেবল দৈর্ঘ্যে! এই বইয়ের পুরোটা না পড়লে আপনি কোনদিনই জানবেন না কেন সেই বৃষ্টির রাতে যুবতী মেয়েটি খুন হয়েছিল তারই বাবার হাতে! কিংবা শিক্ষকের সাথে শিউলীর অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ার নেপথ্য গল্প; মসজিদের বারান্দায় কুসুমের সাথে কী ঘটেছিল; আর জীবিত দেহের চেয়ে মৃতদেহকেই কেন পছন্দ ছিল সেই ডাক্তারের!
কবি, গবেষক ও কলামিস্ট। বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন বিভাগে কাজ করার পাশাপাশি দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখি। বাংলাদেশের বাইরে বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের আর্টিকেল প্ল্যানেট, ফিলিপাইনের জেওডি ও বেলজিয়ামের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের জার্নালে। সাহিত্যে কাজের স্বীকৃতি হিসেবে জুটেছে দেশ পাণ্ডুলিপি পুরস্কার (২০১৮), ডায়লগইন গ্লোবাল বেঙ্গলি লিট ফেস্ট কবিতা পুরস্কার (২০২১) এবং পাললিক সৌরভ তরুণ লেখক সম্মাননা (২০২১)।