গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও যুদ্ধপরবর্তী টালমাটাল সময় আর সে সময়ের ছাত্ররাজনীতি, ক্যাম্পাস জীবন, বন্ধুত্ব, প্রেম-ভালোবাসা, অনেক স্বপ্ন, অনেক আশা আর অনেক না পাওয়া হাহাকারের মর্মস্পর্শী ‘চিরদিন তোমার আকাশ’ গল্পটি এই সংকলনের সেরা তো বটেই আমার অন্যতম পছন্দের একটি গল্প হয়ে গেল। ‘অচরিতার্থ পূর্বজন্ম’, ‘কবিতার সংজ্ঞা’ গল্প দুটি যেন কুয়াশাচ্ছন্ন, সবটা স্পষ্ট বোঝা যায় না, তবে শীতকালে কুয়াশা ভেদ করে নির্জন পথ হাঁটার আনন্দ পাওয়া যায়। বাদবাকি গল্পগুলোও বেশ। ইমতিয়ার শামীম ভীষণ রাজনীতি ও সমাজ সচেতন লেখক সেটার প্রমাণ তিনি যে তাঁর প্রথম গল্পগ্রন্থেই রেখেছিলেন, তা একটু অবাক করল। কেননা মুখবন্ধে লেখক গন্থটিকে ‘আমার প্রথম দুর্বলতা ও আবেগের সাক্ষী’ বলেছেন। যার ফলে প্রত্যাশা কমে গিয়েছিল। কিন্তু বিষয় নির্বাচন, ঘোরলাগা কাব্যগন্ধী গদ্য এবং স্তব্ধ করে দেওয়া নির্লিপ্ততা দিয়ে ঠিকই তাঁর অধিকাংশ বই পড়ে ফেলা আমাকে মুগ্ধ করে ছাড়লেন।
‘শীতঘুমে একজীবন’-এর গল্পগুলো পড়লে বোঝা যায় কতটা প্রস্তুতি নিয়ে সাহিত্যে ইমতিয়ার শামীমের আগমন ঘটেছিল এবং ঠিক কতটা প্রস্তুতি নিয়ে একজনের সাহিত্যে আসা উচিত।