শহরে হঠাৎ করে খুন শুরু হয়। খুন হয় প্রতি মাসের ১৩ তারিখে। এর মধ্যে চারজনকে খুন করেছে। সাধারণ খুনি না সে, সিরিয়াল কিলার। হুডি পরে খুন করে। খুনের পর লাশের গায়ে চিরকুট রেখে যায়। তাতে লেখা ‘হুডি’। তাকে ধরতে মাঠে নামেন মিজাইল করিম। ভিকটিম সব মেয়ে হলেও রেপের কোনো আলামত নেই। তবে কি হুডি কোনো মেয়ে? এই ধারণা বদলে দেয় ফ্লিবানসেরিন। এই সময় আবির্ভাব ঘটে ক্যানিবল এহসানের। বদলে যায় সব ধারণা।
মিডিয়া পলিটিক্স নিয়ে লেখা এই সাইকো থ্রিলার টা অবশ্যই সেরাদের কাতারে থাকা উচিত। যেমন ঝরঝরে লেখা তেমন সুন্দর প্লট, টুইস্ট আর সংলাপ। আগাগোড়া দারুণ উপভোগ করেছি। আহমেদ শাহাবুদদীন গুডরিডসে খুব আন্ডাররেটেড লেখক। কিন্তু আমি যেকটা পড়েছি কোনটাই তেমন মন্দ না। হয়তো প্রচার প্রসারের অভাব।