Jump to ratings and reviews
Rate this book

আকাশের ওপারে আকাশ

Rate this book
একটা অদ্ভুত সমস্যার মধ্যে আছি আমরা।
সমাজ ও সভ্যতা প্রেমকে মহিমান্বিত করে। প্রেম ছাড়া জীবন রঙহীন, নিষ্প্রাণ। অপূর্ণ। অর্থহীন। জীবনের সঞ্চিত অভিজ্ঞতার চূড়ো হলো প্রেম। বাকি সব সাইডস্টোরি, বাকি সবাই এবং সবকিছু পার্শ্বচরিত্র। আধুনিক মানব ও মানবীরা তাই পথে পথে নেড়েচেড়ে, চেখে দেখে সব নুড়ি পাথর। গভীর এক তৃষ্ণা নিয়ে খুঁজে ফেরে প্রেমের সেই পরশপাথর। আর এই খোঁজকে উপস্থাপন করা হয় মাদকতাময় সৌন্দর্যের সাথে।

আবার, সমাজ ও সভ্যতায় আমরা পতনের চিহ্ন দেখতে পাই। আমরা দেখি হতাশার মহামারি, পরিবারের ভাঙন আর গন্তব্যহীন প্রজন্ম। আমরা দেখি, ক্রাশ কনফেশনস এর কেলেঙ্কারির গল্প। আমরা দেখি শরীরের যথেচ্ছ ব্যবহার, বিয়ের প্রলোভনে ধর্ষণ, ভাইরাল ভিডিও, বছরে লক্ষ লক্ষ গর্ভপাত আর মাসে গড়ে ৫০টার মতো আত্মহত্যার খবর। দেখি অবক্ষয়, অধঃপতন আর ক্লেদাক্ত কলুষতা।

দুটো ছবি প্রায় বিপরীতমুখী। আবার একটা আরেকটার সাথে যুক্ত নিবিড়ভাবে। কিন্তু এই সম্পর্কটা আমরা দেখতে পাই না। আমরা দেখতে চাই না। চোখের সামনে সব চিহ্ন থাকার পরও হিসেব মেলে না আমাদের।

কেন এই অদ্ভুত বৈপরীত্য? রহস্যটা কোথায়? প্রেমের অলীক রূপকথার ঐ আকাশের আড়ালে আরো একটা আকাশ আছে। মাটি আর মানুষের, ঘাসফড়িং আর শিশিরের এবং মৌলিক ভালোবাসার। যে আকাশ আধুনিকতার একমাত্রিক চশমায় ধরা দেয় না। শুভ্রতায় মোড়ানো সেই আকাশটাকে নিজের করে নেবার ব্যাকরণ নিয়েই আমাদের এই আয়োজন- আকাশের ওপারে আকাশ।

287 pages, Paperback

Published October 1, 2022

22 people are currently reading
84 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
59 (70%)
4 stars
17 (20%)
3 stars
5 (5%)
2 stars
3 (3%)
1 star
0 (0%)
Displaying 1 - 18 of 18 reviews
Profile Image for Fårzâñã Täzrē.
276 reviews20 followers
August 30, 2025
"আকাশের ওপারে আকাশ
সে আকাশে শান্তির চিল,
বইছে চারিধারে শুভ্ররাশ।"

পৃথিবীর এই পাপ পঙ্কিলতায় নিজেকে দূরে রাখতে পারেনা মানুষ খারাপ কিছু থেকে। নিজের অজান্তেই পা দিয়ে ফেলে বিপদে। বর্তমান যুগ যত আধুনিক হচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে অশ্লীলতা, হারাম সম্পর্ক, যৌনচারের মতো বিষয়গুলো। যা ধীরে ধীরে মানুষকে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে। সমাজ, পরিবার তো দূর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্রষ্টার নৈকট্য, মানুষ সেখান থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

হারাম রিলেশনশিপ আর প্রকাশ্যে যৌনতা এই সমাজের সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। হারাম রিলেশনশিপ কখনোই সত্যিকারের ভালোবাসা বয়ে আনে না। এটা শুধুমাত্রই ক্ষনিকের মোহ আর ভালো লাগা। দেখা যায় দুই দিন পর ভালোবাসার মানুষকে ছুঁড়ে ফেলে দিতে বিন্দুমাত্র সময় নেয়না এরা। সত্যিকারের ভালোবাসা একমাত্র পূর্ণতা পায় বিয়ের মাধ্যমে। বিয়ের মত হালাল সম্পর্কের সুখ কী ওই হারাম রিলেশনে মেলে? চাইলেই বয়ফ্রেন্ডকে নিজের বিবস্ত্র ছবি দিচ্ছে যে মেয়েটি, সে কী আদৌও এটা চিন্তা করছে তার এই সো কল্ড বয়ফ্রেন্ডটি তার এই ছবি গোপন রাখবে?

কথায় কথায় বলা হলো শুধু আমি তোমাকে ভালোবাসি, দুইদিন ঘোরাফেরা, পরেরদিন বয়ফ্রেন্ডের কথায় নিজের কুমারীত্ব বিসর্জন দিয়ে জীবনে শুধু পাপ ছাড়া পূণ্য অর্জন সম্ভব নয়। এরকম বহু ঘটনা আজকাল হরহামেশাই শোনা যায় কান পাতলে এরকম রিলেশন করতে গিয়ে কী ভয়াবহ পরিস্থিতে পড়তে হয়। বয়ফ্রেন্ড বিয়ের প্রলোভন দেখালো আর ওমনি তার ডাকে সাড়া দিয়ে শেষে কী হয় একটি নিষ্পাপ নবজাতকের ঠাঁই হয় ডাস্টবিনে। নিজেদের পাপ লুকাতে ওই শিশুটিকে তখন শিয়াল, কুকুরের খাদ্যে পরিনত করা হয়।

ছেলেদের ক্ষেত্রেও অবশ্যই কী উচিত নয় নিজেদের নজর কে সংযত রাখা? যে মেয়ে আপনাকে দিনের পর দিন শুধু ভালোবাসার দোহাই দিয়ে ব্যবহার করে যাচ্ছে, দিনশেষে আপনার পরিচয় তার ফ্রেন্ড সার্কেলে শুধুই জাস্ট ফ্রেন্ড তবে এই মেয়ের পেছনে নিজের মূল্যবান সময়, আত্মসম্মান কেন বিসর্জন দিচ্ছেন ভাই? বরং ইসলামে বেগানা নারীর থেকে দূরে থাকার কথা বলা হয়েছে।

বোন আপনাদের মনে রাখতে হবে, আপনাদের সমস্ত কিছু আপনাদের স্বামীর জন্য,কোনো বয়ফ্রেন্ড নামক মানুষটির জন্য নয়।
একজন নেককার , সৎ চরিত্রবান পুরুষ কখনই বিয়ের আগে হারাম সম্পর্কে জড়াবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে।

আর ভাইদের ক্ষেত্রেও সেইম কথাই বলা যায় একজন সতীসাধ্বী স্ত্রী পাওয়াও প্রতিটি পুরুষের জন্য ভাগ্য। যে আপনাকে ইহকাল এবং পরকালে শান্তির পথ দেখাবে। বিয়ের আগে হারাম রিলেশন অবাধ যৌনচার করে কেন জীবনে হতাশা, ব্যর্থতা, চরিত্রে কালি লেপন করবেন?

বর্তমান সমাজে এই অবাধ যৌনাচার, ছেলেমেয়ে অবাধে মেলামেশা এবং এর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে লস্ট মডেস্টি ব্লগ
টিমের পক্ষ থেকে "আকাশের ওপারে আকাশ" এই বইটিতে। এবং বর্তমান প্রজন্মের আসলে এই বইটি পড়া উচিত এবং বোঝা উচিত আমার মতে। এই বইটিতে প্রতিটি অধ্যায়ে ধাপে ধাপে আলোচনা করা হয়েছে হারাম রিলেশনের কুফল, অবাধ যৌনাচার সমাজকে কতখানি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বর্তমান প্রজন্ম নিজেদের জীবনের কত মূল্যবান সময় এইসব কাজে ব্যয় করছে।

লস্ট মডেস্টি ব্লগ টিম আলোচনার পাশাপাশি বিভিন্ন জার্নাল, রেফারেন্স, সমীক্ষাও তুলে ধরেছে যে লাভ ম্যারেজ সবক্ষেত্রে কতটুকু সফল কিংবা বিয়ের আগেই শয্যাদৃশ্য কী দীর্ঘস্থায়ী দাম্পত্যজীবনে প্রভাব ফেলে? বিয়ের আগে যাকে সর্বস্ব বিলিয়ে দিলেন আদৌও সেই সঙ্গিটি কী আপনার সম্পর্কে ভালো ধারনা রাখে? বিয়ের সময় কিন্তু নে*শাখোর ছেলেটিও তার সঙ্গিনীর মধ্যে তার ভবিষৎ বাচ্চার মা খোঁজে। যৌনসঙ্গি নয়।

এখন আপনি তর্কের খাতিরে লস্ট মডেস্টি ব্লগ টিমকে প্রশ্ন করলেন রিলেশন করে কেউ কী সফল দাম্পত্যজীবন পায়নি? উত্তরে লস্ট মডেস্টি ব্লগ টিম আপনাকে জানাচ্ছে হ্যাঁ অবশ্যই সফলতার গল্প আছে। কিন্তু প্রিয় ভাই এবং বোন সফলতার থেকে যে সমীক্ষায় নজর দিলে ব্যর্থতার গল্পটাই বেশী চোখে পড়ে। আপনি কী শুরুতেই বুঝতে পারবেন ভাগ্য আপনাকে ঠিক কোন পরীক্ষার মধ্যে ফেলতে চলেছে? অন্ধের মতো বিশ্বাস করে যার কাছে নিজের সবকিছু বিলিয়ে দিলেন দিনশেষে সেই মানুষটি আপনাকে ধোঁকা দিচ্ছে কী না আড়ালে কীভাবে বুঝবেন?

যাকে ভরসা করে বাবা মাকে কষ্ট দিয়ে বাড়ি থেকে পালানোর প্লান কষছেন সেই ব্যক্তির প্লান আপনার স্বপ্নের থেকেও ভয়াবহ হতেই পারে। লস্ট মডেস্টি ব্লগ টিম শুধুমাত্র এইসব ভয়াবহ দিকগুলো তুলে ধরে সচেতনতা ছড়িয়ে দিতে চায়। সুন্দর সমাজ এবং চরিত্র গঠনে এইসব জিনিস থেকে দূরে থাকা কী ভালো নয়? ব্যভিচারে জড়িয়ে পরকালে আল্লাহকে কী জবাব দেবেন ভেবে রেখেছেন তো?

বইটি পাঠ্যানুভূতি বেশ ভালো। শিক্ষনীয় অনেক কিছু রয়েছে। এবং লস্ট মডেস্টি ব্লগ টিম পুরো বই জুড়ে সুন্দর আলোচনা করেছেন। এই বইয়ের বিপরীতে অনেক চাঁচাছোলা মন্তব্য যদি কমেন্টবক্সে পাইও তবুও বইটি বলবো বইটি শিক্ষনীয় এবং নতুন প্রজন্মের অবশ্যই বইটি পড়া উচিত ধন্যবাদ।

🧩বইয়ের নাম: "আকাশের ওপারে আকাশ"
🧩লেখক : লস্ট মডেস্টি ব্লগ
🧩প্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন
🧩পৃষ্ঠা : 287
Profile Image for Md. Ridwanul Islam Muntakim.
53 reviews6 followers
May 21, 2023
লস্ট মডেস্টি এর বই গুলো পড়ার একটা অন্যরকম অনুভূতি রয়েছে, মনের দরজায় পবিত্রতা এসে কড়া নাড়ে। বর্তমান আধুনিকতা আমাদের শিক্ষা দিচ্ছে প্রেম ছাড়া জীবন রঙহীন, নিষ্প্রাণ, অপূর্ণ, অর্থহীন এবং অবৈধ যৌনতার গভীর এক তৃষ্ণাকে ভালোবাসার নাম দিয়ে চলছে ভালোবাসা ভালোবাসা খেলা।
অগণিত নারী, পুরুষ এই খেলায় নিজেকে উৎসর্গ করে তলিয়ে যাচ্ছে হতাশা নামক অন্ধকার সমুদ্রের মধ্যে, কেউ কেউ তো এই খেলায় নিজের জীবনকেও বলি দিতে বিন্দু পরিমাণ বিবেচনা করছে না। উজ্জল নীল আকাশ হঠাৎ বিদঘুটে কালো হয়ে কোথায় জানো খুশি হারিয়ে যাচ্ছে আর লস্ট মডেস্টি সেই খুশি ফিরিয়ে দেওয়ার এবং সুস্থ জীবন উপহার দেওয়ার নামই দিয়েছে অন্ধকার আকাশের ওপারে সেই স্বচ্ছ নীল আকাশ।
Profile Image for Xanthophyll .
62 reviews4 followers
March 27, 2023
হারাম ,প্রেম ভালোবাসা থেকে বিরত থাকার জন্য এই ব‌ইটি পড়া উচিত ।আর যারা হারাম রিলেশনশিপ করে ছ্যাকা খাইছেন জীবন ধ্বংস হয়ে যাচ্ছে তারা এই অবস্থা থেকে মুক্তি পেতে ব‌ই সহায়ক হবে বলে আশা করি । এইরকম ব‌ই বাজারে আরো দরকার ।বিশেষ করে বাংলাদেশে যখন নিরব যৌন শয়তানি বিপ্লব চলছে ।আল্লাহ আমাদের হেফাজত করুন আমীন
Profile Image for Ibnul Fiaaz Dhrubo.
124 reviews3 followers
March 23, 2024
অনেক দিন পর ভালো লাগার মত কোনো একটা বই পড়ে শেষ করলাম। জীবন তো একটাই। প্রেম-ভালোবাসার মোহে পড়ে এক জীবনের এই স্বাদকে তেঁতো করার কোনো মানে নেই। কিন্তু বর্তমান তথাকথিত আধুনিক সমাজ ও বিশ্বব্যবস্থা এটাকে যেভাবে glorify করে তাতে কোনটা ঠিক, কোনটা ভুল সেটা বোঝার কোনো উপায় থাকে না। নাটক, সিনেমা, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা মাধ্যমে প্রচারিত হচ্ছে প্রেম-ব্যবসার বিজ্ঞাপন। আর তারুণ্যে উচ্ছ্বল শরীরে চলতে থাকা হরমোনের খেলা তরুণ-তরুণীর সরল-সোজা মনে তোলে আবেগের ঢেউ, মানসপটে এঁকে ফেলে লাল-নীল স্বপ্ন। এভাবে মোহের গর্তে পড়ে দূর্ঘটনা ঘটে যেতে দেরী হয় না। মোহ কেটে গেলে দিনের আলোর মত পরিষ্কার হয়ে যায় সবকিছু। এই এক জীবন থেকে হারিয়ে যায় মূল্যবান সময়, সম্পদ, ভালোবাসার অনুভূতি- যা কি না যতনে রেখে দেয়ার কথা ছিল স্রষ্টা কর্তৃক নির্ধারিত সঙ্গী/সঙ্গীনির জন্য।

ধন্যবাদ টিম লস্ট মোডেস্টিকে; অন্ধকারের দিকে বহমান স্রোতের বিপরীতে বর্তমান তরুণ সমাজে জীবনের এই অমোঘ সত্যকে উপস্থাপন করার জন্য। আল্লাহ তা'য়ালা এই কাজের মাধ্যমে আমাদেরকে হিদায়াত দিন এবং দুনিয়া ও আখিরাতে আপনাদেরকে এই চেষ্টার উত্তম প্রতিদান দিন।
Profile Image for Najmul Huda  Tanjeem.
27 reviews
September 2, 2023
১ম অভিব্যক্তি:ইশশ!আমার যদি সামর্থ্য ও সুযোগ থাকতো,তাহলে হারাম রিলেশনশিপে থাকা প্রত্যেকটা মানুষকে বইটা পড়তে দিতাম!

২য় অভিব্যক্তি:আপনার বয়স ১৬ হোক কিংবা ৩২,মেয়ে হোন বা ছেলে,হারাম রিলেশনশীপের মরণ ছোবলে মৃতপ্রায় হোন কিংবা এখনও দংশনের প্রতিক্ষায় থাকা কেউ-আপনার জন্য অবশ্যপাঠ্য এ বই।
.
দুটো কথা: ভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে গুমোট আকার ধারণ করেছে যুবকের জীবন,যুবতীর আবেগ।ভুল একটা পথে পা বাড়িয়ে নষ্ট হয়ে যাচ্ছে সুন্দর থেকে সুন্দরতম জীবনটা।একটা শব্দ,তার পিছনে উন্মত্ত হয়ে ছুটে চলেছে প্রজন্ম।শব্দটির ভুল ব্যাখ্যা আর পাশ্চাত্যের দেখিয়ে দেয়া ধ্বংসের পথে পা বাড়িয়ে নষ্ট হয়ে যাচ্ছে লাখো স্বপ্ন।

হ্যাঁ,শব্দটা আমাদের জীবনের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত সেই বহুল প্রচলিত 'প্রেম'!

প্রেম!প্রেএএএম...
পশ্চিমা ধ্যানধারণা যে বিষয়টিকে জীবনের একমাত্র উদ্দেশ্য হিসেবে আমাদের মগজে ঢুকিয়ে দিয়েছে।পাল্টে দিয়েছে সুন্দরতম এ শব্দটার অর্থ।আমরাও ছুটে চলছি তাদের দেখানো পথে।করুণ পরিণতি বয়ে আনছি রাষ্ট্র,সমাজ,পরিবার ও নিজের জীবনের।যে পরিণতিটা বহু আগেই পশ্চিমা বিশ্বে কাল হয়ে দেখা দিয়েছে,ধ্বংস করে দিয়েছে তাদের পরিবার,সমাজ ও প্রিয় মানুষগুলোকে.
আজ তাঁদের দেখানো সে পথে হেঁটেই প্রতিনিয়ত পা বাড়াচ্ছি ধ্বংসের দিকে।এই সেই তথাকথিত প্রেম যার ফলাফলস্বরূপ প্রতিনিয়ত খুন,ধর্ষন,রাহাজারি আর ডাস্টবিনে পড়ে থাকা ভ্রুণের আর্তনাদ শোনা যায়!

প্রেম,সে তো মোর সারাজীবনের আরাধনা,প্রেম ছাড়া জীবনের কোনো মানে হয়!?

এই ধারণা নিয়ে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে সমাজ।সমাজের ভ্রুক্ষেপহীন এই মহামারির ভ্যাক্সিন হিসেবে লস্ট মডেস্টি নিয়ে এসেছে তাদের দ্বিতীয় বই-'আকাশের ওপারে আকাশ!'
প্রেমের নামে জীবন ধ্বংসকারী এ মহামারি থেকে বাঁচতে হলে,নিজের বিবেকের টনক নড়াতে হলে পড়তে হবে বইটি।
.
আকুতি: হে ভাই/বোন,জীবনের ভুল সংজ্ঞাকে সঙ্গী করে ভুল পথে হাঁটতে হাঁটতে তুমি চলে যাচ্ছ দূষিত সাগরের অতল গভীরে।বোধোদয় হচ্ছে না তোমার।চোখের ওপরের আস্তরণটা দিয়ে ধূসর আকাশটা দেখছো তুমি!
আস্তরণটা সরিয়ে দ্যাখোই না ধূসর মেঘাচ্ছন্ন আকাশের ওপারে আরো একটা আকাশ আছে।সে আকাশ অনন্ত সুখের বার্তা দেয়,দেখিয়ে দেয় জীবনকে সুন্দর করে তোলবার পথটাও....
তবে আর দেরি কেন?
ভুল আর ভ্রান্তির বেড়াজালে বন্দী তুমি জাল ছিড়ে বেরোবার শেষ চেষ্টাটা করেই দ্যাখো না।
প্রকৃত অর্থে মুক্ত ও স্বাধীন জীবনের স্বাদটা পেয়েই দ্যাখো না এতদিন পরাধীনতার জালটা কি কুৎসিত ছিল!
প্রিয় বন্ধু আমার,আকাশের ওপারের আকাশটা দেখার আমন্ত্রণ রইল তোমার প্রতি!
যাপিত জীবনের মহাপ্রলয় হতে তোমার হাতেই হোক অনুপম উত্থান.....

.

বই:'আকাশের ওপারে আকাশ
লেখক: Lost Modesty টিম
সম্পাদক: Asif Adnan
প্রকাশক: Ilmhouse Publication
মুদ্রিত মূল্য:২৮০ টাকা মাত্র।

পরিশেষে: কতশত আজগুবি গল্পে মোড়ানো বই-ই তো আমরা পড়ি।বাস্তবতার মুখোমুখি হতে এই বইটা কি কেনা যায় না? বই-টা নিজে পড়ুন,আশেপাশে থাকা উঠতি বয়সের ছেলে-মেয়েকে উপহার দিন,সামর্থ্য অনুযায়ী যতজনকে পারা যায়।পড়া হয়ে গেলে অন্যকে পড়তে দিন।ধ্বংসের পথ থেকে ফিরে আসার জাগরণ-টা আপনার-আমার হাত ধরেই আসবে,ইন শা আল্লাহ!
Profile Image for Shaheen Alam.
1 review
March 14, 2025
'আকাশের ওপারে আকাশ' বইয়ে মূলত কিছু ভয়ংকর বাস্তবতার কথা তুলে ধরা হয়েছে। আমরা যে জিনিসটাকে 'প্রেম' বলি সেটা আদতে আমাদের কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে। সাথে তুলে ধরা হয়েছে অসংখ্য পরিসংখ্যান। যেমন ধরেন বাংলাদেশে অবিবাহিত গর্ভপাতের হার, প্রেমের নামে ধর্ষণ, কিংবা প্রেমের নামে নগ্ন ছবি নিয়ে ব্লাকমেইল আরো কত কী! প্রত্যেকটা পরিসংখ্যানই ভয়াবহ রকমের। বইটা পড়ে প্রশ্ন আসতে পারে আসলেই কি আমাদের সমাজ এমন? সহজ উত্তর আসলেই এমন। বইটা শুধু পরিসংখ্যান দিয়ে ভর্তি না। এর সাথে তুলে ধরা হয়েছে একজন নারী-পুরূষের জৈবিক সম্পর্কের রোড ম্যাপ। একটা মানুষ কীভাবে একে অপরের প্রতি আকৃষ্ট হয়। কীভাবে একটা সম্পর্ক এগিয়ে যায়। এবং এট দ্য লাস্ট স্টেজ এই সম্পর্কের পরিণতি কী! সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে লস্ট মডেস্টি এই বইয়ে প্রেমের প্রত্যেকটা পর্যায়ে কীভাবে নিজেকে ঠিক রাখতে পারি তার বিশদ আলোচনা করেছে। যেমন ধরেন আমার একটা মেয়েকে ভালো লাগে এখন আমার পদক্ষেপ কীরকম হতে পারে? কিংবা সম্পর্কে চলছে এই পর্যায়ে আমার পদক্ষেপ কী হতে পারে? কিংবা সম্পর্ক ভেঙ্গে গেছে এই পর্যায়ে আমার পদক্ষেপ কী হতে পারে? কিংবা সম্পর্ক ভাঙ্গার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনা মরে যেতে ইচ্ছে করে, তার কাছে ফিরে যেতে ইচ্ছে করে এখন আমার পদক্ষেপ কেমন হতে পারে? এই বই আমাদের সমাজের পর্দার ওপারে কী হয় তা একদম স্পষ্টভাবে তুলে ধরেছে। আমাদের সামনে নাটক-উপন্যাস-মুভি-সিরিয়ালের মাধ্যমে যে পবিত্র প্রেম তুলে ধরা হয়? তা কি আসলেই পবিত্র? এই ব্যাপারেই করা হয়েছে বিশদ আলোচনা। এইই শেষ নয় একজন বন্ধু, ভাই, বাবা-মা হিসেবে এই নষ্ট কালচার প্রতিরোধে আমার করণীয় কী হতে পারে? এই সম্পর্কেও লস্ট মডেস্টি বেশ পারদর্শীতা দেখিয়েছে। সবশেষে, বলতে পারি এই বই এমন একটা জগতের পরিচয় করিয়ে যা আমাদের অতি কাছে। কিন্তু, সেই জগৎকে আমরা দেখিনা। কারণ, এই জগৎ পর্দার ওপারের জগৎ। এই জগৎ বিভীষিকার জগৎ। ১০০% রিকমান্ডেড!
Profile Image for Zaria Zahra.
3 reviews
August 21, 2025
Is there any possible way of giving this 1 more star?Cause,it really deserves. I wish i could make people read this book!Especially, teenagers.Every teen should read this book.I feel really bad for some people.Seen people wasting their lives.It felt really bad though.
(Life is once!)We are here for a very short time.It gives me chill to think that how busy we have become with this temporary life.How we are fogetting that akhirah is our destiny! This earth and our life is temporary. We will DIE inevitability!Sooner or later.If we just try to imagine about how long hereafter is(which is of course beyond our capability)this earth is kind of worthless.This dunya is a complete test and full of illusions.
Especially these days most of us are becoming delusional.Reason could be the type of content we are consuming.It feels overwhelming sometimes.Just know that you are not alone.Feel grateful that allah has given you the sense to understand stuff.If you are a teen reading this than you are really mature.Hey,stranger!Let's do something meaningful with our lives.
May allah grant us the ability to become better muslims, perform good things in this life and grant us jannah!Amin.
Profile Image for Nafis Ahammed.
12 reviews
March 15, 2024
‌নিঃস‌ন্দে‌হে ৫ তারা দেওয়ার ম‌তো বই৷ বর্তমান প্রজন্ম অ‌বৈধ প্রে‌মে মত্ত হ‌য়ে‌ আ‌ছে৷ সেটার প্র‌তিকারস্বরূপ বইটা বি‌বেচিত হ‌তে পা‌রে৷ বর্তমান সমা‌জে প্রচ‌লিত তথাক‌থিত প্রেম এবং অবাধ যৌনতা এক‌টি অ‌গ্নি শিখার ম‌তো৷ মানব ও মানবীরা পোকামাক‌ড়ের ম‌তো ছু‌টে যা‌চ্ছে সেই আগু‌নের দি‌কে৷ মর‌ছেও (ক্ষ‌তিগ্রস্ত) দ‌লে দ‌লে৷ এই হারাম রি‌লেশন‌শিপ ব্য‌ক্তি, প‌রিবার, সমাজ সর্বোপ‌রি সব প‌ক্ষের জন্যই অ‌ভিশাপস্বরূপ৷ ক্ষ‌তির কারণ৷ বইটি নি‌জে পড়ুন ও অন্য‌কেও উপহার দিন৷ কা‌জে আস‌বে৷
Profile Image for Abdullah.
10 reviews
February 26, 2024
অনেক ভালো এবং তথ্যবহুল একটা বই। কথিত প্রেমভালবাসা যে কতটা ভয়াবহ হতে পারে (ধর্মীয় দিক থেকে, সামাজিক দিক থেকে ইত্যাদি) তার অনেক সুন্দর আলোচনা আছে।

প্রেমে পড়ার আগে প্রত্যেক মুসলমানের উচিত বইটা একবার পড়া। পড়ে সিদ্ধান্ত নেওয়া কোন দিকে যাবো এবার।

"হালালে আরাম আছে" এমন একটা বাক্য ছোটোবেলা থেকেই শুনে আসছিলাম। এই বইটা অনেকটা সেটারই বহিঃপ্রকাশ।
Profile Image for S I Mithila.
9 reviews1 follower
July 25, 2023
অনেক উপকারী একটা বই। সবার একবার হলেও পড়া উচিত। লস্ট মডেস্টি টিমের প্রতিটা কাজ প্রশংসনীয়❤️
Profile Image for S. M. Hasan.
162 reviews
December 25, 2023
প্রত্যেক কিশোর, তরুণের দৈনিক ঘুমানো যেমন জরুরি তেমনি এই বইটি পড়াও জরুরি। প্রেম, ভালোবাসা, হতাশা, ক্রোধ....এসব আবেগের ওপর চপেটাঘাত করা হয়েছে সুন্দরভাবে বর্ণণা, ব্যাখ্যার মাধ্যমে, যুক্তি দিয়ে।
Profile Image for Afifa Khan.
37 reviews2 followers
November 10, 2024
প্রত্যেক যুবক- যুবতীদের জন্য অবশ্যপাঠ্য একটি বই💯
7 reviews
January 15, 2025
বর্তমান পরিস্থিতি অনুযায়ী সকলের বই টা এক বার হলে ও পড়া উচিত।
Profile Image for Shakib Shahriare.
5 reviews1 follower
March 30, 2023
বইঃ আকাশের ওপারে আকাশ
লস্ট মডেস্টি।

বর্তমান তথ্য প্রযুক্তি ও তথাকথিত আধুনিকায়নের যুগে আমাদের পরিবার এবং বন্ধনগুলো ঠুনকো হয়ে গেছে। হারাম রিলেশন বা প্রেম এখন মহামারি রূপ নিয়েছে এবং এর ফলে তরূন-তরূণদের মধ্যে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও অনেক বেড়ে গেছে। এর অন্যতম একটা কারণ হলো তথাকথিত ❝কাছে আসার গল্পগুলো❞ শুধু কাছে আসা টাই দেখায় তার পরের পরিণতি টা দেখায় না ফলশ্রুতিতে তরূণ প্রজন্ম একটা ফ্যান্টাসিতে থাকে। এই মহামারি প্রতিরোধের জন্য ❝লস্ট মডেস্টি❞ টিমের এক প্রচেষ্টার নাম ❝আকাশের ওপারে আকাশ❞

আপনার মনে হতে পারে যে কেনো পড়বো এই বই, বই পড়লেই কি সব কিছু হয়?
আমি বলবো কি নেই এতে। আপনি একবার বইটা পড়েই দেখুন।

একনজরে বইয়ের বিষয়বস্তুসমূহঃ

হারাম রিলেশন এর সূত্রপাত,
এর কিছু পরিণতি (রেফারেন্স সহ),
বেরিয়ে আসার উপায়।
কুরআন হাদিস থেকে আলোচনা।
বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার আর্টিকেল সমূহ।
রিলেশন এ না জড়ানো এবং ব্রেকআপ এর পরবর্তী
সময়ে পিতা-মাতার করণীয় সমূহ।
বন্ধুবান্ধব এর করণীয় সমূহ।
ব্রেকআপ পরবর্তী সময়ে আত্মঘাতী সিদ্ধান্ত না নেয়ার
জন্য মোটিভেশান এবং হালাল উপায় অর্থাৎ বিয়ে
নিয়েও আলোকপাত করা হয়েছে।

বর্তমানে প্রেক্ষাপটে সবার জন্য মাস্টরিড একটি বই।

❝চলো, আমরা আবার উঠে দাঁড়াই। সমাজকে পথ দেখাই তাওহীদের মশাল জ্বেলে। কলুষিত এই সমাজটাকে শেখাই শুভ্রতার ব্যাকরণ।❞
Profile Image for Md. Emdadul  Islam.
12 reviews
May 25, 2023
বইঃ আকাশের ওপারে আকাশ
✍️.. লস্ট মডেস্টি।
•হারাম, প্রেম ভালোবাসা থেকে বিরত থাকার জন্য এই বইটি পড়া উচিত।আর যারা হারাম রিলেশনশিপ করে ছ্যাকা খাইছেন জীবন ধ্বংস হয়ে যাচ্ছে তারা এই অবস্থা থেকে মুক্তি পেতে বই সহায়ক হতে পারে।

•একনজরে বইয়ের বিষয়বস্তুসমূহঃ
-হারাম রিলেশন এর সূত্রপাত
-এর কিছু পরিণতি (রেফারেন্স সহ), বেরিয়ে আসার উপায়। সময়ে পিতা-মাতার করণীয় সমূহ। ব্রেকআপ পরবর্তী সময়ে আত্মঘাতী সিদ্ধান্ত না নেয়ার জন্য মোটিভেশান এবং হালাল উপায় অর্থাৎ বিয়ে নিয়েও আলোকপাত করা হয়েছে।
-কুরআন হাদিস থেকে আলোচনা। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার আর্টিকেল সমূহ ।
-রিলেশন এ না জড়ানো এবং ব্রেকআপ এর পরবর্তী বন্ধুবান্ধব এর করণীয় সমূহ।

•বর্তমানে প্রেক্ষাপটে সবার জন্য মাস্টাপিস একটি বই।
Profile Image for Aiyan Ollie.
4 reviews2 followers
November 10, 2024
সংক্ষেপে বলতে গেলে বইটিতে বর্তমান প্রজন্মের হারাম সম্পর্কের ডার্ক সাইডটি উল্লেখ করা হইয়েছে। বইটি পড়তে পারেন অনেক তরুণ প্রজন্মকে সতর্ক করার জন্য এই বইটিই যথেষ্ট।
Displaying 1 - 18 of 18 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.