সুমিত বর্ধনের এক ডজন বাছাই করা কল্পবিজ্ঞান কাহিনির সংকলন। মনস্ক পাঠকের জন্য নির্বাচিত এই গল্পগুলি টাইম প্যারাডক্স থেকে কল্প-ইতিহাস, আর অল্টারনেট রিয়েলিটি থেকে স্পেস অপেরা, কল্পবিজ্ঞানের ভিন্ন ভিন্ন জনরাকে আশ্রয় করে যেমন কখনও ছুঁয়েছে জীবনানন্দের কবিতা আর হুতোমের গদ্য, তেমনই আবার কখনও স্পর্শ করেছে কাম্যুর দর্শন আর রিচার্ড ডকিন্সের বিজ্ঞান। একবিংশ শতাব্দীতে বাংলা কল্পবিজ্ঞানের ফিনিক্সের মতো অগ্নিময়, সগর্জ পুনর্জাগরণের সপক্ষে এই বারোটি গল্প বারোটি বলিষ্ঠ, সচেতন পদক্ষেপ।
এপার বাংলায় কল্পবিজ্ঞান আজও তথাকথিত মূলস্রোতের পত্রপত্রিকার চোখে নিতান্তই উপেক্ষণীয়। তবুও, এপার বাংলায় বিজ্ঞান, দর্শন, কালচেতনা এবং মনস্তত্ত্ব মিশিয়ে সত্যিকারের কল্পবিজ্ঞান লেখার দুঃসাহস যেক'জন দেখান, তাঁদের মধ্যে সবচেয়ে উপরে থাকবে সুমিত বর্ধনের নাম। বিভিন্ন পত্রিকায় নানা সময়ে তাঁর যে-সব লেখা প্রকাশিত হয়েছে, তাদেরই মধ্য থেকে বেছে নেওয়া বারোটি কাহিনি স্থান পেয়েছে এই বইটিতে। তারা হল~ ১. বিবর্তন; ২. দ্রোহ; ৩. ভূষণ্ডী কাগের নক্শা; ৪. অনবচ্ছিন্ন; ৫. যুগলবন্দি; ৬. কবিতা; ৭. ক্যানভাস; ৮. নিউ বেঙ্গল; ৯.বোধিবিহার; ১০. শিশুশিক্ষা; ১১. দূরে বহু দূরে স্বপ্নলোকে; ১২. নিলু। যদি আপনি এই গল্পগুলো আগে পড়ে থাকেন, তাহলে আপনি যে আবার দু'মলাটের মাঝে এদের পড়তে চাইবেন— সে-ও একাধিকবার— তাই নিয়ে আমার মনে বিন্দুমাত্র সংশয় নেই। আর যদি এগুলো এযাবৎ আপনার না-পড়া হয়ে থাকে, তাহলে এদের নিয়ে সংক্ষেপে কিছু বলে আপনাদের বিস্ময়, মুগ্ধতা, ক্ষেত্রবিশেষে শিহরনের অনুভূতিকে প্রভাবিত করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। ব্যক্তিগতভাবে দুটো কথাই বলতে পারি এদের নিয়ে। প্রথমত, লেখনী এবং ভাবনা নিয়ে নতুন করে কিছু লেখা নিতান্তই বাতুলতা। সামগ্রিকভাবে বলি, বাংলায় যে এমন বিশ্বমানের কল্পবিজ্ঞান লেখা হয়— এটুকু ভেবেই আমার গর্ব হয়। দ্বিতীয়ত, কীভাবে আপাতদৃষ্টিতে বহু-ব্যবহৃত ট্রোপকে সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ বাঙালি চেহারায় সাজিয়ে তুলতে হয়— তা এই লেখাগুলো থেকে শেখা যায়। অবশ্য এ-সব শেখার মতো ক্ষমতা আমার নেই। যদি কারও থাকে তাহলে তাঁর উচিত এটিকে ম্যানুয়ালের মতো করে খুঁটিয়ে পড়া। তবে হ্যাঁ, তার আগে গল্পগুলোর রসাস্বাদন করতে ভুলবেন না। বইটির ছাপা ও বাঁধাই দারুণ। বানান শুদ্ধ। মিডজার্নি এ.আই ব্যবহার করে সৃষ্ট অলংকরণগুলো যেমন লাগসই, তেমনই অভিনব। হ্যাঁ, বাংলায় এটিই প্রথম বই যার সবক'টি অলংকরণ লেখক ও মিডজার্নির দ্বারাই সৃষ্ট। প্রচ্ছদেও রয়েছে সেই ভাবনারই প্রকাশ। রোবটের চোখে জল, ভূত-বনাম-ভিনগ্রহী— এইসব বালখিল্য ভাবনার বাইরে, খাঁটি বাংলা এবং সার্থক কল্পবিজ্ঞান পড়তে চাইলে অতি-অতি অবশ্যই এই বইটি পড়ার পরামর্শ দেব।