Jump to ratings and reviews
Rate this book

পারমাণবিক বিদ্যুৎ: বাংলাদেশে রূপপুর প্রকল্প ও বিশ্ব অভিজ্ঞতা

Rate this book
এই গ্রন্থের আলোচ্য বিষয় পারমাণবিক বিদ্যুৎ, এটি বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক হলেও প্রায় অনালোচিত। পাকিস্তান আমলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার জন্য রূপপুরে জমি অধিগ্রহণ করা হয়, তখন বিশ্বজুড়ে এই প্রযুক্তির ব্যবহার ছিল উন্নয়ন সাফল্য ও গৌরবের বিষয়। কিন্তু এর প্রায় ৬০ বছর পর যখন এই প্রকল্প আরও বৃহদাকারে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, ততদিনে নানান বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে বিশ্বজুড়ে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পগুলো ভীতি ও উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনার সংকট, প্রকল্পের অতিব্যয়, ঘনবসতিপূর্ণ অঞ্চল ইত্যাদি প্রশ্ন তো আছেই, চেরনোবিল ও ফুকুশিমার কারণে পারমাণবিক বিদ্যুতের বহুমাত্রিক বিপদের ঝুঁকি এবং ভয়ংকর বিপর্যয় দেশে দেশে এর বিরুদ্ধে প্রবল জনমত তৈরি করেছে। পারমাণবিক বিদ্যুৎ বিষয়ে সর্বজনের অবগতি ও আলোচনার গুরুত্ব অনুভব করে এই গ্রন্থের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পারমাণবিক বিদ্যুৎ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশের ঋণনির্ভর পরনির্ভর এই প্রকল্পের প্রাসঙ্গিকতা, আর্থিক ও পরিবেশগত দিক, বর্জ্যসহ বিবিধ ঝুঁকি, জননিরাপত্তা ইত্যাদি পরীক্ষা করা হয়েছে। এতে লিখেছেন দেশ-বিদেশের বিশেষজ্ঞ, প্রকৌশলী, বিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজ বিশ্লেষক, গবেষক। এর মধ্যে কয়েকটি লেখা ইংরেজি থেকে অনুবাদ করা হয়েছে। লেখকদের মধ্যে আছেন - এম ভি রামানা, আশ্বিননকুমার, জিয়া মিয়া, এ রহমান, কামরুল হায়দার, এম হারুণ উজ জামান, মোশাহিদা সুলতানা, কল্লোল মোস্তফা, মওদুদ রহমান, দেবাশীষ সরকার, মাহবুব রুবাইয়াৎ, আবুল হাসান রুবেল ও সভেতলানা আলেক্সিয়েভিচ। এছাড়া বিশেষজ্ঞদের সংলাপও পরিশিষ্টে সংযোজন করা হয়েছে।

186 pages, Hardcover

Published February 22, 2023

2 people are currently reading
1 person want to read

About the author

Anu Muhammad

23 books13 followers
পুরো নাম আনু মুহাম্মদ আনিসুর রহমান হলেও আনু মুহাম্মদ নামেই অধিক পরিচিত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক। ঢাকায় লেখাপড়া শেষ করে ১৯৮২ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেন। এছাড়া একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগেও শিক্ষকতা করেছেন। শিক্ষকতার পাশাপাশি বিশ্বব্যাপী শোষণ, বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য বিরোধী তত্ত্বচর্চ‍া ও লড়াইয়ে সক্রিয় অংশ নেন। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে জনগণের মালিকানা প্রতিষ্ঠার আন্দোলনসহ যে কোন প্রকার নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব। বাংলাদেশে মার্কসীয় অর্থনীতি ও রাজনৈতিক অর্থনীতি সংক্রান্ত আলোচনায় তিনি সবচেয়ে পরিচিত লেখক।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.