Jump to ratings and reviews
Rate this book

পথে নেমে পথ খোঁজা

Rate this book
প্রথাবদ্ধ আত্মজৈবনিক নয়, আবার জীবনেরই কথ্যরূপ- যা আলো-অন্ধকারের পথ মাড়িয়ে সত্যের স্বরূপ সন্ধান। এমনিতেই মঞ্জু সরকারের জীবনকর্ম বিপুল বৈচিত্র্যময়। প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে তাঁর ব্যক্তিক শিক্ষা ও অভিজ্ঞতার বহর বিস্তর। তিনি কথাসাহিত্যিক, খ্যাতির ঝুড়িতে সঞ্চয়ও কম নয়। এই লেখার জন্যই তিনি মা-বাবা, জ্ঞাতিকুটুম ও ভিটেমাটি ছেড়ে পথে নামেন- মঙ্গাপীড়িত রংপুর থেকে ঢাকায় আসেন। সম্বলহীন স্বজনবিচ্ছিন্ন তিনি সারাদিন জীবিকার জন্য দ্বারে দ্বারে ঘুরে, লেখার উপকরণ খুঁজে, লেখা প্রকাশের জন্যে পত্রিকা অফিসে ধরণা দিয়ে- রাত কাটান ফুটপাথে, প্লাটফর্মে কিংবা মসজিদ প্রাঙ্গণে। প্রতুল শ্রমনিষ্ঠা ও মেধাচর্চার কারণে তিনি কাঙ্ক্ষিত পথ খুঁজে পান, সফল সাহিত্যিকদের কাতারে দাঁড়াতে সক্ষম হন। কোথাও অতিরঞ্জন নেই, আছে সত্যের শৈল্পিক প্রকাশ- যা তথ্যনির্ভর ও মনোমুগ্ধকর। শিল্প-সাহিত্য-সংস্কৃতির সাথে সংশ্লিষ্টদের তো বটেই, জীবন-সমাজ-ইতিহাস-দর্শন-প্রযুক্তিকে বোঝার জন্যেও বইটি পড়া জরুরি। ‘পথে নেমে পথ খোঁজা’ এমন একটি বই অনবদ্য গ্রন্থ, যার বিষয় বা রচনাশৈলী মুখে বলে বা লিখে পূর্ণ প্রকাশ করা অসম্ভব। পাঠক কেবল নিজে পড়েই এর অমৃতস্বাদ পেতে পারেন।

232 pages, Hardcover

First published February 1, 2023

2 people want to read

About the author

Manju Sarkar

43 books1 follower
মঞ্জু সরকার (Manju Sarkar) বাংলাদেশের বিশিষ্ট কথাশিল্পী, গল্পকার ও উপন্যাসিক। মঞ্জু সরকারের জন্ম ১ সেপ্টেম্বর, ১৯৫৩, রংপুরে। একাডেমিক শিক্ষা রংপুরের কৈলাশ রঞ্জন হাই স্কুল ও কারমাইকেল কলেজে। পেশাগত জীবনে জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রকাশনা কর্মকর্তা হিসেবে স্বেচ্ছা অবসর গ্রহণের পর, দৈনিক আমার দেশ এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদকীয় বিভাগে দশ বছর সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন। বর্তমানে স্বাধীন ও সার্বক্ষণিক লেখক। গল্প, উপন্যাস ছাড়াও বেশ কিছু শিশু-কিশোর গ্রন্থের প্রণেতা। এ যাবত প্রকাশিত গ্রন্থসংখ্যা অর্ধ শতাধিক। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি, ফিলিপস, আলাওল, বগুড়া লেখক চক্র ও ব্যাংক সাহিত্য পুরস্কার। শিশু-কিশোর গ্রন্থের জন্য পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রাম’-এর অনারারি ফেলোশিপ প্রাপ্তি উপলক্ষে তিনমাস রেসিডেন্সি প্রোগ্রামে অংশ নিয়েছেন।

উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে: অবিনাশী আয়োজন, উচ্ছেদ উচ্ছেদ খেলা, রূপান্তরের গল্পগাথা, মঙ্গকালের মানুষ, তমস, নগ্ন আগন্তুক, প্রতিমা উপাখ্যান।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
1 (100%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Shadin Pranto.
1,484 reviews564 followers
May 25, 2025
কথাসাহিত্যিক মঞ্জু সরকারের লেখার সঙ্গে পহেলাবার মোলাকাত 'পথে নেমে পথ খোঁজা'র মাধ্যমে। অনেকটাই আত্মজৈবনিক ধাঁচের লেখা। গদ্য যথেষ্ট মধুর। পড়তে ভালো লাগে।

উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের সন্তান মঞ্জু সরকার। লেখক হওয়ার জবরদস্ত ইচ্ছে তার। সেই ইচ্ছের তাড়নাতেই ঢাকার এলেন। চার দশকের বেশি সময় আগে ঢাকার স্বচ্ছ বর্ণনা দিয়েছেন মঞ্জু সরকার। লেখক হওয়া দুরস্ত, জান বাঁচানোই দায়। ক্ষুন্নিবৃত্তিটুকু করার সামর্থ্য নেই। এমনই এক তরুণের লেখক হওয়ার সংগ্রামের কাহিনি পাঠককে শুনিয়েছেন মঞ্জু সরকার।

অসামান্য কোনো লেখা নয়। তবুও বইটা বেশ ভালো। মঞ্জু সরকার সত্যিই চমৎকার লেখেন। যাঁরা মঞ্জু সরকারের লেখা পড়েননি, তারা পড়তে পারেন। আর, যাঁরা মঞ্জু সরকারের পাঠক, তাঁরা তো পড়বেনই।

আগামী প্রকাশনীর প্রায় আড়াই শ পাতার বইটির গায়ের দাম ছয় শ টাকা। হাতের নাগালে নয়। তাই দামের বিবেচনা করলে তুলনামূলক পোষায় কম।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.