স্বাধীনতার পর ভারতের রাজনীতি নিয়ে বাংলায় স্বচ্ছ ও তথ্যনিষ্ঠ বইপত্রের অভাব আছে৷ সাম্প্রতিক কালে সমৃদ্ধ দত্তের মতো এক পোড়খাওয়া সাংবাদিক বেশ কিছু বই লিখে নানা ঘটনা, বিতর্ক ও ব্যক্তিত্বকে নিয়ে আলোচনার সুযোগ করে দিয়েছেন। সেই ধারাতেই এসেছে এই বইটি। জঘন্য বাঁধাইয়ে লাঞ্ছিত এবং সূচিপত্র-হীন এই বইয়ে 'প্রাককথন'-এর পর যে-সব ব্যক্তিত্বের কথা এসেছে তাঁরা হলেন~ ১. রাজনীতির মহানায়িকা ইন্দিরা গান্ধি; ২. রাজনৈতিক চাণক্য প্রণব মুখোপাধ্যায়; ৩. স্বপ্নের সওদাগর নরেন্দ্র মোদি; ৪. গলি থেকে রাজপথ মমতা বন্দ্যোপাধ্যায়; ৫. সিলেবাস সনাতনী সুষমা স্বরাজ; ৬. একাকিনী রহস্যময়ী সোনিয়া গান্ধি; ৭. নিঃসঙ্গ রাজপুত্র রাহুল গান্ধি; ৮. ছায়াময়ী প্রিয়াংকা গান্ধি। নামের তালিকা থেকে বুঝতেই পারছেন, লেখক কংগ্রেসের একরকম ফ্যানবয় হিসেবেই এই ব্যক্তিত্বদের বেছে নিয়েছেন। প্রকাশের পরের প্রায় সাড়ে চার বছরে বইটা অনেকাংশে তামাদিও হয়ে পড়েছে এই দৃষ্টিভঙ্গির ফলে। তবু, রাজনৈতিক আলোচনার মাধ্যমে চায়ের পেয়ালায় তুফান তুলতে চাইলে এই বইটা থেকে কিছু রসদ পাওয়া যাবে।