সহজ ভাষায়, বুদ্ধিদীপ্ত ও পরিমিত লেখনীর সাহায্যে রচিত দশটি রহস্য গল্প স্থান পেয়েছে এই বইয়ে।
গল্পগুলো হল~
১. আকাশ থেকে পড়া;
২. যুডাস;
৩. হাত দেখা;
৪. বাঁয়ে হাত কা খেল;
৫. হাফ চকোলেট;
৬. লোভ;
৭. ঘোলাটে জল;
৮. যাহা চাই...
৯. ফেসবুক ফ্রেন্ড;
১০. রেস্টুরেন্টে রক্তপাত।
গল্পগুলোতে ষড়রিপুর, বিশেষত প্রথম রিপুর সদর্প চলনের জন্যই এরা প্রাপ্তমনস্ক পাঠকের দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করবে। তবে এতে পুলিশি তদন্ত দেখার সুযোগ থাকলেও, বিশেষত রহস্যভেদী অবিনাশ রায়ের ব্যক্তিগত জীবন এবং তাঁর ও সহকারী প্রদ্যোতের যুগলবন্দি দেখে ভালো লাগলেও পাঠকের মস্তিষ্ক প্রয়োগের সুযোগ তেমন নেই। হয় কিছু ক্লু তার নজরের বাইরেই থেকে যায়, নয়তো ঘটনাটা সে অনেক আগেই বুঝে ফেলে।
বইটি বানান-ভুল ও নানা টাইপোতে আকীর্ণ, যা প্রকাশনার সুনামের সঙ্গে মোটেই মানানসই নয়। আগামী দিনে এগুলো সংশোধন করা হলেই ভালো। তবে প্রচ্ছদ, অলংকরণ এবং লে-আউটের দিক দিয়ে বইটি যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠেছে।
রহস্যকাহিনির অনুরাগী হলে এই বইটি পড়তেই পারেন। খুব খারাপ লাগবে না।