নীল আর বুলু চকলেট ফ্যাক্টরি দেখতে মামার সাথে জীবনে প্রথমবারের মতো শহরে যায়। শহরে প্রথমদিনেই ওদের বন্ধুত্ব হয় মানিকজোড় কবি আর রনির সাথে। নীল হঠাৎ জানতে পারে চকলেট ফ্যাক্টরি থেকে পাঠানো চকলেটের চালান অদ্ভুত উপায়ে চুরি হয়ে যাচ্ছে। মামা খুবই চিন্তিত হয়ে পড়েছে চুরির কারনে। ও সিদ্ধান্ত নেয় যে করেই হোক এই চুরি ঠেকাবে এবং চোরদের ধরবে। অতঃপর বন্ধুদের নিয়ে শুরু হয় ওর নানাবিধ অভিযান। বিভিন্ন ঘাত প্রতিঘাত শেষে ওরা যখন চোর ধরার চুড়ান্ত পর্যায়ে তখনই ঘটে যায় ভয়ংকর বিপর্যয়। এমন অবস্থা হয় যে চোর ধরবে কি প্রাণ বাঁচানোই দায়! তাহলে কে হাসবে শেষ হাসি? নীল ও তার বন্ধুরা নাকি চোরেরা?