Jump to ratings and reviews
Rate this book

ঋজুদা #8

ঋজুদার সঙ্গে জঙ্গলে

Rate this book
বন-জঙ্গল এবং শিকার নিয়ে বাংলা সাহিত্যে যত কিশোরপাঠ্য উপন্যাস লেখা হয়েছে তার অধিকাংশই কোনও-না-কোনও পরিণতবয়স্ক মানুষের অভিজ্ঞতার বর্ণনা। কিন্তু ‘ঋজুদার সঙ্গে জঙ্গলে’ সেদিক থেকে একটি বিশিষ্ট ব্যতিক্রম। এই উপন্যাসের কাহিনির কথক এক অনতিবয়সী কিশোর। রুদ্র তার নাম। ঋজুদার সঙ্গে শিকারে গিয়েছিল সে। গিয়েছিল জঙ্গলের ভিতরমহলের প্রত্যক্ষ অভিজ্ঞতার স্বাদ নিতে। সেই কিশোরটির মুগ্ধতা ও রোমাঞ্চ, বিস্ময় ও উত্তেজনা, অভিজ্ঞতা ও উপলব্ধির এক দারুণ বর্ণময় বিবরণ ‘ঋজুদার সঙ্গে জঙ্গলে।’ কাহিনির শেষে সেই কিশোরটি যেমন মনে মনে বলেছিল— ‘‘ঋজুদা, তোমার কাছে আমি বারবার আসব। এই জঙ্গলে, কি অন্য জঙ্গলে; কিন্তু জঙ্গলে। যে-কোনও জঙ্গলে।’’ পাঠকের মনেও সেই একই আকাঙ্ক্ষা প্রতিধ্বনিত হবে।

76 pages, Hardcover

First published April 1, 1973

1 person is currently reading
127 people want to read

About the author

Buddhadeb Guha

236 books238 followers
Buddhadeb Guha (Bengali: বুদ্ধদেব গুহ) is a popular Bengali fiction writer. He studied at the well-known St Xavier's College of the University of Calcutta.

His novels and short stories are characterized by their dreamy abstractness and romantic appeal. His essays reveal the soul of a true wanderer providing some of the most beautiful renditions of travel in Bengal. His love for forests and nature provide the background for many of his novels.

A highly successful chartered accountant by profession, and an accomplished musician, Guha is very urbane in his lifestyle. He was one of the first to create characters representing easy-going, upper middle-class modern Bengali families, whom readers could identify with, and that gave him instant popularity.

He is the recipient of many awards including Ananda Puraskar, 1976; Shiromani Puraskar; and Sharat Puraskar.

The Library of Congress has over fifty titles by him. His most famous novel, according to many, is Madhukori. It is considered a milestone in Bengali literature.
He is also the creator of Rijuda, an imaginary character who moves about in jungles with his sidekick Rudra. The jungles that he wrote about were mainly in Eastern India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
26 (25%)
4 stars
50 (49%)
3 stars
24 (23%)
2 stars
2 (1%)
1 star
0 (0%)
Displaying 1 - 15 of 15 reviews
Profile Image for Tiyas.
461 reviews126 followers
April 24, 2024
জঙ্গল ভালোবাসি, সেটা বুঝি। ঘুরতে যাওয়ার কথা উঠলে সবাই যখন পাহাড়-পাহাড় করে পাড়া মাথায় তোলে, তখন আমি একবার হলেও জঙ্গলের প্রসঙ্গ তুলি। পাহাড়িয়া মোমো ও সোয়েটার-কমফোর্টারের দাপটে, সে প্রস্তাব সাগ্রহে নাকচ হয় ঠিকই। তবে আমার জঙ্গলপ্রীতি হ্রাস পায় না কোনোদিনই। এদিকে দুঃখের কথা, শেষ কবে এক রাত্তির জঙ্গলে কাটিয়েছি মনে পড়ে না। গরুমারা-জলদাপাড়ার এত কাছে থেকেও, আমি সেরূপ জংলী নই, কতকটা বেশিই সভ্য, এখানেই আক্ষেপ।

মজার কথা, এতকিছুর মাঝেও, আমি এর আগে কোনোদিন ঋজুদা পড়িনি। কেনো পড়িনি? সেই সদুত্তর মিলবে আমার বইপড়ার হাতেখড়ি, আমার মাতৃদেবীর কাছে। উনি নিজে বরাবরই যাকে বলে বুদ্ধদেব গুহ-র ফ্যানগার্ল! তবে ঋজু বোসের নাম শুনলেই বেকে বসেন। আজ অবধি এই সিরিজের একটি বই পড়েও তিনি আনন্দ পান নি। অতএব অনেক কম বয়সেই, আমার কপালে "পৃথিবীতে আরো অনেক ভালো জিনিস আছে। এসব পড়ে কাজ নেই।"- বরাদ্দ হয়। এইযে আমি 'ঋজুদা সমগ্র ২' বাড়িতে স্মাগল করলুম, এটা স্রেফ বিদ্রোহ বই কিছু নয়।

যাই হোক, 'ঋজুদার সঙ্গে জঙ্গলে', এই বিতর্কিত চরিত্রের সর্বপ্রথম অভিযান। অভিযান বলছি ঠিকই, তবে এ জিনিস স্রেফ অভিযানমূলক কিশোর অ্যাডভেঞ্চার নয়। বরঞ্চ আরো বেশি কিছু। এবং এই বেশি কিছুর সন্ধানেই হয়তো আমি এই সিরিজের কাছে আবার ফিরে আসবো। উপন্যাসে বেশ কয়েকটি শিকার কাহিনী রয়েছে ঠিকই। তবে সেটা বইয়ের মুখ্য উপজীব্য নয়। লেখাটি অনেক সংযমী, অনেক বেশি গ্রাউন্ডেড। লেখাটির দ্বারা, লেখক যেন সর্বব্যাপী প্রকৃতি ও তার সুশ্রী সন্তানদের এক নিবিড় ঘনিষ্ঠতার ঘোষণা করেছেন। যা ভয়ংকর, যা সুন্দর, যা বেলাশেষে নেহাতই অনাড়ম্বর। কোন এক আদিম অকৃত্তিম নিয়মে বাঁধা পড়া, সভ্য ও অসভ্যের দুই ভিন্ন পৃথিবী।

চরিত্র হিসেবে, ঋজুদার সঙ্গে বুদ্ধদেব গুহর অন্যান্য পুরুষ হিরোদের যথেষ্ট সাদৃশ্য রয়েছে। হ্যান্ডসম, সুঠাম, স্বাস্থ্যকর। ভালো শিকারী। জ্ঞানী ও প্রকৃতপ্রেমি। দাদা হিসেবে নেহাতই মন্দ নয়। তরুণ রুদ্রর সাথে তার স্নেহশীল রসিকতা বেশ মনোরঞ্জক। তবে প্রশ্ন জাগে। রুদ্রকে হলুদ-বসন্ত পাখি চেনাতে গিয়ে, কোথাও গিয়ে কি ঋজুদা লেখকের আরেক বিখ্যাত ঋজু-চরিত্রের সঙ্গে এক বিন্দুতে মিশে যায়? রুদ্রের নয়নামাসির সঙ্গে টিকরপাড়ায় গিয়ে ঋজুর দেখা করাতে, কোন অব্যক্ত সম্পর্কের নির্বাক পরিণতির সন্ধান দেন লেখক? এই চরিত্রগুলোও কি আদতে লেখকের 'হলুদ বসন্ত'-র ছায়ায় গড়া? এর উত্তর আমার কাছে নেই। হে, সমস্ত বুদ্ধদেব গুহের একনিষ্ঠ পাঠক-পাঠিকা, আমি সাহায্যপ্রার্থী!

বেশ ক-বছর আগে, আমার পিসেমশাইয়ের বদানত্যায় রাতের বেলায় জিপে চড়ে জঙ্গলে ঢোকবার অনুমতি মেলে। আমি ঋজুদার ভাষায় ক্যালকেশিয়ান না হলেও, শহুরে তো বটেই। সে এক মস্ত অভিজ্ঞতা! সেবারে জলদাপাড়ায়, অত রাতে, সার্চলাইটের আলোয় একখানা পেল্লাই গন্ডারের দেখা পেয়েছিলাম। ঋজুদার সঙ্গে বেড়াতে বেরিয়ে, তাই এসব টুকরো ঘটনাই মাথায় ঘুরছে বারংবার। তা সে, মেধলা ওয়াচটাওয়ার থেকে দেখা সেই ঘরফেরতা বুনো বাইসনের দলটি হোক বা ধূপঝোরা ক্যাম্পসাইটে ভোররাতে ঐরাবতের পিঠে ভ্রমন। মনে পড়ছে, পেরিয়ার জাতীয় উদ্যানের রাস্তায় হঠাৎ দেখা সেই ম্যাজেস্টিক সম্বর হরিণ বা বড়শিংঘাটির কথাও!

সত্যি, আরো কত কিছুই যে দেখা বাকি। উদ্দেশ্যহীন জীবনে, এই জঙ্গলে আমায় ফিরতেই হবে। ফিরতে হবে মাতৃক্রোড়ে।

(৩/৫ || জুন, ২০২৩)
Profile Image for Aishu Rehman.
1,101 reviews1,079 followers
May 11, 2024
আমার মতো যেসমস্ত পাঠক শিকার আর জঙ্গল ভালোবাসে তাদের জন্য ঋজুদা আরেক ভালোবাসার নাম। ঋজুদার প্রথম বই, সেই ১৯৭৩ সালে লেখা যার মধ্যে এখনো একটা জাদু খুঁজে পাই। খুঁজে পাই রুদ্র হওয়ার সেই একমুঠো সুপ্ত বাসনা।
Profile Image for Harun Ahmed.
1,662 reviews421 followers
November 9, 2021
বাংলা গদ্যসাহিত্য মূলত আখ্যাননির্ভর।অনুভূতিপ্রধান লেখা দুর্লভ,শিশুকিশোর সাহিত্যে অনুভূতি বা সৌন্দর্যপ্রধান লেখা নেই বললেই চলে।না থাকার কারণে পড়ার অভ্যাসও নেই।অভ্যাস না থাকার কারণে প্রথমবার "ঋজুদার সঙ্গে জঙ্গলে" পড়ে আমার অনুভূতি ছিলো মিশ্র।দ্বিতীয়বার পড়ে মুগ্ধ হলাম।ঋজুদাকে নিয়ে লেখা প্রথম বইতে ঘটনা অবশ্যই আছে,আছে শিকারের কথাও।তবে এগুলো শুধু পার্শ্বগল্প।রুদ্র নামের এক কিশোর ঋজুদার সাথে ঘুরে ঘুরে কীভাবে অরণ্য,নির্জনতা,বৃক্ষ, ফুল,পাখির প্রেমে পড়লো -এ বইটি মূলত সেই আখ্যান।প্রকৃতি ও প্রকৃতিপ্রেমই এখানে মুখ্য।একটা কিশোরপাঠ্য বইয়ের ক্লাইম্যাক্স হচ্ছে অলস দুপুরে এক কিশোরের আশ্চর্য অনুভবের গল্প,প্রকৃতির কাছে নিজেকে সমর্পণের গল্প-ভাবা যায়?এই দলছুট ও অনন্য লেখাটির জন্য লেখকের প্রতি ভালোবাসা।
Profile Image for Shadin Pranto.
1,471 reviews560 followers
October 7, 2022
পহেলাবার ঝজুদা পড়লাম এবং এই ক্ষুদ্রকায়া বইটির মাধ্যমেই সত্তরের দশকের শুরুতে ঝজুদা'র আগমন। অনুপম কোনো সৃষ্টি নয়, গড়পড়তা। তবে, বন-জঙ্গলের পটভূমি লেখাকে বিশিষ্টতা দান করেছে।

বুদ্ধদেব গুহ বনকে ভালোবাসেন, চেনেন নিবিড়ভাবে। সেই মহব্বত ও জানাশোনা নিয়ে তৈরি করেছেন ঝজুদা চরিত্রটিকে। যে পেশায় একজন ঠিকাদার। কিন্তু বনবাসী মানুষসহ প্রতিটি জীবকে পছন্দ করে। প্রয়োজনে সংহার করে অত্যাচারী পশুকে।

ঝজুদার সঙ্গী কিশোর রুদ্র। অনেকটা তার জবানিতেই কাহিনি এগিয়েছে।

নিতান্তই পড়ার বই হাতে না থাকলে পড়তে পারেন।
Profile Image for Sutapa.
41 reviews
August 9, 2011
It's thrilling to be with Rijuda in Jungle.
Profile Image for Tanzil Saad.
95 reviews1 follower
August 14, 2024
জঙ্গলের সাথে কী এক আত্মীক সম্পর্ক আমার জানা নাই। জঙ্গলের সর্বোচ্চ কাছাকাছি যা আমি গিয়েছি তা হলো দাদাবাড়ীতে থাকা ছোট্ট এক শালবন। আমি বরাবরই বলি এসব প্রকৃতি ঘেঁষা লেখকরা হলো ভেলকিবাজ। এমন করে এরা বর্ণনা করবেন যা পড়ে তৃষ্ণার্ত মনে হাসফাস উঠে যায়। মনে হয়, না, এখানে যেতে না পারলে জীবনটাই বৃথা। মাঝে মাঝে মনে হয় এই জড়াগ্রস্ত জীবনযাপন ছেড়ে চলে যাই জঙ্গলে। ঘুরে বেড়াই বন্য প্রান্তরে। সে আর সম্ভব কই!

বাংলা সাহিত্যে অন্য সব দাদাদের চেয়ে খানিকটা লোকচক্ষুর অন্তরালে থেকে যাওয়া ঋজুদা'র সাথে আমার পরিচয় আরো আগেই ঘটেছে। ঋজুদা এমন এক জীবন লিড করেন যা অনেকটাই স্কুলের "তুমি বড় হলে কী হতে চাও" প্রশ্নের উত্���রের মত। ঋজুদা শিকারী মানুষ, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়ে কাঠের ঠিকাদারি করেন আর সময় পেলেই রাইফেল বাগিয়ে বন্য পশু শিকার করতে বেরিয়ে পড়েন। বুদ্ধদেব গুহ'র অনেক চরিত্রের মত এই চরিত্রও প্রকৃতিপ্রেমী। জঙ্গলের জংলী নিয়মে অভ্যস্ত। তবে তা মোটেও একঘেয়ে নয়। এই বইয়েই তার খানিকটা পরিচয় পাওয়া যায় যখন ঋজুদা আর রুদ্র যায় নয়নামাসীর বাড়িতে। কী এক ব্যর্থ প্রণয়ের অভিমানে ঋজুদার এই বন্য নির্বাসন কি? কে জানে? যাহোক, তার নিত্যসঙ্গী রুদ্র'র মাধ্যমে আমরা শুনে যাই ঋজুদার সকল অ্যাডভেঞ্চার।

"ঋজুদার সঙ্গে জঙ্গলে" বইটা আমার পড়া সেরা ঋজুদা গল্পগুলোর মাঝে পড়বে না জানি। নিনিকুমারীর বাঘ, রুআহা কিংবা গুগুনোগুম্বরের দেশে এর চেয়ে ঢের এগিয়ে থাকবে। তবে নিটোল এক হৃদয় উষ্ণকারী বই হিসেবে এটা পড়াই যায়। খানিকটা হলেও ক্যারিয়ার নামক বিষাক্ত সাপের ছোবলকে পাশ কাটিয়ে ঘুরে আসা যায় উড়িষ্যার বন্য প্রান্তরে। ছুটে বেড়ানো যায় পাহাড় থেকে পাহাড় চুড়ায় কিংবা বন্য কোন এক ঝর্ণার অজস্র ধারায়।

ঋজুদার অন্য গল্পগুলোর মতো কোন স্ট্রাকচার্ড গল্প এটা নয়। এই বইটায় ঠাই পেয়েছে কিছু বিচ্ছিন্ন শিকার কাহিনি। তবে এর মাঝে প্রকট হয়ে ফুটে উঠেছে বন্য সৌন্দর্যের বর্ণনা। আগেই বলেছি এসব লেখক ভেলকিবাজ। তিলকেও তালের বর্ণনায় মাতিয়ে দিতে পারেন। তাই তো বন্য পরিবেশের বর্ণনা পড়ে বুক চিড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কই? গোটা জীবনটা শেষ হয়ে যাচ্ছে তবু এসব কী কোনদিন চোখে পড়বে আমার? আমি যখন বনজঙ্গল দেখি তখন তো সারি সারি গাছগাছালি ছাড়া আর তো কিছুই চোখে পড়েনা। শহুরে বিষাক্ত পরিবেশে থাকতে থাকতে মনটা মরে গেছে কী? তাই বুঝি প্রকৃতিকে ধারণ করবার ক্ষমতা এই পাষাণ হৃদয় নিতে পারে না। আবার এই অপার সৌন্দর্যের বন্য প্রান্তরে যেতেও তো ভয়ে হাতপা ঠান্ডা হয়ে আসে। ঋজুদা হয়তো তাই বলেছে

পৃথিবীতে কোনো কিছুই অত সহজে আর তাড়াতাড়ি শেখা যায় না। অভিজ্ঞতার মাধ্যমে সাহসী হতেও সময় লাগে।

অভিজ্ঞতার পর যে সাহস আসে, সেটাই সাহস, আর বাহাদুরির নাম হঠকারিতা। সেটাকে বলা উচিত সস্তা দুঃসাহস। এইসব জঙ্গল এমন একটা স্টেজ, এখানে এমন এমন সব থিয়েটার হয়, এমন এমন সব চরিত্র অভিনীত হয় যে, এখানে কোনো কিছুই "স্টেজে মায়া" যায় না। রিহার্শাল না দিয়ে এখানে থিয়েটার করা বারণ।


তা তো বুঝলাম ঋজুবাবু কিন্তু এ কথা কী জীবনের প্রতিটা ক্ষেত্রেই একই নয়? জঙ্গলের কথা বলে জীবনমুখী শিক্ষা দিতে গেলেন কেন আপনি? নেহাত আপনাকে ভালোবাসি তাই কিছু বললাম না।

ঋজুদার সঙ্গে জঙ্গলে
বুদ্ধদেব গুহ
আনন্দ পাবলিশার্স
৭২ পৃষ্ঠা
Profile Image for Alok Datta.
25 reviews1 follower
June 2, 2020
**Warning: this text may contain spoilers** *গল্পের শুরুতেই উড়িষ্যার জঙ্গলের বর্ণনা ও সেখানকার বিভিন্ন উপজাতিদের কথা... সেদিন ঋজুদার সাথে জঙ্গলে দুটি ভাল্লুকের শিকার এবং তাদের মধ্যে একটির কবলে ঋজুদার গুরুতর আহত হয়ে পড়া...
কিছুদিন পর সুস্থ হয়ে ফিরলে স্থানীয় ডিম্বুলি গ্রাম থেকে আসা কয়েকজনের অভিযোগ শুনে তাদের ক্ষেত কে শুয়োরের উৎপাতের থেকে বাঁচাতে রাত্রিবেলা শুয়োর শিকার অভিযান....
যেখানে রুদ্র একই সাথে একটি শুয়োর এবং জীবনের প্রথম চিতাবাঘটি স্বীকার করে....

*কটক থেকে কাঠ নিয়ে অমৃত লাল এর আগমন এবং বছর তিরিশের অমৃতদার সাথে রুদ্রর সখ্যতার ব্যাখ্যা..

*এছাড়া আছে জঙ্গলের মনোরম পরিবেশে ঝরনায় স্নান করার আনন্দ, সাতটি পোষ্য কুকুর সা-রে-গা-মা-পা-ধা-নি এর কথা, আর তার সাথে নি এর কোনোক্রমে চিতা বাঘের কবলে প্রাণ হারানো থেকে পালিয়ে রক্ষা....

*টিকরপাড়াতে রুদ্রর নয়নামাসি এবং মেসোর সাথে দেখা করতে যাওয়া এবং ঋজুদার সাথে নয়নামাসির বিবাহপূর্ব প্রনয়ের হালকা আভাস...

*15 মাইল জঙ্গলের পথে হেঁটে পাহাড় মালভূমি পার করে গুহার ভিতরে অদ্ভুত সাদা আলোর সন্ধানে ঋজুদা রুদ্রের অভিযান.. সঙ্গী ছিল গ্রামের দুই ভাই শিবব ,ভিম...
Profile Image for Md Ishtiaque Yunus.
49 reviews
January 8, 2020
নাম শুনে হয়তো মনে হবে দারুণ কোন এডভেঞ্চারের গল্প। সেই সাথে থাকবে একদল লোভী মানুষ যাদের সাথে লড়াই হবে ঋজুদার। হ্যাঁ, এডভেঞ্চার থাকবে কিন্তু থাকবে না স্বার্থান্বেষী কিংবা বিশ্বাসঘাতক মানুষ। প্রকৃতির দারুণ বর্ণনা এবং অপরূপ সৌন্দর্য লেখনীতে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। পড়ে আমি মুগ্ধ।
92 reviews
March 22, 2024
বেশ সুন্দর একটা গল্প শেষ করলাম। রুদ্র চরিত্রটা বেশ সুন্দর। খুব অনুভূতিসম্পন্ন। তাই একটু আবেগীও। আরণ্যকের অনুভূতি আছে গল্পটার কাহিনী আর নির্মাণশৈলীতে। প্রকৃতি, পাখি এবং পশুদের বর্ণনা মোটামুটি ভালো লেগেছে।
17 reviews
April 1, 2020
জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়ার এক বই
Profile Image for Aditya.
37 reviews6 followers
May 15, 2024
এই বই পড়ার পর আপনার সত্যি সত্যিই ঋজুদার সাথে জঙ্গলে ঘুরতে ইচ্ছে করবে।
Displaying 1 - 15 of 15 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.