এই বইয়ে যেক'টি লেখা আছে, তার অধিকাংশই আমার সিরিয়াসলি খারাপ লেগেছে। একটি গল্প আমার পছন্দের (এবং 'বৃশ্চিক'-এর প্রথম খণ্ডে সম্পাদিত আকারে প্রকাশিত) হলেও এই বইয়ে সেটি এতটাই অগোছালো আকারে স্থান পেয়েছে যে পড়ে মাথা গরম হয়েছে। মাত্র তিনটি লেখা পড়ে লেখক সৌরভ চক্রবর্তী'র পুরোনো ফ্লেভার কিছুটা হলেও পাওয়া গেল৷ সেগুলো হল~ ১. শৌখিন রাত; ২. আস্তিক; ৩. সুইসাইড টাওয়ার। সামগ্রিকভাবে বইটা মোটেই তেমন জুতের লাগল না।
তো লেখক যেমন ভাবে লিখেছেন প্রথম পাপ সংকলন তাতে মনে আশা জাগে কিন্তু শেষ পর্যন্ত দেখি সেই ডার্ক ফ্যান্টাসি। তাও আবার নিম্নমানের। বই তার যে কটা গল্পঃ ভালো লেগেছে তারা আবার ডার্ক ফ্যান্টাসি নয়। প্রথম গল্পেই লেখক তাল কেটেছেন ( সৈকত মুখোপধ্যায়ের বই গুলোর ধরে কাছেও যায়না ) তবু লেখকের চেষ্টার জন্য 2 স্টার ( আর overhype করার জন্য এক স্টার কাটলাম )