Jump to ratings and reviews
Rate this book

হিমু #3

হিমু

Rate this book
হিমু আমার প্রিয় চরিত্রের একটি। যখন হিমুকে নিয়ে কিছু লিখি- নিজেকে হিমু মনে হয়, একধরণের ঘোর অনুভব করি। এই ব্যাপারটা অন্য কোনো লেখার সময় তেমন করে ঘটে না। হিমুকে নিয়ে আমার প্রথম লেখা ময়ূরাক্ষি। ময়ূরাক্ষি লেখার সময় ব্যাপারটা প্রথম লক্ষ করি। দ্বিতীয়বার লিখলাম দরজার ওপাশে। তখনো একই ব্যাপার। কেন এরকম হয়? মানুষ হিসেবে আমি যুক্তিবাদী। হিমুর যুক্তিহীন, রহস্যময় জগৎ একজন যুক্তিবাদীকে কেন আকর্ষণ করবে? আমার জানা নেই। যদি কখনো জানতে পারি- পাঠকদের জানাব।
হুমায়ূন আহমেদ
এলিফেন্ট রোড।

96 pages, Hardcover

First published February 1, 1993

121 people are currently reading
2348 people want to read

About the author

Humayun Ahmed

456 books2,916 followers
Humayun Ahmed (Bengali: হুমায়ূন আহমেদ; 13 November 1948 – 19 July 2012) was a Bangladeshi author, dramatist, screenwriter, playwright and filmmaker. He was the most famous and popular author, dramatist and filmmaker ever to grace the cultural world of Bangladesh since its independence in 1971. Dawn referred to him as the cultural legend of Bangladesh. Humayun started his journey to reach fame with the publication of his novel Nondito Noroke (In Blissful Hell) in 1972, which remains one of his most famous works. He wrote over 250 fiction and non-fiction books, all of which were bestsellers in Bangladesh, most of them were number one bestsellers of their respective years by a wide margin. In recognition to the works of Humayun, Times of India wrote, "Humayun was a custodian of the Bangladeshi literary culture whose contribution single-handedly shifted the capital of Bengali literature from Kolkata to Dhaka without any war or revolution." Ahmed's writing style was characterized as "Magic Realism." Sunil Gangopadhyay described him as the most popular writer in the Bengali language for a century and according to him, Ahmed was even more popular than Sarat Chandra Chattopadhyay. Ahmed's books have been the top sellers at the Ekushey Book Fair during every years of the 1990s and 2000s.

Early life:
Humayun Ahmed was born in Mohongonj, Netrokona, but his village home is Kutubpur, Mymensingh, Bangladesh (then East Pakistan). His father, Faizur Rahman Ahmed, a police officer and writer, was killed by Pakistani military during the liberation war of Bangladesh in 1971, and his mother is Ayesha Foyez. Humayun's younger brother, Muhammed Zafar Iqbal, a university professor, is also a very popular author of mostly science fiction genre and Children's Literature. Another brother, Ahsan Habib, the editor of Unmad, a cartoon magazine, and one of the most famous Cartoonist in the country.

Education and Early Career:
Ahmed went to schools in Sylhet, Comilla, Chittagong, Dinajpur and Bogra as his father lived in different places upon official assignment. Ahmed passed SSC exam from Bogra Zilla School in 1965. He stood second in the merit list in Rajshahi Education Board. He passed HSC exam from Dhaka College in 1967. He studied Chemistry in Dhaka University and earned BSc (Honors) and MSc with First Class distinction.

Upon graduation Ahmed joined Bangladesh Agricultural University as a lecturer. After six months he joined Dhaka University as a faculty of the Department of Chemistry. Later he attended North Dakota State University for his PhD studies. He grew his interest in Polymer Chemistry and earned his PhD in that subject. He returned to Bangladesh and resumed his teaching career in Dhaka University. In mid 1990s he left the faculty job to devote all his time to writing, playwright and film production.

Marriages and Personal Life:
In 1973, Humayun Ahmed married Gultekin. They had three daughters — Nova, Sheela, Bipasha and one son — Nuhash. In 2003 Humayun divorced Gultekin and married Meher Afroj Shaon in 2005. From the second marriage he had two sons — Nishad and Ninit.

Death:
In 2011 Ahmed had been diagnosed with colorectal cancer. He died on 19 July 2012 at 11.20 PM BST at Bellevue Hospital in New York City. He was buried in Nuhash Palli, his farm house.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
656 (25%)
4 stars
1,028 (39%)
3 stars
683 (26%)
2 stars
165 (6%)
1 star
50 (1%)
Displaying 1 - 30 of 89 reviews
Profile Image for Antu Paul.
113 reviews83 followers
December 13, 2025

‎বায়োলজি লেকচারারের কাছে প্রথম গাট ফিলিং নামে অদ্ভুত সায়েন্টিফিক টার্মটা শুনে প্রথমে হিমুর কথাই মাথায় এসেছিল।
‎সোজা কথায় গাট ফিলিংস যুক্তিতথ্য ছাড়াই কোনো আশঙ্কা বা অনুমান মনে উদয় হওয়া। ‎এই যে ‘মনে উদয় হওয়া’ ব্যাপারটা লিটারেলি পেটের নাড়িভুঁড়ি থেকে বের হয়!! ব্রেইন থেকে নয়!
‎এর একটা সুন্দর প্রতিশব্দ হিসেবে ‘অন্তর্দৃষ্টি’ নিতে পারি। এই পরীক্ষিত বিজ্ঞানকে কেন্দ্র করে বহু ছদ্মবেশী বিজ্ঞানও আছে। ‎হুমায়ূন আহমেদের যুক্তিবাদী মিসির আলিকে ঘিরে যুক্তির বাইরের রহস্য কোনো না কোনো উপায়ে থেকেই যায় শেষ পর্যন্ত; সেখানে বিপরীত মেরুর হিমুর প্রবল ‘ইনট্যুশন’ ক্ষমতা নিয়ে বেশি নাড়াঘাটার প্রয়োজন রাখে না। তবে এই ব্যপারটা হিমুতে বেশ উপভোগ করি। সিরিজের এই উপন্যাসে এই ব্যপারটা ভয়াবহ আকারে বারবার দেখা গেছে।

হিমু খাপছাড়া ‎কয়েকটা চরিত্রকে নিয়ে কোলাজ। এই কাহিনী দুই ভিন্ন দম্পতির দুই অদ্ভুত পরিস্থিতির গল্প। ধনী দম্পতি যাদের মধ্যে ভালোবাসর বাড়াবাড়ি বেশি আর এক মৃগীরোগীর স্ত্রীর বিচ্ছেদের সিম্প্যাথিটিক গল্প। বরাবরের মতোই হিমু উভয়পক্ষের মিডলম্যান।
বাড়তি পাওনা ইয়াদের মতো একটা চরিত্র। তার ভিখারি নিয়ে সরেজমিনে গবেষণার সহকারী হিমু। গবেষণায় উঠে আসছে একের পর এক মারাত্মক ফ্যাক্ট! আপনি কি জানেন সবচেয়ে বেশি ভিক্ষা পায় কোলে নবজাতক বাচ্চা নিয়ে ঘোরা মহিলারা? কিন্তু বাচ্চা হলে বাচ্চার মায়ের সত্যিকারের মায়ের গায়ে-গতরে ভিক্ষা করার বল থাকে না বলে বাচ্চা কমিশনে আরেক মহিলাকে ভাড়া দেওয়া হয়!
Profile Image for Aishu Rehman.
1,102 reviews1,080 followers
January 9, 2019
একেকজনের কাছে হিমু একেক রকম । আমার কাছে হিমু এমন এক রহস্যমানব যার চারপাশের রহস্যের জাল গুটিয়ে ফেলা যাবে না । যেখানে হিমুর স্রষ্টা হিমুর যুক্তিহীন রহস্যময় জগতকে নিজেই উন্মোচন করতে পারেন নি ,সেখানে আমার মত ক্ষুদ্র পাঠক কীভাবে পারবে ? কিছু চরিত্র থাক না রহস্যের আড়ালে , ক্ষতি কী ?

অন্যদিক থেকে হিমু চরিত্র টা কিছুটা ঘোলাটে টাইপের ও। তাকে কখনো বুঝা যায়, আবার কখনো আয়ত্বের একেবারে বাইরে থাকে । তাকে বিশ্বাস করলেও ঠকতে হয় আবার অবিশ্বাস করেও পারা যায় না। তার কথা গুলো মূলত সত্যও না আবার মিথ্যাও না। তার একটা অমানুষিক গুন হলো মানুষের প্রচন্ড ভালোবাসা উপেক্ষা করা।যা সাধারন মানুষের মাঝে নেই।
Profile Image for সালমান হক.
Author 66 books1,967 followers
December 5, 2022
হিমুর স্বনামে প্রকাশিত বই। ব্যান্ড সংগীতে এরকম একটা প্রচলন আছে। ব্যান্ডের নামে প্রকাশিত অ্যালবাম। সেই অ্যালবামগুলো প্রায়শই দাগ কেটে যায় মনে। হিমুর এই বইটাও সেই পথেই হাঁটল। পারাপার বা আঙুল কাটা জগলুর মতন খুব বেশিদিন মনে থাকবে কিনা, সেই ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছি না; কিন্তু আদ্যোপান্ত উপভোগ করেছি। কিছু শিখতে হবে সেই আশা থেকে আমি সব বই পড়ি না। হিমু সিরিজের বইগুলোও সেই কাতারে পড়বে। মানসিকভাবে দূর্বল থাকলে, নিতান্তই কিছু করতে ইচ্ছে না করলে বরাবরই আমি ফিরে এসেছি হুমায়ূন আহমেদের লেখার কাছে। হতাশ হতে হয়নি। এই বইয়ের এষা-মোরশেদ, নিতু-ইয়াদ, তরঙ্গিনী জেনারেল স্টোর, মজনু মিয়ার হোটেল, সাইকিয়াট্রিস্ট সাহেব- সবগুলো আর্কই ছিল উপভোগ্য। খুব সম্ভবত এই বইয়ে এসেই হিমুর ঘটনার ক্রম শেষ হয়, পূর্ববর্তী বইয়ের রেফারেন্স টানার কথা বলছি।
212 reviews4 followers
August 14, 2017
আমার পড়া হিমু নিয়ে লেখা প্রথম বই এই 'হিমু'। আমার বয়স তখন ১১/১২ হবে। বাসায় "বড়"-দের বই বলে আলাদা কিছু ছিল না, সব বই-ই সবাই পড়তে পারতো। তো আমি কোন একদিন বিকালে বইটা নিয়ে বসলাম। এক নিঃশ্বাসে শেষ করার পর বুঝলাম এরকম কিছু এর আগে কখনও পড়িনি। হিমু চরিত্রে আমি ঢুকে গিয়েছিলাম, নিজেকে হিমু ভাবতে শুরু করেছি বইটা পড়তে পড়তে। বই শেষ হবার পর ঘোর কেটেছে।

গত ২০ বছরে কম করে হলেও ৮ /১০ বার এই বইটা পড়েছি। আজ এই ২০১৭-এর অপরাহ্নে এসে বইটা আবার পড়ে আবার মনে হলো, "নাহ্‌! এরকম কিছু আসলেই আর কখনও পড়িনি।"
Profile Image for Riju Ganguly.
Author 37 books1,867 followers
May 1, 2018
হিমুর একটা করে গল্প পড়ি। মনে হয়, ধুর, কী হবে এসব পড়ে। তারপর ছোটোবেলার কথা মনে পড়ে। মা বলত, বাবা, খোলা আকাশের নীচে বসে মাথায় কার্তিকের হিম লাগাস না। শুনতাম, কিন্তু মানতাম না। এক আকাশ চাঁদ আর তারার নীচে বসে এক অসুখী বালক তার মতো রাত্রিসুখ পেত, ঠান্ডা লাগাত, কাশত, বকুনি ও তেতো ওষুধ খেত...
এবং আবার সেই কাজটাই করত।
তাই, মন খারাপ হবে জেনেও, বিষাদের রঙ মাখামাখি কিছুটা সময়ের মধ্যে ডুবে যেতে হবে জেনেও আমি হিমুর উপাখ্যান পড়ি।
এবং পড়ব। ভবিষ্যতেও।
Profile Image for Mubtasim  Fuad.
318 reviews41 followers
August 15, 2025
হিমু পড়ার সঠিক বয়স ক্লাস ৬-১০ অব্দি। এই সময় হিমু পড়ে মজা পাওয়া সম্ভব কারণ তখন কল্পনার দুনিয়া এক রকম থাকে, এরপর থেকে সময়ের বিবর্তনে মানুষের মানসিকতার অনেক পরিবর্তন হয়। তখন হিমু পড়তে গেলে বিরক্ত লাগে। সেন্স হয়, পাগলামো কাজকারবারে মজা চাইতে বোরিং বেশিই লাগে।

এই উপন্যাসটা, স্পেশাল কিছুই না, হিমু..হিমালায়, বেখেয়ালি কাজ কারবারে তার মস্তিস্ক ঠাসা।
পাঠকের মস্তিষ্ক এমন বেখেয়ালি না হলে পড়ে ফিল পাওয়া যাবে না।

আফসোস, সময় অনুযায়ী বই পড়া হয়ে উঠে নাই। সঠিক সময় হিমু পড়লে আইডোলজিতে এই আধ-পাগলাকে হয়ত বসায় দিতাম আর মনে মনে হিমু হইতে চাইতাম।
Profile Image for HR Habibur Rahman.
284 reviews55 followers
June 1, 2022
দেশের মানুষকে নিয়ে হুমায়ুন আহমেদের সুক্ষ্ম সুক্ষ্ম বিশ্লেষণ ধর্মী ছোট্ট ছোট্ট বাক্য গুলো অসাধারণ।
Profile Image for Mijanur Rahman.
54 reviews33 followers
January 10, 2017
ট্যিপিক্যাল হিমু উপাখ্যান...
10 reviews
December 21, 2024
পাঠ্যপ্রতিক্রিয়া (৪)
**হিমু

এই বইটির শেষের দিকে হিমুর কষ্টে কেমন জানি আমার দমবন্ধ হয়ে আসছিল। নিতুর এই কাজটি আমার মেনে নিতে অনেক কষ্ট হলো। কেন?এটা হয়তো হিমুচরিত্র কে ভালোবেসে ফেলেছি বলে।গল্পে নিতু শুধু হিমুর বাহিরের দিকটা দেখছে ভিতরটা উপলব্ধি করতে পারে নি। হিমু যে অসম্ভব ভালো! তার প্রত্যেকটা ভালো কাজ সম্পর্কে যদি নিতু জানতো তাহলে নিতু কখনই এই ভয়ংকর কাজটি হিমুর সাথে করতো না। কারণ, নিতু চরিত্রটি ও বেশ ইন্টারেস্টিং ছিলো। কিন্তু এই আচরণের পর নিতুর উপর আমার বেশ রাগ হয়। যদিও ইয়াদের এই অবস্থায় নিতু খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলো এবং এই সবকিছুর কারণ ছিলো হিমু।শেষে হিমুর পাগলা বাবার এক্সপেরিমেন্ট এর উপর আমি হতভম্ব! মহামানব বানানোর এই অনন্য এক্সপেরিমেন্ট দেখে আমি শিহরিত। রিয়েকশন করার ভাষাই হারিয়ে ফেলেছি।
593 reviews12 followers
Read
July 22, 2019
Magical realism isn't my thing.
Profile Image for Tanoy Bhowal.
63 reviews4 followers
February 11, 2024
এই বইটার কিছু অংশ আমাকে মারাত্মক ভাবে স্পর্শ করেছে
Profile Image for Laboni Hossain.
20 reviews1 follower
Read
April 14, 2023
ফাইনালের ছুটিতে বাড়ি এসেছি। কাজিনের সেল্ফ ভর্তি বইয়ের লোভেই মূলত এসেছি।
ঢাকা থেকে সাথে নিয়ে আসা বইটি শেষ হতেই ভাবছিলাম কোন বই পড়া যায়?
সেল্ফের একপাশে দেখতে পেলাম লাল কাগজের ছেড়া একটি বইকে কোনোরকমে আবার জোড়াতালি দিয়ে রাখা হয়েছে। তুলে নিলাম আর পড়া শুরু করলাম। ৯৩ পৃষ্ঠার 'হিমু' কেবল পড়ে শেষ করলাম।

বইয়ের কথায় যদি আসি শুরুতেই বলবো যেকোনো ভারী ভারী বই পড়ার ফাঁকে হুমায়ুন আহমেদ এর এ জাতীয় বই আমার মস্তিষ্কে থেকে যাওয়া সে ভারী বইয়ের জটলা ছুটায়। অর্থ্যাৎ টানা বই পড়ে যাওয়ার মাঝে একধরণের যে ক্লান্তি সেটাই দূর করা বলা চলে।
বরাবরের মতনই হিমু সিরিজের বই এর বেখায়ালি চালচলন আপনাকে প্রফুল্লতা দিবে।
হিমু বইয়ের মূল চরিত্রে ছিলেন 'হিমু, রূপা, ইয়াদ, নীতু, মোরশেদ, এষা, সাইকিয়াট্রিস্ট ইরতাজুল করিম সহ আরো বেশ কয়েকজন।
হিমুর ভাবলেশহীন চলাফেরার মাঝেও অন্যদের প্রতি আবেগ সহানুভূতির সূক্ষ্ম কিছু দিকও লক্ষ্য করা যায় বইয়ে। হিমুর ভবিষ্যতে আন্দাজ করতে পারা সহ আধ্যাত্মিক চালচলনে অনেকেই তাকে মহাপুরুষ পর্যায়ের মানুষ ভাবেন আর সেই ভাবনার পেছনের কিছু গল্পও শোনান সাইকিয়াট্রিস্ট ইরতাজুল করিমকে।
ইয়াদের ভিক্ষুক গবেষণার আগ্রহে ভিক্ষুক হয়ে তাদের সাথে মিশে যাওয়ার উস্কানি, এ ব্যাপারে ইয়াদের স্ত্রী নিতুর হিমুর প্রতি বিরক্তি, মোরশেদের মানসিক সমস্যায় এষার সাথে ডিভোর্স সহ বেশ কিছু ঘটনার রসময়ী বর্ননায়ই লেখক 'হিমু' লিখেছেন।
Profile Image for Kazi Md. Al-Wakil.
297 reviews6 followers
September 29, 2020
হিমুর বন্ধু ইয়াদ ভিক্ষুকদের গবেষনার জন্য ভিক্ষুক হয় ।ইয়াদ এর এই অবস্থার জন্য তার বউ নীতু হিমুকে দায়ি করে। এদিকে হিমু এক বুড়ো মহিলার মাথা ফেটে যাবার পর তাকে নিয়ে হাসপাতালে যায় এবং বাসায় দিয়ে যায়। সেখানে পরিচয় এষা ও তার স্বামি মোরশেদ এর সাথে যার মৃগী রোগ আছে বলে এষার সাথে বনিবনা হয় না। গল্পের শেষে লেখক এষা ও মোরশেদ এর মিল করে দেয়।
Profile Image for Alok Datta.
25 reviews1 follower
June 17, 2020
এষা-মোরশেদ...
ইয়াদ... ও তার স্ত্রী নীতু... দুই পোষ্য টুটি-ফুটি...
মজনু মিয়ার ভাত মাছের হোটেল'.. বাবুর্চি মোস্তাফা..
তরঙ্গিনী ডিপার্টমেন্টাল স্টোরের মুহিব বাবু..
মেস মালিক জীবন বাবু..
সাইক্রিয়াটিস্ট ইরতাজুল করিম...
Profile Image for Md. Faysal Alam Riyad.
317 reviews26 followers
May 21, 2017
হিমুকে কি কুকুরগুলা আসলেই আক্রমণ করেছিল? ইয়াদ সাহেবের শেষে কি হল? মোরশেদ সাহেব কি এয়ারপোর্ট গিয়েছিলেন? জানার খুবই ইচ্ছে।
Profile Image for Nazia Disha.
42 reviews16 followers
July 18, 2021
হিমু আমার প্রিয় চরিত্রের একটি | যখন হিমুকে নিয়ে কিছু লিখি- নিজেকে হিমু মনে হয় , একধরনের ঘোর অনুভব করি | এই ব্যাপারটা অন্য কোনো লেখার সময় তেমন করে ঘটে না | হিমুকে নিয়ে আমার প্রথম লেখা ময়ূরাক্ষি | ময়ূরাক্ষি লেখার সময় ব্যাপারটা প্রথম লক্ষ্য করি | দ্বিতীয়বার লিখলাম দরজার ওপাশে | তখনো একই ব্যাপার | কেন এরকম হয়? মানুষ হিসেবে আমি যুক্তিবাদী | হিমুর যুক্তিহীন , রহস্যময় জগত একজন যুক্তিবাদীকে কেন আকর্ষণ করবে? আমার জানা নেই | যদি কখনো জানতে পারি - পাঠকদের জানাবো |
- হুমায়ুন আহমেদ

বইঃ হিমু
লেখকঃ হুমায়ুন আহমেদ
ধরণঃ উপন্যাস
পৃষ্ঠাঃ ৯৬
প্রকাশিতঃ ১৯৯৩
রেটিংঃ ৪.৮⭐/৫⭐

📌কাহিনী সংক্ষেপঃ

উপন্যাসটিতে হিমু ছাড়াও আছে হিমুর বন্ধু ইয়াদ , ইয়াদের স্ত্রী নীতু , এষা এবং এষার স্বামী মোরশেদ |

মোরশেদের মানসিক সমস্যা আছে তাই এষা তাকে ডিভোর্স দিয়েছে এবং ডিভোর্স এর পর মোরশেদ আরো বেশী অসুস্থ হয়ে যায় | একপর্যায়ে হিমু মোরশেদকে বিভিন্নভাবে সাহায্য করতে থাকে |

ইয়াদ ভিক্ষুকদের জীবনযাপনের বিষয়ে রিসার্চ করতে চায় | পরে সে হিমুর উপদেশে নিজেই ভিক্ষুক হয়ে ভিক্ষুকদের সাথে জীবনযাপন করতে যায় | ইয়াদের স্ত্রী নিতু ইয়াদের এ অবস্থার জন্য হিমুকে দায়ী করে এবং হিমুকে কঠিন শাস্তি দেয় |

📌পাঠপ্রতিক্রিয়াঃ

এন্ডিং টা ভালো ছিল কিন্তু শেষে নিতুর হিমুকে শাস্তি দেওয়ার ব্যাপারটি পড়ে খুব রাগ লেগেছে |
Profile Image for ANGSHUMAN.
229 reviews7 followers
August 29, 2021
হুমায়ুন আহমেদ একবার লিখেছিলেন,মন খারাপ হলেই উনি নাকি হিমুর গল্প লিখতে বসেন। আমিও ঠিক খানিকটা যেন ঐরকমই হয়ে যাচ্ছি,মন খারাপ হলেই খুব 'হিমু'র গল্প পড়তে ইচ্ছে হয়। পড়তে পড়তে ঢুকে পড়ি হিমুর জগতে। হিমুর শিষ্যদের কাছে হিমু মহাপুরুষ, যদিও অনেকে তাকে ভুল বোঝে,যেমন এ গল্পে নীতু ভুল বুঝেছে, তার ভালবাসার মানুষটি তাকে ছেড়ে চলে যাওয়ার দোষ সে পুরোটাই হিমুর ঘাড়ে চাপিয়ে শাস্তি দিতে চেয়েছে, অথচ সেই হিমুই মোরশেদ আর এষার পুনর্মিলন ঘটায়।
সব শেষে বলা যায়,সব ভালো তার,শেষ ভালো যার।
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Shampa Paul.
105 reviews37 followers
August 17, 2017
বেশ ভালো লাগলো পড়ে। আমার পড়া হিমু সিরিজের প্রথম বই। অন‍্যান‍্য পড়ার অপেক্ষায় রইলাম।
Profile Image for Jonathan Ammon.
Author 8 books17 followers
September 10, 2025
By far my favorite HIMU novel yet with a knock-out ending in spite of a patchwork slice-of-life plot that fits together only in odd thematic ways.
Profile Image for Muhi Uddin.
103 reviews3 followers
August 21, 2025
হিমু আমার কাছে লজিকের বাহিরের ব্যক্তি। তাকে ভাললাগার বিশেষ কারণ না থাকা সত্ত্বেও তাকে ভালোলাগে।

মুরশেদ সাহেবের জন্য ভালো লাগতেছে। তার এখন একটা স্বাভাবিক জীবন হবে।

কিন্তু নিতু কাজটা ভালো করেনি। কুকুর দিয়ে আক্রমণ করানোটা ভীষণ খারাপ হইসে।

তবু সান্ত্বনা যে, হিমু বেঁচে আছে।
Profile Image for Abdus Sattar Sazib.
259 reviews15 followers
March 13, 2021
হিমু চরিত্রের আসল নাম হিমালয়। এ নামটি রেখেছিলেন তার বাবা। লেখক হিমুর বাবাকে বর্ণনা করেছেন একজন বিকারগ্রস্ত মানুষ হিসেবে; যার বিশ্বাস ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার যদি প্রশিক্ষণ দিয়ে তৈরি করা যায় তবে একইভাবে মহাপুরুষও তৈরি করা সম্ভব। তিনি মহাপুরুষ তৈরির জন্য একটি বিদ্যালয় তৈরি করেছিলেন যার একমাত্র ছাত্র ছিল তার সন্তান হিমু।
হিমুর পোশাক হল পকেটবিহীন হলুদ পাঞ্জাবী। হলুদ বৈরাগের রঙ বলেই পোশাকের রং হলুদ নির্বাচিত করা হয়েছিল। ঢাকা শহরের পথে-পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো তার কর্মকাণ্ডের মধ্যে অন্যতম। উপন্যাসে প্রায়ই তার মধ্যে আধ্যাত্মিক ক্ষমতার প্রকাশ দেখা যায়। যদিও হিমু নিজে তার কোন আধ্যাত্মিক ক্ষমতার কথা স্বীকার করে না।
হিমুর আচার-আচরণ বিভ্রান্তিকর। বিভিন্ন পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া অন্যদেরকে বিভ্রান্ত করে, এবং এই বিভ্রান্ত সৃষ্টি করা হিমুর অত্যন্ত প্রিয় একটি কাজ। প্রেম ভালবাসা উপেক্ষা করা হিমুর ধর্মের মধ্যে পড়ে। কোন উপন্যাসেই কোন মায়া তাকে কাবু করতে পারে নি। মায়াজালে আটকা পড়তে গেলেই সে উধাও হয়ে যায়। হিমু উপন্যাসে সাধারণত হিমুর কিছু ভক্তশ্রেণীর মানুষ থাকে যারা হিমুকে মহাপুরুষ মনে করে। এদের মধ্যে হিমুর ফুপাতো ভাই বাদল অন্যতম। মেস ম্যানেজার বা হোটেল মালিক- এরকম আরও কিছু ভক্ত চরিত্র প্রায় সব উপন্যাসেই দেখা যায়।
এছাড়াও কিছু বইয়ে বিভিন্ন সন্ত্রাস সৃষ্টিকারী ও খুনি ব্যক্তিদের সাথেও তার সু-সম্পর্ক ঘটতে দেখা যায়। হিমুর একজন বান্ধবী রয়েছে, যার নাম রূপা; যাকে ঘিরে হিমুর প্রায় উপন্যাসে রহস্য আবর্তিত হয়। নিরপরাধী হওয়া সত্ত্বেও সন্দেহভাজন হওয়ায় হিমু অনেকবার হাজতবাস করেছে এবং বিভিন্ন থানার ওসি ও সেকেন্ড অফিসারের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে।

হিমু বাংলাদেশের কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় ও কাল্পনিক। নব্বই দশকে হিমুর প্রথম উপন্যাস ময়ূরাক্ষী প্রকাশিত হয়। প্রাথমিক সাফল্যের পর হিমু চরিত্র বিচ্ছিন্নভাবে হুমায়ুন আহমেদের বিভিন্ন উপন্যাসে প্রকাশিত হতে থাকে। হিমু ও মিসির আলি হুমায়ুন আহমেদ সৃষ্ট সর্বাধিক জনপ্রিয় দু’টি কাল্পনিক চরিত্র। উদাসীন হিমু একবিংশ শতাব্দীর প্রথম দশকের বাঙালি তরুণদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল।
Profile Image for Soumyabrata Sarkar.
238 reviews40 followers
August 22, 2014
Eccentricity without limits . . .Himu has this weird tendency of breaking his limits in every novel, and this also surprise you in the same way. From the very first scene with Esha to the last being in the hospital after being attacked by two dangerous dogs, nothing truly surprise him, but its the other way round. He keeps on shocking and surprising you, sometimes with deep awe!

Doses of irony in between, there is a strange resemblance and similarity between the characters of Morshad and Iyaad . . . . who seemed much more unpredictable than Himu in this story, with Iyaad being reason for most of the comic punch-lines. Also the character of the shopkeepers from the daily domestic store or the Bhaater Hotel deserves a mention who fails to measure Himu and his charisma and in a way play to his tune. The third series in the book and so much variety till now. . . Looking forward. . :)
Profile Image for Naznin.
65 reviews22 followers
October 29, 2018
Himu, my first love! How could someone craft a character like Himu and make you fall in love with him, I still wonder!
Profile Image for Sania  Sarker Sayfe.
6 reviews3 followers
September 2, 2019
আমার পড়া প্রথম হিমু সিরিজের বই। অনেক ছোটবেলায় পড়েছিলাম।
Profile Image for Md Mashfequr Rahman Himel.
38 reviews1 follower
October 16, 2021
মহাপুরুষ হবার ইচ্ছা মানুষের সেই আদিকাল থেকেই।সবাই চায় অলৌকিক কোন মন্ত্রপূত বলে নিজের ভাগ্যকে বদলিয়ে ফেলতে।তাদের দৃঢ় কৌতুহল পৃথিবীতে যত মহাপুরুষ এসেছেন সবাই নিজেদের ভাগ্য বদলেছেন মন্ত্রপূত জাদু টোনা করে।যদি আমি ধর্মীয় জ্ঞান থেকে বিষয়টা বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা দেখতে পাই যে স্রস্টার সাহায্য অনুগ্রহ ছাড়া কেউ নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। মানুষ চেষ্টার মাধ্যমেই ভাগ্যকে বদলে দেয়।স্রস্টা তাঁকে সাহায্য করেন। তখন কেবল ঐ মানুষটা সমাজে সম্মানিত হয়।আমাদের মহাপুরুষ সম্পর্কে ধারণা অতি প্রাচীন। তিনি হবেন লম্বা জোব্বা কিংবা আলখেল্লা পরিহিত।পায়ে কোন পাদুকা থাকবে না। তিনি মানুষকে আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে অবগত করবেন।বিষয়টা আসলেই কি তাই।কারো মতে তিনি খুব সহজেই অন্যের অবস্হা প্রত্যক্ষ না করেই বলে ফেলতে পারেন।আসলেই কি তাই?

হুমায়ূন আহমেদের শ্রেষ্ঠ কীর্তি হিমু চরিত্র।হিমু সিরিজের এতো উপন্যাস বের হ‌ওয়ার পরেও তাকে নিয়ে মানুষের রহস্য দ্বিধার অন্ত নেই।হ্যা তবে হুমায়ূন আহমেদ তাঁর হিমু চরিত্র পাঠক সমাজে জীবন্ত করে তুলেছেন। নিজের অজান্তেই একশ্রেণীর পাঠক সমাজে হিমু সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে।তারা হিমু ও রূপার মতো হলুদ পাঞ্জাবী আর নীল গেরুয়া রঙের শাড়ি পরে পার্কে চত্বরে ঘুরছে,একে অপরকে প্রেম নিবেদন করছে।এভাবেই হিমু উপন্যাসের জনপ্রিয় চরিত্র থেকে হয়ে উঠলো একটি জীবন্ত চরিত্র।চোখে না দেখে,কানে না শুনে শুধু কেবল ব‌ইয়ের গন্ধ শুকেই যার অস্তিত্বকে কল্পনা করা যায়।আমরা এটাকে বাস্তবিক কল্পনা বলতে পারি।

হিমু একজন রহস্যময় ব্যক্তি।না ঠিক রহস্যময় বললে ভুল হবে।দেখতে নিতান্তই সাদামাটা কিন্তু তার মাঝে মানুষ অদ্ভুত কিছুর খোজ করে।সে আর দশটা যুবকের মতো নয়।তার শরীরে কেবল হলুদ পাঞ্জাবী সবসময় পড়তে দেখে মানুষ।আর সে খালি পায়ে হাঁটে।কাঁধে সর্বদাই একটা ঝোলা ব্যাগ থাকে।এটা দেখে কেউ তাকে মহাপুরুষ আর কেউবা সাহিত্যিক মনে করে।যদিও কখনো মন থেকে স্বীকার করে না।হিমুর কোন রোজগার নেই।বাবা মারা যাবার পর বড়লোক চাচা হিমুর ভরণ পোষণের জন্য মাসে মাসে টাকা পাঠান। তিনিও হিমুর এহেন কর্মকান্ডে অতিষ্ঠ।তবুও এতে তার চলা কষ্ট কষ্টকর। খিলগাঁওয়ের একটি জীর্ণশীর্ণ ফ্ল্যাটে ভাড়া থাকে।তবে বাসায় সে খুব কম‌ই থাকে।সারাদিন হলুদ পাঞ্জাবী গায়ে খালী পায়ে রাস্তায় ঘুরে। দোকানদারের কাছে ধার দেনা এমনকি বাড়ি ভাড়াও কয়েক মাসের বকেয়া।রূপা নামের একটি মেয়েকে সে ভালোবাসে। কিন্তু রূপার বড়লোক বাবা কিছুতেই মেয়েকে হিমুর সাথে বিয়ে দিতে রাজি নন।তার বাবার মতে এরকম ভবঘুরে উন্মাদের সাথে রূপার বিয়ে দিয়ে তার জীবন ধ্বংস করতে চান না।হিমুর বাবা নেই।এককালে হিমুর বাবাও মহাপুরুষ হবার খেলায় মেতেছিলেন কিন্তু হিমুর এসবে আগ্রহ কখনো ছিল না।আরেকটা বিষয় হিমু আগেই থেকেই কোথায় কী ঘটছে বা ঘটতে পারে তা বলে দিতে পারে।একবার এভাবেই এক মনোরোগ বিশেষজ্ঞকে তাক লাগিয়ে দিয়েছি���।ডাক্তারকে শুধু বলেছিল সে কোন মহাপুরুষ কিংবা জাদুকর নয় তবে তার অনুমানশক্তি প্রবল।
শেষ পর্যন্ত তাহলে আর কি ঘটতে পারে?

হুমায়ূন আহমেদের হিমু চরিত্রটি দারুন উপভোগ্য।কখনো তাকে মনে হবে নিন্তান্ত‌ই ভদ্র পাগল,আবার কখনো মনে হবে সরলতার আড়ালে জড়ানো এক মহাপুরুষ। তবে কোনটাই সে না।হিমু শুধু হিমুই।আর কিছু নয়।তবে হিমুকে নিয়ে পাঠক সমাজে যে অদম্য কৌতুহল তার ইতি কি আদৌ হবে কখনো? 💛💙
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 30 of 89 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.