দেহেলিজ-এ-দোজখ...নরকের দ্বার, নরকের সীমানা! কোথায়? যদি বলি আমাদের অতিপরিচিত এক শহরে, অবাক হবেন? এই কাহিনির নায়ক এবং প্রতিনায়ক, দুইই এক শহর। যুগে যুগে সেই শহর ভেঙেছে নতুন করে সৃষ্টি হওয়ার জন্য, আবার গড়ে উঠেছে ভাঙবার জন্য, আগুনে পুড়েছে তপ্ত সোনার মতন খাঁটি হওয়ার জন্য, রক্তস্নাত হয়েছে নির্মল হওয়ার জন্য।
আজও শহর দিল্লির হাওয়ায় উড়ে বেড়ায় রক্তের ফোঁটা, শুকনো পাতার মর্মর ধ্বনিতে শোনা যায় এক হারিয়ে যাওয়া বিস্মৃত নাম, এক অভিশপ্ত শহরের। শুনেছেন সেই নাম? এই কাহিনি পরীক্ষিতের, তক্ষকের, উতঙ্কের, আস্তিকের। এই গল্প জৌনা খানের, হাজার দিনারীর, আমির খুসরোর। এই কথা এক হারিয়ে যাওয়া রাজবংশের, বিস্মৃত অতীতের।