"সেরা সত্যজিত" পুরোটা পড়ার সুযোগ হয়নি, হাতে পেলাম এই বইয়ের ৮১-২০৫ পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ, শুধুমাত্র ছোটোগল্পের অংশটুকু। এক কথায় অসাধারণ। গল্পগুলোর মধ্যকার একমাত্র মিল, বেশিরভাগ গল্পের প্রধান চরিত্র, একাকী, পরিবারহীন, পঞ্চাশের কোটায় থাকা মধ্যবিত্ত কেরাণী। এটা ছাড়া, গল্পের বিষয়বস্তুর মাঝে কোন মিল নেই। এক মলাটে ঠাসা, হরেক স্বাদের গল্প পড়ে ঘন্টাখানেক চমৎকার কাটলো।