বারোটি সমাজতত্ত্ব বিষয়ক প্রবন্ধ নিয়ে লেখা হয়েছে A Short History of Sociological Thought .. লেখক Alan Swingewood .. প্রসঙ্গতঃ Swingewood সাহেব আমার অন্যতম প্রিয় লেখকদের মধ্যে একজন। ওনার Cultural Theory and the Problem of Modernity (১৯৯৮) কিংবা The novel and revolution (১৯৭৫) হোক , অথবা Sociological Poetics and Aesthetic Theory (১৯৮৭) হোক, সোনা ফলিয়েছে কলম --- উপচে পড়েছে মনীষা।
A Short History of Sociological Thought বইটি আমি বেশ কিছুদিন যাবৎ revise করার তালে ছিলাম। সুযোগ পেয়ে গেলাম গতকাল সকালে।
সমাজতত্ত্বের জন্মকালীন ইতিহাস কোনও অর্থেই নগন্য নয়। মধ্যযুগের শেষভাগে পাশ্চাত্যে চিন্তার জগতে ও সাংস্কৃতিক ক্ষেত্রে এমন কিছু যুগান্তকারী ব্যাপারস্যাপার ঘটে , এবং এমন কিছু আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের ধারা সূচিত হয়, যার মাধ্যমে বিধিবদ্ধ সমাজতত্ত্বের পঠনপাঠনের সূচনা ঘটে। সমাজতত্ত্বের ব্যাপক অনুশীলন ইওরোপে শুরু হয়েছিল অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে এনলাইটেনমেন্টের সময়। এই বইটিতে লেখক ইওরোপীয় নবজাগরণ ও বিশ্ববিদ্যালয় বিপ্লবের ভূমিকা থেকে শুরু করে আলোচনা করেছেন বিভিন্ন Sociological Masters - দের চিন্তাধারার উদ্ভব ও বিকাশ নিয়ে। সেখানে যেমন আছে August Comte - এর প্রত্যক্ষবাদ ও সামাজিক স্থিতিবিদ্যা ও গতিবিদ্যা , Herbert Spenser - এর বিবর্তনবাদ ও জৈবিক সাদৃশ্যবাদ , তেমনই আছে Durkheim , Max Weber ও Karl Heinrich Marx - এর সমাজতাত্ত্বিক চিন্তার বিধৃত রূপরেখা।
এই বইয়ের রচনাগুলির মধ্যে জিজ্ঞাসু পাঠক বিচ্ছিন্ন ভাবে পেয়ে যাবেন চিন্তার নানা উপাদান। এই বইকে সমাজতত্ত্বের একটি ক্ল্যাসিকের মর্য্যাদা দেওয়া হয়। পড়ে দেখতে পারেন।