Jump to ratings and reviews
Rate this book

Feluda #11

জয় বাবা ফেলুনাথ

Rate this book
ফেলুদা মাসতুতো ভাই তোপ্‌সে এবং বন্ধু লালমোহনবাবুর (জটায়ু) সঙ্গে ছুটি কাটাতে বেনারসে এসেছেন। বিখ্যাত মছলিবাবাকে দেখার জন্য ওনারা বেনারসের দ্বারভাঙ্গা ঘাটে যান। সেখানে উমানাথ ঘোষাল মহাশয়ের সঙ্গে আলাপ হয়। উমানাথবাবু ফেলুদাকে জানান যে একটা দুষ্প্রাপ্য এবং দামী গণেশ মূর্তি ওনার বাবার সিন্দুক থেকে চুরি গেছে। উমানাথ ঘোষালের বাবা অম্বিকা ঘোষাল ফেলুদাকে গণেশ মূর্তি উদ্ধার করবার দায়িত্ব দেন।

96 pages, Hardcover

First published January 1, 1975

14 people are currently reading
504 people want to read

About the author

Satyajit Ray

672 books1,515 followers
Satyajit Ray (Bengali: সত্যজিৎ রায়) was an Indian filmmaker and author of Bengali fiction and regarded as one of the greatest auteurs of world cinema. Ray was born in the city of Calcutta into a Bengali family prominent in the world of arts and literature. Starting his career as a commercial artist, Ray was drawn into independent filmmaking after meeting French filmmaker Jean Renoir and watching Vittorio De Sica's Italian neorealist 1948 film, Bicycle Thieves.

Ray directed 36 films, including feature films, documentaries and shorts. He was also a fiction writer, publisher, illustrator, calligrapher, graphic designer and film critic. He authored several short stories and novels, primarily aimed at children and adolescents.

Ray's first film, Pather Panchali (1955), won eleven international prizes, including Best Human Documentary at the Cannes Film Festival. This film, Aparajito (1956) and Apur Sansar (1959) form The Apu Trilogy. Ray did the scripting, casting, scoring, and editing, and designed his own credit titles and publicity material. Ray received many major awards in his career, including 32 Indian National Film Awards, a number of awards at international film festivals and award ceremonies, and an Academy Award in 1992. The Government of India honoured him with the Bharat Ratna in 1992.

Early Life and Background:
Ray's grandfather, Upendrakishore Ray Chowdhury was a writer, illustrator, philosopher, publisher, amateur astronomer and a leader of the Brahmo Samaj, a religious and social movement in nineteenth century Bengal. Sukumar Ray, Upendrakishore's son and father of Satyajit, was a pioneering Bengali author and poet of nonsense rhyme and children's literature, an illustrator and a critic. Ray was born to Sukumar and Suprabha Ray in Calcutta.

Ray completed his B.A. (Hons.) in Economics at Presidency College of the University of Calcutta, though his interest was always in Fine Arts. In 1940, he went to study in Santiniketan where Ray came to appreciate Oriental Art. In 1949, Ray married Bijoya Das and the couple had a son, Sandip ray, who is now a famous film director.

Literary Works:
Ray created two of the most famous fictional characters ever in Bengali children's literature—Feluda, a sleuth in Holmesian tradition, and Professor Shonku, a genius scientist. Ray also wrote many short stories mostly centered on Macabre, Thriller and Paranormal which were published as collections of 12 stories. Ray wrote an autobiography about his childhood years, Jakhan Choto Chilam (1982). He also wrote essays on film, published as the collections: Our Films, Their Films (1976), Bishoy Chalachchitra (1976), and Ekei Bole Shooting (1979).

Awards, Honors and Recognitions:
Ray received many awards, including 32 National Film Awards by the Government of India. At the Moscow Film Festival in 1979, he was awarded for the contribution to cinema. At the Berlin Film Festival, he was one of only three to win the Silver Bear for Best Director more than once and holds the record for the most Golden Bear nominations, with seven. At the Venice Film Festival, he won a Golden Lion for Aparajito(1956), and awarded the Golden Lion Honorary Award in 1982. In 1992 he was posthumously awarded the Akira Kurosawa Award for Lifetime Achievement in Directing at the San Francisco International Film Festival.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
862 (58%)
4 stars
467 (31%)
3 stars
128 (8%)
2 stars
24 (1%)
1 star
5 (<1%)
Displaying 1 - 30 of 77 reviews
Profile Image for Aishu Rehman.
1,093 reviews1,079 followers
November 16, 2020
জয় বাবা ফেলুনাথ একদম পুজোর সময়ের গল্প, তবে এতে ফেলুদার গোয়েন্দাগিরী বাংলাতে নয়, ঘটে কাশীর সরু গলিগুলোর মধ্যে। দশাশ্বমেধ ঘাট আর বিশ্বনাথের শহর কাশীতে ফেলুদাদের যাওয়ার উদ্দেশ্য ছিল পুজোর ছুটি কাটানো, কিংবা লালমোহনবাবুর ভাষায় “কাশী, (ফেলুদার তদন্তের) কেস আর (কাশীতে ঘুরে প্লট জোগাড় করে তা নিয়ে লিখে লালমোহন বাবুর) ক্যাশ” জোটানো। শেষ পর্যন্ত যা হয়, তা তোপ্‌সের বর্ণনায় –
বেনারস গিয়ে লালমোহনবাবু গল্পের প্লট পেয়েছিলেন ঠিকই; তবে ফিরে আসার দুমাস পরে বড়দিনে তার যে রহস্য উপন্যাসটা বেরোল, সেটার সাথে টিনটিনের একটা গল্পের আশ্চর্য মিল।

ফেলুদার কিন্তু গিয়ে সত্যিই লাভ হয়েছিল। তা না হলে অবিশ্যি এই বইটাই লেখা হত না। ফেলুদার জীবনে সবচেয়ে ধুরন্ধর ও সাংঘাতিক প্রতিদ্বন্দীর সঙ্গে তাকে এই বেনারসেই লড়তে হয়েছিল। ও পরে বলেছিল – ‘এইরকম একজন লোকের জন্যই অ্যাদ্দিন অপেক্ষা করছিলাম রে তোপ্‌সে। এ সব লোকের সঙ্গে লড়ে জিততে পারলে সেটা বেশ একটা টনিকের কাজ দেয়।’

গোয়েন্দা সাহিত্যে নায়কের কৃতিত্বের সিংহভাগই যে খলনায়কের কারণেই, জয় বাবা ফেলুনাথ এর মগনালাল মেঘরাজ তার অখন্ডনীয় প্রমাণ। গল্পটা কিভাবে শেষ হয়, তা তো জানাই। কিন্তু প্রথম আর শেষের মাঝখানে ঠাসা যেই টানটান উত্তেজনা, তাতো আর সেটি না পড়লে বোঝার নয়। তাই যারা এখনো এই গল্পটি পড়েননি তারা অতিসত্বর পড়ে ফেলুন ফেলুদার আর মগনলালের রোমহর্ষক সংঘর্ষের কাহিনী – জয় বাবা ফেলুনাথ ।
Profile Image for Zoeb.
198 reviews62 followers
April 1, 2019
It is not easy to write a very compelling and well-crafted whodunnit thriller within the space of mere 100 pages. Only Arthur Conan Doyle, Agatha Christie, Daphne Du Maurier or one of those legends have pulled it off. And now, I feel proud to add another name to the list.

That name is Satyajit Ray, possibly the finest filmmaker of India, a legend in his own right who defied all conceivable boundaries of our cinema, long lambasted for its populism and unabashed splendour and little else. Few, however, also know about the other facet to this leading realist cinematic storyteller from our country, that of a raconteur with a vivid, infectiously colourful imagination, as evidenced in stories that he wrote for children and grown-ups alike. And this slim thriller, one of the series of detective thrillers that he penned, featuring his own fiendishly smart Holmes, Pradosh Mitter, better known as Feluda, is really an exemplary read from cover to cover.

Feluda and his trusty companions Topshe and Lalmohan 'Jatayu' Ganguly are in Banaras to witness the last, festive day of the Durga Puja. But the scent and smoke of a thickening mystery can never be too distant from where Feluda steps in. There is a much-celebrated and worshipped godman called Machchli Baba, there is a boy lurking on roofs who imagines himself as the hero of an adventure book itself and more troublingly, there is a precious idol of Lord Ganesha that has disappeared without a clue. Will Feluda solve it? Won't he solve it?

Those are questions that are best left to the avid, hungry reader to unravel but I would recommend everyone, especially those who love their whodunnits, to sit back and soak in the dense, atmospheric pleasure that Mr. Ray plunges us into, without any effort. The old-since-time-immemorial city of Banaras, with its bustling streets and enticing sweetshops, the sweep of its riverside ghats and the fervour of festivities is as much as a character in the proceedings. And the veteran storyteller also throws in a stellar cast of intriguingly enigmatic characters, people whom you would be willing to trust but you cannot because Feluda's relentlessly questioning spirit makes you an amateur sleuth as well.

That brings us to our congenial yet coolly intelligent Feluda himself, who, despite the incredible intelligence and uncanny intuition, is very much a believable person, almost like any other young man burning with the same curiosity. He is aided brilliantly by Topshe, who narrates the mystery credibly and the entertainingly non-plussed Jayatu, who is also believable in his comic predicament. But he is after all the hero of this tale and it is a heady thrill to see him decipher clues with disarming ease.

Anyone who wants to discover this lesser-known side to the greatest filmmaker of India should pick up this slim volume and devour it like a bowl of sweetmeats from the streets of Banaras.
Profile Image for শালেকুল পলাশ.
274 reviews34 followers
August 14, 2021
পুজোর ছুটি আর ফেলুদার নতুন এক অ্যাডভেঞ্চার। এবারের অ্যাডভেঞ্চার বেনারসে। যদিও অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে তারা বেনারসে আসেনি, ঘোরাটাই মেইন উদ্দেশ্য ছিল। কিন্তু 'ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভাংগে' কথাটার সার্থকতা প্রমানেই যেন ফেলুদার কোলে কেস এসে ধরা দিল। যদিও জটায়ুর নজর ছিল মাছলি বাবার দিকে। সেখানেই ফেলুদার কথা হয় বিখ্যাত ব্যবসায়ী উমানাথ ঘোষালের সাথে। সে শোনায় অবাক করা এক কাহিনী। এক গনেশ মুর্তির কারনেই নাকি তাদের ব্যবসার এত পসার। কিন্তু এখন এই মুর্তিই খোয়া গেছে পুজোর ঠিক আগে আগে। ফেলুদাকে মুর্তি খুজে দিতে হবে। কিন্তু এই মুর্তি খুজতে গিয়ে প্রানটাই না খুয়ে বসতে হয় ফেলুদার গ্যাংকে। যদিও তাদের সূত্র দিয়ে সাহায্য করে উমানাথের ছেলে রুকু ওরফে ক্যাপ্টেন স্পার্ক কিন্তু সেই সূত্রটা যে কতটা কাজে এসেছিল সেটা গল্প পড়লেই বোঝা যাবে।
এতদিন ফেলুদার সব গল্পে মাথা দিয়ে কাজ শেষ হলেও এই গল্পেই মনে হয় এরকম শ্বাসরুদ্ধকর ক্লাইমেক্স দেখা যায়।

পাঠপ্রতিক্রিয়াঃ ঈদের ছুটিতে বাসায় গিয়ে পড়া। একটানে পড়ে ফেলতে একটুকুও খারাপ লাগেনি।
Profile Image for Ishraque Aornob.
Author 29 books403 followers
May 7, 2022
বরাবরের মতই দারুণ, ক্লাসিক তবে ভিন্ন স্বাদের রহস্য। সেইসাথে অল্প একটু টুইস্ট আর লালমোহন গাঙ্গুলির হাস্যরস। এবার কিন্তু ফেলুদা, মগনলাল ফেইল মেরেছে লালমোহন ‘জটায়ু’ গাঙ্গুলির কাছে।
Profile Image for Eshadi Sharif.
119 reviews18 followers
June 16, 2017
'If by a weapon you mean my revolver, no, I didn't bring it with me. But I've got all the other three, thank you'
(...) I knew that when Feluda mentioned three other weapons, he was simply referring to his powerful brain, steady nerves and strong muscles

What a great book! Mixed with suspense, mysteries and humour-it's a no brainer that Feluda is the Sherlock Holmes for all Bengali youths. Even though I didn't read the original text, it seems like this translation did its best to do the original justice because you could still get that Bengal-Indian vibe.
However, I think I spoiled my first Feluda experience by reading the 7th book as, even though it's not a continuation, first books usually set the scene for a series. Furthermore, I got really confused in the middle because there are MANY Bengal-Indian ish references which I didn't understand.
In conclusion, I'm going to read some of the other books most def in the future. I'd 100% recommend this to anyone.
Profile Image for Shotabdi.
818 reviews192 followers
September 2, 2025
পুজোর মরশুম আসলেই এই বইটা নাহয় ছবিটা আমার অন্তত একবার পড়তে বা দেখতেই হয়! মনপ্রাণ কানায় কানায় ভরে ওঠে।
Profile Image for Nuary .
98 reviews
May 30, 2020
“চুরি বিদ্যা নো লংগার বর বিদ্যা” জটায়ু ডায়ালগ মেইড মাই ডে 😃 ,বেশ থ্রি্লং এনডিং ।
Profile Image for Benozir Ahmed.
203 reviews88 followers
September 26, 2020
spoiler at your eye blink


“ফেলুদার জীবনে সবচেয়ে ধুরন্ধর ও সাংঘাতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাকে এই বেনারসেই লড়তে হয়েছিল। ও পরে বলেছিল-এই রকম একজন লোকের জন্যই অ্যাদ্দিন অপেক্ষা করছিলাম রে তোপসে। এ সব লোকের সঙ্গে লড়ে জিততে পারলে সেটা বেশ একটা ......"

মোটামুটি সকল গল্পেই এই রকম একটা প্যারা থাকে। সবগুলো গল্প না পড়ে তাই এখনই বলা যাবে না যে আসলেই মগনলাল সব চেয়ে সাংঘাতিক কিনা কিন্তু নিম্নোক্ত অনুচ্ছেদ টি আমার মনে হয়েছে বিগত দশ টা গল্পের মধ্যে সব চেয়ে কৌতুক প্রদ।

" লালমোহনবাবু খাতা বন্ধ করে বললেন, খুব খারাপ হচ্ছে এটা, জানেন তো? না পারছি আমার গল্প এগোতে, না পারছি আপনার কেসের সঙ্গে পাল্লা দিতে। এদিকেও একটু ছিটেফোটা ছাড়ুন। আমাদেরও তা ব্রেন বলে একটা জিনিস আছে। একটু খাটাবার সুযোগ দিন! কোনও আপত্তি নেই, ফেলুদা একটা ধোঁয়ার রিং ছেড়ে বলল, আপনাকে পাঁচটা সুতো দিচ্ছি, তা দিয়ে আপনি যত খুশি জাল বুনুন। সুতো? অ্যাফ্রিকার রাজা, শশীবা��ুর সিং, হাঙরের মুখ, এক থেকে দশ, আর মগনলালের বজরা। লালমোহনবাবু কিছুক্ষণ ফেলুদার দিকে চেয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তার চেয়ে বললেই পারতেন চন্দ্ৰবিন্দুর চ, বেড়ালের তালব্য শ, আর রুমালের মা। সে বরং ঢের সহজ হত।"
" বারাণসীতে গত বৃহস্পতিবার এক সাধুবাবার আবির্ভাব শহরে বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে জানা গেল। অভয়চরণ চক্রবর্তী নামক বাঙালিটোলার জনৈক প্ৰবীণ বাসিন্দা কেদার ঘাটে প্রথম সাধুবাবার সাক্ষাৎ পান, এবং অচিরেই তাঁর অলৌকিক শক্তির পরিচয় পান। সাধুবাবা আপাতত শ্ৰীচক্রবর্তীর গৃহেই অবস্থান করছেন। ভক্তগণের নিকট ইনি মছলি-বাবা নামে পরিচিত। তাঁরা বলেন, বাবাজী নাকি প্রয়াগ থেকে গঙ্গাবক্ষে ভাসমান অবস্থায় বারাণসীতে এসে পৌঁছেছেন।"

মছলি বাবা আসলে মগনলাল এর লোক। মুর্তি হাতিয়ে নেওয়ার জন্য বেশ ধরে সাধু সেজেছিল। ঘোষাল বংশের এক মাত্র ছেলে রুকু ওরফে ক্যাপ্টেন স্পার্ক, গণেশের মুর্তিটাকে লুকিয়ে রেখেছিল দশমীতে বিসর্জন দেওয়ার মুর্তির মুখের ভিতর। কারণ মগনলাল যখন তার বাবার কাছে মুর্তিটা চেয়েছিল তা শুনতে পেয়েছিল রুকু। কল্পনা রাজ্যে বসবাসকারী রুকুর পরিকল্পনা ছিল, পানিতে ভাসানর পর গণেশ যাবে হাঙ্গর এর পেট এ আর ক্যাপ্টেন স্পার্ক সে হাঙ্গর হার্পুন দিয়ে হত্যা করে মুর্তি উদ্ধার করবে। সে তথ্য আবার রুকু জানিয়েছিল তার খেলার সঙ্গী শয়তান সিং কে (যে কিনা আসলে মগনলাল এর ছেলে) আর জানিয়েছিল বিকাশবাবুকে যে কিনা আসলে মুর্তি চুরির স্বপ্ন বোনা শুরু করে। মাঝখান থেকে সে স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে দাঁড়ানর সম্ভাবনা তৈরি করে মুর্তি কারিগর শশীবাবু। স্বপ্ন ভঙ্গের মত গুরুতর অপরাধে তাই বিকাশ বাবুর ছুরিকাঘাতে তার মৃত্যু বরন করতে হয়।
Profile Image for Kaisar Kabir.
30 reviews16 followers
March 29, 2021
The 4th Feluda story I've read. So far, the best only because of that epic first interaction with you-know-who.
Profile Image for Samsudduha Rifath.
425 reviews23 followers
November 26, 2024
মগনলাল বাবাজির অবস্থা নাজেহাল এবার জটায়ুর কাছে যাকে বলে সাসপিশিয়াস
Profile Image for Farhana Sufi.
495 reviews
August 27, 2017
This is one of my most favourite among Feluda's adventures.
এই বইটায় ফেলুদার নেমেসিস মগনলাল মেঘরাজের আবির্ভাব। এ বইতে রহস্য সেরকম জমজমাট।

আমি খুব ঘুরে বেড়াতে ভালোবাসি। বই পড়ার পরেই আমার ঘোরার নেশা। ছোট থেকে তিন গোয়েন্দা, ফেলুদা, শঙ্কু, টিনটিন আমার Travel bucket list এ যোগ করেছে বিভিন্ন মহাদেশের নানা জায়গা। দুই একটার সৌভাগ্য হয়েছে। কিন্তু মেলাগুলোই বাকি। কাশী, বেনারস নিয়ে বিভূতিভূষণ, শরৎচন্দ্র থেকে শুরু করে বাংলা সাহিত্যের হেন সাহিত্যিক নাই যিনি লেখেননি মনে হয়, কিন্তু 'বারানসী'র সবথেকে সুন্দর বর্ণনা আছে 'জয় বাবা ফেলুনাথ'-এ... স্বাদ, বর্ণ, গন্ধ, শব্দ মিলিয়ে।
বারানসীও যেতে হবে তাই। আমাকেও তোপসের মতো একটা লিস্ট করতে হবে দশাস্বমেধ ঘাটে কত রকম লোক কত কিছু করে তার। ১৩০ পর্যন্ত সত্যি পোঁছাতে পারি কিনা, দেখতে হবে।

রাবড়ি খেতেই হবে কৌচুরি লেনে, কারণ লালমোহনবাবু বলেছেন, "রাবড়ির আবিষ্কার টেলিফোন-টেলিগ্রাফের চেয়ে কম কীসে?" (কোলন slurp ইমো হবে এখানে)

ফেলুদা এই বইতে বড় বেশি ডেয়ারিং এবং তোপসে বিপদের সম্ভাবনা বুঝতে পেরে দাদার নিরাপত্তার জন্যে চিন্তিত, আবার একই সাথে উত্তেজিত কারণ দাদার ম্যান্দামারা হতাশ ভাব কাটছে... এ জিনিসটা আগে পড়ে খেয়াল হয়নি যতটা এবার লক্ষ্য করলাম। বয়সের সাথে সাথে একই বই যে ভিন্নরূপে ধরা দেয় তার প্রমাণ আবার পেলাম।

বইয়ের রহস্য দুর্দান্ত। রহস্য উম্মোচন সেরকম ক্লাইম্যাক্সের।
যারা এখনো না পড়েছে অতিসত্বর পড়ে ফেলা দরকার। আর আমার এখন সিনেমাটা দেখতেই হবে আবার। :D
Profile Image for Zaima Hamid Zoa .
64 reviews60 followers
January 6, 2021
জয় বাবা ফেলুনাথ বইটা প্রকাশিত হয় সত্তরের দশকের মাঝামাঝি সময়ে। কিন্তু প্রায় অর্ধশতবর্ষের বেশি সময় পার হয়ে যাবার পরেও এই গল্পগুলো কেন যেন কখনো পুরোনো হয় না। আর যতবার-ই পড়ি না কেন, এই গল্পগুলোর আবেদন একদম ঠিক প্রথমবারের মতই থাকে।

জয় বাবা ফেলুনাথের কাহিনী স্থান পেয়েছে বেনারসে। ফেলুদা-তোপসে-জটায়ু পূজার ছুটিতে বেড়াতে যায়। আর সেখানে দেখা হয় উমানাথ ঘোষাল আর তার পরিবারের সাথে। ঘোষাল পরিবারের একটি গণপতি মূর্তি খোয়া যাওয়ার ব্যাপারে ফেলুদার সাহায্য চায় উমানাথ ঘোষাল। এবং এরপর ঘটতে থাকে একের পর এক কাহিনী।

এই বইয়েই আমরা মগনলাল মেঘরাজের সাথে পরিচিত হই। এবং আমার মতে এই মেঘরাজ বাংলা সাহিত্যের অন্যতম সফল এক ভিলেন।
জয় বাবা ফেলুনাথের সবচাইতে আকর্ষণীয় দিক আমার কাছে লেগেছে বেনারসের বর্ণনা। মনে হয় যেন চোখের সামনে দেখছি। অবশ্য সত্যজিৎ রায় এই একটি কাজ খুব ভালো করে করতে জানতেন: নিজে জীবনে যেসব জায়গায় গেছেন, তাঁর ফেলুদার বইগুলোতে সেইসব জায়গার বর্ণনা উঠে আসতো একেবারে নিজের জবানীতে।

ফেলুদার যতগুলো উপন্যাস আছে, জয় বাবা ফেলুনাথ তার মধ্যে সবচাইতে জনপ্রিয় বইগুলোর একটা। আপনি যদি এখনো পড়ে না থাকেন, তবে আপনি জানেন না আপনি কী ভীষণ রকমের একটা ভালো কাহিনী থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছেন।
Profile Image for Amanna Nawshin.
191 reviews57 followers
May 19, 2018
এটা সম্ভবত আমার পড়া ফেলুদা'র সবচেয়ে রোমাঞ্চকর বই!
Profile Image for Debashish Paul.
46 reviews13 followers
February 28, 2021
ফেলুদার সর্বপ্রিয় (?) প্রতিদ্বন্দ্বী মগনলাল মেঘরাজের আবির্ভাব এই বইয়ের মাধ্যমে। মগনলালের ব্যাপারে শুনেছি এর আগে এবং এই গল্পের শুরুতেই তার আগমনের বার্তা দিয়ে রাখেন সত্যজিত। বলতেই হবে নিরাশ করেননি। মগনলালের অধ্যায়টা খুব জমজমাট ছিল। শুধু একটা গল্পেই মগনলালকে শেষ করে না দিয়ে ভাল হয়েছে। সামনের দিকে আবার তার দেখা পাব।

কাশী/ভারানাসি যাওয়ার ইচ্ছে সেই ছোটবেলা থেকেই। তখন এক কারণে ছিল, এখন অন্য কারণে কিন্তু ইচ্ছেটা অবশ্যই আছে। পৃথিবীর সর্বপ্রাচীন শহর দেখার ইচ্ছে থাকবে না-ই বা কেন! সত্যজিতের বর্ণনা বেশ ভাল লেগেছে। একটা পুজো-পুজো ভাব ছিল পুরো বইটাতেই এবং পরিস্থিতির সাথে বেশ ভালভাবে ফুটিয়েও তুলেছেন।

আমার সবচেয়ে প্রিয় ফেলুদার গল্প না হলেও খুব উপভোগ করেছি বইটা। লেখকের নিজেরও মনে হয় অনেক প্রিয় গল্প ছিল এইটা। মুভিটাও এবেলায় দেখে নিব ভাবছি।
Profile Image for Tasnima Oishee.
140 reviews26 followers
October 15, 2021
শেষমেশ মগনলাল মেঘরাজের আগমণ! 🤦‍♀️
Profile Image for Sagor Reza.
157 reviews
August 12, 2023
তপেশের ভাষ্যে, "ফেলুদার জীবনে সবচ��য়ে ধুরন্ধর ও সাংঘাতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাকে এই বেনারসেই লড়তে হয়েছিল।" গোয়েন্দা গল্প ভালো হওয়ার জন্য খলচরিত্রকে অত্যাবশ্যকীয়ভাবে শক্তিশালী হতে হয়। এগল্পে ফেলুদার সাথে দেখা হয় তার যোগ্য প্রতিদ্বন্দ্বীর সাথে।

বুঝেই গেছেন ফেলুদা এবার কাশীতে। একদম দুর্গাপুজোর সময়কার গল্প। পত্রিকায় 'মছলি বাবার' খবর পড়ে জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলির অনুরোধে ফেলুদা যান বেনারস। সেখানে সাক্ষাৎ হয় উমানাথ ঘোষালের সাথে। জানিয়ে রাখা ভাল, ফেলুদার গোয়েন্দাগিরি এখন সর্বজনবিদিত। কাশিতেও ছড়িয়ে পড়েছে তার নামডাক। সে সুবাদে উ���ানাথ তাকে একটা মুর্তি উদ্ধারের দায়িত্ব দেন, যেটা কিছুদিন আগে চুরি হয়েছে। উমানাথের বিশ্বাশ মূর্তির জন্যই তারা সকল বিপদ-আপদ থেকে বেঁচে রয়েছেন। উমানাথ জানান কিছুদিন আগে মগনলাল মেঘরাজ নামের একজন সেই মূর্তি কিনতে এসেছিলেন। মূর্তি বিক্রি না করায় সে তাকে হুমকি দেয় যে, যে কোন উপায়ে সে সেই মূর্তি করায়ত্ব করবেই।

তদন্তের শুরু থেকেই ফেলুদা বুঝতে পারেন তাদের ওপর নজর রাখা হচ্ছে। এরপর মগনলাল তাদের সরাসরি হুমকিই দিয়ে বসেন। এরই মধ্যে খুন হন ঘোষালদের পারিবারিক কারিগর। এসব মানসিক চাপে ফেলুদা বেশ বিদ্ধস্ত হয়ে গিয়েছিলেন। একটা সময়ে তো মনে হয়েছিল, ফেলু মিত্তির বোধহয় ফেলই মারলেন এবার। কিন্তু ফেলুদার প্রধানতম অস্ত্র মস্তিষ্কের কাছে কি কোন রহস্য হার না মেনে পারে।
জয় বাবা ফেলুনাথ!
Profile Image for Gourab Sarker.
9 reviews1 follower
March 24, 2021
ফেলুদা কে নিয়ে যত কথা বলা হোক না কেন কম বলা হবে ।

জয় বাবা ফেলুনাথ সিনেমা দেখেছে যেমন অনেক মানুষ তেমন এই বই পরেনি, এমন মানুষও কম নয়। অনেক বছর আগেই পড়েছি এই বই কিন্তু কোনোদিন পুরোনো হবার নয়।

এই বই টি তে ফেলুদা, তোপসে ও লালামোহন বাবু কে নিয়ে বেরিয়ে পড়েন কাশী তে ঘুরতে ।

কিন্তু কথায় বলে না " ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে" ? বা, "তুমি যাও বঙ্গে, কপাল যায় সঙ্গে" ...। তাই হয়ছে ফেলুদার।
ঘুরতে গেলেও ঘটনা তার পিছু ছাড়েনা ।

একে একে ঘটনা আর প্রতিঘটনার মধ্য দিয়ে গল্পের সমাধান হয়। আর সবচেয়ে বড় কথা, এই গল্পের মধ্য দিয়েই ফেলুদা তার সবচেয়ে বড়, সবচেয়ে কঠোর "প্রতিদ্বন্দী" ,মগনলাল মেঘরাজ এর আত্মপ্রকাশ ঘটে ।

ঘটনা, লেখনী, সংলাপ, টুইস্ট সব মিলিয়ে আসলেই এই বই "জমজমাট" !

বইটি বেশিরভাগ মানুষেরই পড়া, শুরু থেকে শেষ সবার জানা। তবুও পড়তে গেলে বারবার প্রথম বারের মতোই উত্তেজনা অনুভব হবেই!

ফেলুদার ভাষায় যাকে বলে, এটিই সত্যজিৎ রায় এর "হাতের তার" ।


#শুভ_পড়াশোনা ।
Profile Image for Klinton Saha.
357 reviews5 followers
December 4, 2022
বই(59)-জয় বাবা ফেলুনাথ
লেখক-সত্যজিৎ রায়
প্রকাশনা -আনন্দ পাবলিশার্স

এবারের ঘটনা কাশিতে ।উদ্দেশ্য ছিল বেনারস ঘুরে দেখা ।ফেলুদার সঙ্গে পরিচয় হয় ঘোষাল পরিবারের ।তাদের পুরনো ও দামী গণেশের মূর্তি চুরি হয়ে যায় ।কাজের দায়িত্ব পান ফেলুদা ।তাকে মুখোমুখি হতে হয় ভয়ানক মগনলালের সাথে।খুন হয় নিরীহ শশীবাবু। কে সে খুনী? ফেলুদা কি গণেশের মূর্তি কিংবা মূর্তি চোরকে ধরতে পারে ?জানতে হলে বইটি পড়ে ফেলুন ।
//বইয়ের চেয়ে সিনেমার শেষ অংশটা খুব ভাল ছিল।
Profile Image for Ësrât .
515 reviews85 followers
October 14, 2022
মহান শুক্কুরবার
সত্যজিৎ
আর ফেলু মিত্তির


তপ্ত তনুর তীব্র অনুরাগ মাথার শিরা উপশিরা দিয়ে যখন ঝাঁঝরা করে দেওয়া ব্যাথ্যার অনুভূতি দিয়ে যায়, সুস্থ না হই একটুখানি সুখী হতে তখন পথ্য রূপে ঔষধ গেলা ছাড়াও তোপসে জটায়ু আর মগনলাল মেঘরাজের ও বড্ড দরকার হয়।


রেটিং: 🌠⭐🌟✨.৭৫
১৫/১০/২২
Profile Image for Rashed.
127 reviews26 followers
May 16, 2021
'মগনলাল মেঘরাজ' নামটা বেশ সুন্দর।😴
Profile Image for Tahani .
104 reviews1 follower
May 13, 2025
°৪.২৫🪷°
বইটির কাহিনী আমার কাছে খুব চমৎকার লেগেছে। সব চরিত্র খুব অসাধারণ চিল।
Profile Image for Madhurima Nayek.
361 reviews135 followers
October 4, 2021
ফেলুদা #11

কোথাও যেন নামটা আমার শোনা - ফেলুদার এক বড় প্রতিদ্বন্দ্বী মগনলাল মেঘরাজ । তখনও জানতাম না ফেলুদার কোন গল্পটায় এই মগনলাল আছে।
মাঝে বেশ কটা মাস বই পড়া বন্ধ করে দিয়েছিলাম, আবার যখন নতুন করে শুরু করি তো ফেলুদা দিয়ে শুরু করি। যাই হোক এই গল্পেই পেয়ে গেলাম মগনলালকে। সাথে ইউটিউব থেকে সিনেমাটাও ডাউনলোড করে নিয়েছি, প্রথমে বইটা পড়বো তারপর সিনেমাটা দেখবো বলে।

এবার আসি গল্পটা কেমন সেই প্রসঙ্গে। গল্পের স্টোরিলাইন book description এ দেওয়া আছে, চেক করে নিতে পারেন। তবে একলাইনে বলতে গেলে এটা একটা মূর্তি চুরির কাহিনী।
গল্পের প্রেক্ষাপট হচ্ছে বেনারসে। বলা বাহুল্য এই জায়গাটা কম বেশি সবার পছন্দের। এখনকার যেসব বর্ণনা আছে আমার বেশ ভালো লেগেছে। রহস্য রোমাঞ্চ কার না ভালো লাগে, এই গল্পটাও বেশ জমজমাট, আমার তো ভালোই লেগেছে। মগনলালের সাথে ছিল মছলিবাবার রহস্য।গল্পটা পুজোর সময়ের ঘটনা, আর আমিও ঠিক পুজোর ১৪দিন আগে পড়লাম। যারা পড়েননি অবশ্যই পড়ে ফেলবেন।
Profile Image for Jesan.
141 reviews5 followers
June 9, 2021
মিস্ট্রির বদলে থ্রিলার বলা চলে।তবে গল্পে ফেলুদার মাহাত্ম্য বাড়িয়েছে ভিলেন মগনলাল মেঘরাজ।
Profile Image for Fårzâñã Täzrē.
272 reviews19 followers
September 25, 2025
লালমোহন বাবু জিজ্ঞেস করলেন, ‘দশাশ্বমেধ ঘাটে বিজয়া দশমী দেখেছেন কখনও?’ ফেলুদা বই থেকে চোখ না তুলেই বলল, ‘উঁহু।’ লালমোহন বাবু উৎসাহিত হয়ে বললেন, ‘ওঃ—সে যা ব্যাপার না! সে এক, যাকে বলে, জমজমাট ব্যাপার। সে মশাই আপনি না দেখলে ইয়েই করতে পারবেন না।’ ফেলুদা বলল, ‘কিন্তু আপনি যে-ভাবে বর্ণনা করলেন তাতে আপনার চেষ্টা ব্যর্থ হতে বাধ্য। আপনি উপন্যাস লেখেন, আপনার বর্ণনা এত দায়সারা হবে কেন?’


‘ঠিক বলেছেন, ঠিক বলেছেন,’ লালমোহনবাবু জিভ কেটে ব্যস্ত হয়ে বলে উঠলেন। ‘আসলে প্রায় পঁচিশ বছর হয়ে গেল তো, তাই ডিটেলগুলো সব মাথার মধ্যে তালগোল পাকিয়ে গেছে। এরপর ফেলুদা যা বর্ণনা দিতে শুরু করলো তাতে লালমোহন বাবু অবাক হয়ে তার চোখ কপালে ওঠার অবস্থা।

‘তার মানে আপনি বেনারস গেছেন’, মন্তব্য করলেন জটায়ু।

‘গিয়েছি। তখন কলেজের ছাত্র। হিন্দু ইউনিভার্সিটির সঙ্গে ক্রিকেট খেলতে গিয়েছিলাম।’

লালমোহন বাবুর বেনারস নিয়ে এত উৎসাহের কারণ অবশ্য একটু পরেই জানা গেল খবরের কাগজ থেকে। শিরোনাম হচ্ছে "বারাণসীর মছলি-বাবা" কাগজে বিস্তারিত হিসেবে যা লেখা হয়েছে যে, "বারাণসীতে গত বৃহস্পতিবার এক সাধুবাবার আবির্ভাব শহরে বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে জানা গেল। অভয়চরণ চক্রবর্তী নামক বাঙালিটোলার জনৈক প্রবীণ বাসিন্দা কেদার ঘাটে প্রথম সাধুবাবার সাক্ষাৎ পান, এবং অচিরেই তাঁর অলৌকিক শক্তির পরিচয় পান। সাধুবাবা আপাতত শ্রীচক্রবর্তীর গৃহেই অবস্থান করছেন। ভক্তগণের নিকট ইনি মছলি-বাবা নামে পরিচিত। তাঁরা বলেন, বাবাজী নাকি প্রয়াগ থেকে গঙ্গাবক্ষে ভাসমান অবস্থায় বারাণসীতে এসে পৌঁছেছেন।"


ফেলুদা লালমোহন বাবুকে জিজ্ঞেস করলো, আপনার কি তাকে দর্শন করার ইচ্ছে ��েগেছে?’ লালমোহন বাবু বিগলিত হয়ে বললেন, ‘যেমন-তেমন সাধু হলে হত না, কিন্তু এর মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছেন না আপনি? মছলি-বাবা—নামটাই তো ইউনিক।’ মাস তিনেক হল ফেলুদার হাতে কোনও কাজ নেই। অবশ্য তার একটা কারণ আছে, ফেলুদা বলে একটা ক্রাইমের পিছনে যদি কোনও তীক্ষ্ণবুদ্ধি ক্রিমিন্যালের কারসাজির ছাপ না থাকে, তা হলে সে-ক্রাইমের কিনারা করতে বিশেষ মাথা খাটানোর প্রয়োজন হয় না, আর মাথা না খাটাতে পারলে ফেলুদার তৃপ্তি হয় না। কাজেই কেস মামুলি বুঝতে পারলে সে বেশির ভাগ সময়ই মক্কেলকে ফিরিয়ে দেয়।

লালমোহনবাবু বললেন, ‘আপনার কেস নেই, আর আমার মাথায় গল্পের প্লট নেই। এই প্রথম পুজোয় আমার বই বেরোল না, জানেন তো? ভাবছিলুম কলকাতার এই বদ্ধ আবহাওয়া থেকে বেরোতে পারলে বোধ হয় ব্রেনটা কিছুটা খুলত।’ বেনারস গিয়ে লালমোহনবাবু গল্পের প্লট পেয়েছিলেন ঠিকই; তবে ফিরে আসার দুমাস পরে বড়দিনে তাঁর যে রহস্য উপন্যাসটা বেরোল, সেটার সঙ্গে টিনটিনের একটা গল্পের আশ্চর্য মিল। ফেলুদার কিন্তু গিয়ে সত্যিই লাভ হয়েছিল। ফেলুদার জীবনে সবচেয়ে ধুরন্ধর ও সাংঘাতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাকে এই বেনারসেই লড়তে হয়েছিল। ও পরে বলেছিল—‘এই রকম একজন লোকের জন্যই অ্যাদ্দিন অপেক্ষা করছিলাম রে তোপ্‌সে। এ সব লোকের সঙ্গে লড়ে জিততে পারলে সেটা বেশ একটা টনিকের কাজ দেয়।’

দশাশ্বমেধ ঘাটের রাস্তার উপর পঞ্চাশ বছরের পুরনো বাঙালি হোটেল ক্যালকাটা লজ। তিনজনে গিয়ে সেখানেই উঠলো। এবং এরপর সেখানে মছলি বাবার দর্শনের সাথে সাথে ফেলুদা আবারো পেয়ে গেল নতুন কেস। এবং এই কেসে সাফল্য পেতে কম কষ্ট করতে হয়নি বেচারাকে। কারণ প্রতিদ্বন্দ্বী যে আরো ভয়ানক লোক। সহজে কী হারানো যাবে তাকে! বেনারসে গিয়ে জমজমাট কেসের গল্প জানতে হলে চলুন ঘুরে আসি ফেলুদার সাথে বেনারসের অলিগলি।

🍹পাঠ প্রতিক্রিয়া 🍹

পাঠ প্রতিক্রিয়ায় আমার সবচেয়ে পছন্দের অংশটা আগে বলি তোপসে যেভাবে বলেছে, 'নোমোস্কার মিস্টার মিটার। খসখসে সগম্ভীর দানাদার গলাটা আমাদের সামনে থেকেই এসেছে। এবারে চোখ অন্ধকারে সয়ে এসেছে। একটা সাদা গদি দেখতে পাচ্ছি—আমাদের সামনে কিছুটা দূরে মেঝেতে বিছানো রয়েছে। তার উপরে চারটে সাদা তাকিয়া। একটায় ভর দিয়ে আড় হয়ে বসে আছে একটা লোক, যার শুধু পিছন দিকটা আমরা সেদিন দেখেছি মছলিবাবার ভক্তদের মধ্যে।' মানে এন্ট্রি এত ধামাকায় ভরপুর এই বইয়ের ভিলেনের যে আমার তো দারুন লেগেছে। আবার যখন সে বিদায় দেবার আগে স্পষ্ট কথায় শাসিয়ে দিয়েছে—‘আপনি জেনে রাখবেন মিস্টার মিত্তির যে, আপনি বাড়াবাড়ি যা করবেন তা অ্যাট ইওর ওন রিসক। আর আপনার উপর নজর রাখার বেওস্থা আমার আছে সেটাও আপনি জানবেন।’ মানে এই না হলে ভিলেন! মানে এনার মুখোমুখি হয়ে ফেলুদা পর্যন্ত রোমাঞ্চিত!


যে যতই ডাকসাইটে প্রতিদ্বন্দ্বী হোক না কেন, শেষ পর্যন্ত প্রতিবারই ফেলুদার জয় হয়েছে। কিন্তু এটাও ঠিক যে এই গল্পের মতো সাংঘাতিক প্রতিদ্বন্দ্বীর সামনে এর আগে ফেলুদাকে কখনও পড়তে হয়নি। এবং পুরোটা সময় আমি দুজনের টক্কর উপভোগ করেছি। মানে কেউ কারো থেকে কম নয়।

রায়ের ফেলুদা নিয়ে আসলে নতুন কিছু বলার অবকাশ নেই। ফেলুদা সবসময়ই পছন্দের।
সত্যজিৎ রায়ের লেখনী দারুন। বিশেষ করে জয় বাবা ফেলুনাথে বিশদ বর্ণনা এবং গল্পটা সাজিয়ে পরিবেশন করেছেন সেইরকম একটা স্টাইলে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার চমক ভাঙবে না এইটুকু বলতে পারি। আমি মানে পড়া শুরু করে আর থামাতে পারিনি পড়া শেষ অবধি না যাওয়া পর্যন্ত।

লালমোহন গাঙ্গুলী ছিলেন বলে কমিক টাইমিংটা জমে ক্ষীর। ওনার অংশগুলোতে হেসেছি, মজা পেয়েছি এবং তিন মূর্তি থাকলে আসলে ফেলুদা সিরিজ দারুন জমে যায়। এছাড়া ওই পুঁচকে রুকুকে দেখে তো আমি তাজ্জব বনে গেছি। কী বুদ্ধি! মানে এইটুকু বয়সে আসলে তুখোড় বুদ্ধি এর। সব অবশ্য শেষে জানা যায়।

ফেলুদার গোয়েন্দাগিরি সবসময় উপভোগ করি এখানেও দারুন হয়েছে। আমি বইটা আগে পড়েছি এবং এখন সিনেমা দেখছি‌। সিনেমাটাও সত্যজিৎ এর বানানো তো সেটাও বেশ জম্পেশ বোঝাই যাচ্ছে। ফেলুদা সিরিজের ফাটাফাটি এই বইটি না পড়লেন তো আর কী পড়লেন!

🍹বইয়ের নামঃ "জয় বাবা ফেলুনাথ"
🍹লেখকঃ সত্যজিৎ রায়
Profile Image for Mithun Sarker.
358 reviews2 followers
April 21, 2025
"I was waiting for someone like that. If you can fight with these people and win, it works as a tonic."

Joy Baba Felunath
by Satyajit Ray

Feluda is perhaps one of the most recognizable characters in Bengali fiction; someone has to have heard the name, be it due to movies, books, or shows. Joy Baba Felunath is one of the famous entries in the series. I remember watching the movie when I was little. had bought this book last year but didn't pick it up until now. I enjoyed it; it was fun.



From the cover:
"Feluda has come to Banaras for a vacation with his brother Topshe and friend Lalmohan Babu (Jatayu). They went to the Darbhanga Ghat of Banaras to see the famous Machhli Baba. There, he had a conversation with Umanath Ghoshal. Umanathbabu informs Feluda that a rare and expensive Ganesha idol has been stolen from his father's chest. Umanath Ghoshal's father, Ambika Ghoshal, entrusted Feluda with the task of rescuing the idol."


The start of the book was rather slow; it wasn't bad, but it was the slow burn of the start that didn't excite me much. The middle and the ending were good, and I had a good thrill from them. The main attraction would be the villain of the story, Meghraj, a classic Bengali antagonist-esque character; it had every cliché trait you could think of. It's not a negative aspect but rather the best part; from the introduction to the ending, Meghraj had a menacing presence in the story. The middle part of the story was very enjoyable to me; the constant cat and dog race and the sudden plot point had their effects on the experience.



The overall setting of the story was nice; it's not something out of the world, but rather mild and fun to read at leisure. The characters were good, and Captain Spark's imagination was wild. The ending was classic Feluda style; it brought back memories of watching the movies on Friday nights way back in my childhood.

5 reviews1 follower
June 20, 2020
Adventure follows Feluda everywhere he goes and this is no different. Within the second day of being in Varanasi, Feluda is asked to investigate a crime. When he is asked to investigate the theft of a statuette from the Ghoshal household, Feluda finds himself pitted against the most dangerous man in Varanasi.
Read the entire review on my blog. Link below.

https://theechoesofmysoul.wixsite.com...
Profile Image for Sheikh Marzia Amin.
45 reviews1 follower
April 17, 2021
আসলেই ফেলুদা’র বুদ্ধির কোন জবাব নেয় এতটা ঘোলাতে ঘটনার সমাধান করা আসলেই ছোট বিষয় নয়।
Profile Image for Mehedi  Hasan Mahfuz.
171 reviews27 followers
December 17, 2023
বহু কষ্টে শেষ করলাম 🥱।
প্রথমদিকে তেমনটা টানছিলো না, কিছু কিছু ব্যাপার আগে থেকেই আন্দাজ করতে পেরেছি।
Profile Image for Shawn.
185 reviews8 followers
December 9, 2025
আর কাজ কি আমার কাশী?
মায়ের পদতলে পড়ে আছে, গয়া গঙ্গা বারাণসী। হৃৎকমলে ধ্যানকালে, আনন্দসাগরে ভাসি।
ওরে কালীপদে কোকনদ, তীর্থ রাশি রাশি।
Displaying 1 - 30 of 77 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.