৫ আগস্ট পরবর্তী সময়ে ভারত- বাংলাদেশের সম্পর্ক তলানীতে ঠেকে। এরকম ঘটনা এবারই প্রথম না এর আগেও এমন ঘটেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের সম্পর্ক কখনো উষ্ণ হয়েছে, তবে ন্যায্যতার ভিত্তিতে ছিলো তা বলা যায় না। আওয়ামী লীগ আমলেও ভারতের সাথে পানি চুক্তি খুব একটা ভালো অবস্থায় যায় নি।
লেখক তোহিদ হোসেন (অন্তর্বর্তীকালীন পররাষ্ট্র উপদেষ্টা) দীর্ঘদিন ভারতে পররাষ্ট্র সচীব হিসেবে কর্মরত ছিলেন, কলকাতার উপ কমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন অনেকদিন। ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক দেখেছেন খুব কাছ থেকে।
বলা যায় এই বইটি একজন পররাষ্ট্র সচীবের দৃষ্টিকোণ থেকে দুইটি পার্শ্ববর্তী দেশের সম্পর্কের উত্থান -পতন ও নানা অনুঘটকের কার্যাবলী।
বইটি ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে লেখা। যেহেতু তৌহিদ হোসেন না ছিলেন একজন সাহিত্যিক না একজন একাডেমিশিয়ান সেহেতু বই টিতে সাহিত্য গুণাবলীও নেই, নেই তত্ত্বের কচকচানি। তবে উপভোগ্য। এক বসায় শেষ করা যায়।
"পশ্চিমবঙ্গের প্রসঙ্গ আসলে অনেকেই অনুভূতিপ্রবণ হয়ে পড়েন, যেহেতু ভাষা এক, সংস্কৃতি এক। তবে আমাদের বুঝতে হবে এই সম্পর্কের মাঝখানে আছে একটা সীমারেখা। দুইটি স্বাধীন দেশের ভোগোলিক লাইন। তাই রাজনৈতিক দিক থেকে দেখা লাগে।"