এত ক্ষনে, পড়িলাম তবে
হরষে। জিনিলাম ভয়ে (মহা)কাব্যে,
গৌড়ভাষে, জিতেন্দ্রিয় আজি
তব কৃপাবলে, ভয়ারি আমি।
নারিতে বুঝিবারে সকল
উপমা, নারিতে কহিনু এবে
বাঞ্জনা সতত পারিবারে
বুঝিনু, শুক্ষাতিশুক্ষ
মাধুরী সবে; (অবোধ আমি)
সদা উচ্চ ছন্দমাধুর্যে।
তবে শিখালে সতত তুমি
সত্যভাষে, মনরথসত্য
প্রকাশে অবাঞ্চিতজনে
নির্ভয়ে। শ্রেষ্ঠ কাব্য
রচিল যে নরে তা
নহে এবে কহে দাসে।
পদ্মে বা শশীতে বা
সরবরে, তব কল্পনার
আনে মনে নরপরিচয়
অতি ব্যাবহারে
এ দাসে। (ক্ষম অবোধে)