What do you think?
Rate this book


552 pages, Paperback
First published January 1, 1949
মন খারাপ মানুষের কখন লাগে আর কেন লাগে-- তার কি কোন নিয়ম আছে? কিছুর মধ্যে কিছু না- সব ঠিক- সব ভাল..হঠাৎ শ্রীযুক্ত মন খারাপ এসে হাজির হলেন, যেন আর নড়বেন না এখান থেকে। তা লোক কিন্তু উনি তত খারাপ নন, মানে- মন খারাপ হওয়াটাই যে খারাপ তা কিন্তু ঠিক না-- আমার তো বেশ ভালই লাগে এক এক সময়।বড্ড মন খারাপি বই তিথিডোর। একান্নবর্তী স্নিগ্ধ পারিবারিক জীবনের চালচিত্রের আড়ালে সেই চিরায়ত নির্বেদ নিঃসঙ্গতার ছোঁয়া। সেই নিঃশব্দ বিষণ্ণতার মূল প্রবাহ বয়ে গেছে কোন দিকে? স্বাতী মিত্রকে ঘিরে? রাজেনবাবুকে যে স্পষ্ট করে জানিয়েছিল; বাড়িতে ছাড়া আমার ভাল লাগে না কোথাও, কোন বন্ধু নেই আমার।