Jump to ratings and reviews
Rate this book

সিন্ধু-হিন্দোল

Rate this book
সিন্ধু হিন্দোল কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। ১৯২৭ খ্রিষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে মোট ১৯টি কবিতা রয়েছে। কাব্যগ্রন্থটি "বাহার ও নাহার"-কে (হবীবুল্লাহ বাহার চৌধুরী ও শামসুন নাহার) উৎসর্গ করেন।

কবিতার তালিকাঃ

সিন্ধুঃ প্রথম তরঙ্গ
সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ
সিন্ধুঃ তৃতীয় তরঙ্গ
গোপন প্রিয়া
অনামিকা
বিদায় স্মরণে
পথের স্মৃতি
উন্মনা
অতল পথের যাত্রী
দারিদ্র্য
বাসন্তি
ফাল্গুনী
মঙ্গলাচরণ
বধু-বরণ
অভিযান
রাখী-বন্ধন
চাঁদনী-রাতে
মাধবী-প্রলাপ
দ্বারে বাজে ঝঞ্জার জিঞ্জির

69 pages, Paperback

First published January 1, 1927

2 people are currently reading
131 people want to read

About the author

Kazi Nazrul Islam

162 books274 followers
Kazi Nazrul Islam (Bengali: কাজী নজরুল ইসলাম) was a Bengali poet, musician and revolutionary who pioneered poetic works espousing intense spiritual rebellion against fascism and oppression. His poetry and nationalist activism earned him the popular title of Bidrohi Kobi (Rebel Poet). Accomplishing a large body of acclaimed works through his life, Nazrul is officially recognised as the national poet of Bangladesh and commemorated in India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
22 (53%)
4 stars
16 (39%)
3 stars
2 (4%)
2 stars
1 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Yeasin Reza.
515 reviews88 followers
September 25, 2023
১৯২৭ সালে প্রকাশিত উক্ত কাব্যগ্রন্থে রয়েছে সিন্ধু,গোপন প্রিয়া, অ-নামিকা, দারিদ্রের মতো সব বিখ্যাত কবিতা। প্রায় শত বছর আগে লেখা এসব কবিতার আবেদন এখনো ম্লান হয়নি। নজরুলের কবিতায় একটা সৃষ্টিসুখের উল্লাস আছে। সেই উল্লাসে অনেক সময় পরিমিতি বোধ ভেসে যায় তবু নজরুলের কবিতা এখনো আমাদের আলোড়িত করে।
Profile Image for Zabir Rafy.
312 reviews10 followers
March 25, 2025
হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্‌।
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান।

আরেকজন আছে, যিনি বলিয়াছিলেন "বই কিনে কেউ দেউলিয়া হয় না।"

আমি একই সাথে মহান এবং দেউলিয়া হইছি😁
Profile Image for Shihab Uddin.
289 reviews
April 28, 2024
'হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্‌।
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান
কন্টক-মুকুট শোভা।-দিয়াছ, তাপস,
অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস;
উদ্ধত উলঙ্গ দৃষ্টি, বাণী ক্ষুরধার,
বীণা মোর শাপে তব হ’ল তরবার!'


'এতদিন ছিলে ভুবনের তুমি
আজ ধরা দিলে ভবনে,
নেমে এলে আজ ধরার ধুলাতে
ছিলে এতদিন স্বপনে।'

'পতি যদি হয় অন্ধ, হে সতী
বেঁধোনা নয়নে আবরণ;
অন্ধ পতিরে আখিঁ দেয় যেন
তোমার সত্য আচরণ।'

'দ্বারে বাজে ঝঞ্ঝার জিঞ্জীর,
খোলো দ্বার ওঠো ওঠো বীর!
নিদাঘের রৌদ্র খর কন্ঠে শোনে প্রদীপ্ত আহ্বান—
জয় অভিনব যৌবন-অভিযান!…'
Profile Image for Sohan.
274 reviews75 followers
June 24, 2020
সিন্ধু, অ-নামিকা, গোপন-প্রিয়ার মত দুর্দান্ত কবিতাগুলো কবি চট্টগ্রামে বসে রচনা করেছেন। ১৯২৬ সালে বন্ধু বাহারের নানাবাড়ি চট্টগ্রামে গিয়ে লিখেছেন এই কয়েকটি কবিতা ও কিছু গান। গানগুলো অবশ্য এই গ্রন্থে নেই।
আমি ভাবছি এই, চট্টগ্রামে কবি কিসে এতো motivation পেলেন এমন prepossessing কাব্য রচনার?
Profile Image for Nuhash.
223 reviews7 followers
March 22, 2023
"কিছু জিনিস খুব শক্ত করে আগলে রাখতে হয়। কাউকে যদি খুব ভালবাসো তাকে যত্ন করে হৃদয়ে পুষতে হয়! বিবাগী কাদমী ভুলো মনে তাকে বারবার ফিরিয়ে আনার জন্য কাকুতিমিনতি করতে হয়। বুকের মাঝে দুঃখের সমুদ্র থাকলেও ডুবতে ইচ্ছে করে না!

কাজী নজরুল আমার সেই ডুবন্ত এক তরী! আমার হৃদয়ে যদি শরৎ বাস করে, পুরো শরীর জুড়ে রবী ঠাকুর আর তাদের মাঝে যার বলা কথা নিশ্বাসে আনে সজীবতা তিনি কাজী নজরুল ইসলাম। মানুষটার বলা প্রতিটি শব্দ অন্তরে গগণ শূন্যতা তৈরী করে। বাহিরে থাকা আলো কখন যে নিজের মাঝে চলে আসে বোঝা যায় না খুব একটা! এত নিপুণতা ভরা দুঃখ আর বিদ্রোহ নিয়ে কেউ কবিতা লিখে নি!

"সিন্দু হিন্দোল" যেন মনের গহীনে মরুভূমিতে এক অজলা জল। প্রেম ও মানবজীবনকে কত সহজ ও সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তিনি! আলোর মত জ্বলে উঠে। ঊষার মত ফোটো! তিমির চিরে জ্যোতির মত প্রকাশ হয়ে উঠে মন!

তিনি দুঃখকে নিজের করে পেয়েছেন। তিনি বলেন,
অন্তরে নিষ্পেষিত ব্যথার ক্রন্দন
ফেনা হয়ে উঠে মুখে বিষের মতন!
তুমি রবে আমি রব আর রবে ব্যথা!

শূন্যতাকে কল্লোলময় করে ছুটিয়েছেন নিজের মাঝে।

ঊধ্বে শূন্য, নিম্নে শূন্য, শূন্য চারিধার
মধ্যে কাঁদে বারিধার, সীমাহীন রিক্ত হাহাকার!

যাকে আমি পাই না তাকে অন্য কেউ পায় ক্যামনে। তুমি ভেবে যারে বুকে চেপে ধরি সেই যায় সরে!

নিজেকে উজাড় করেছেন প্রকৃতির মায়ায় আবদ্ধ কষ্টে। তিনি বলেন,
আমাদের শত ব্যথিত হৃদয়ে
জাগিয়ে রহিবে তুমি ব্যথা হয়ে,
হলে পরিজন চির পরিচয়ে
পুনঃ পাব তার দরশন
এ নহে পথের আলাপন!
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.