অ্যাপাচি চীফ: কাজি মাহবুব হোসেন সাদা মানুষ রিচার্ড। কিন্তু অ্যাপাচিদের মাঝেই ওদের কঠিন শিক্ষা-দীক্ষায় বড় হয়েছে সে। এখন আটাশ বছর বয়সে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ভয়ঙ্কর একজন গানম্যানকে অনুসরণ করছে সে। ওর বাল্যবন্ধু এবং শত্রু অ্যাপাচি চীফ নিনোও ওর দলবল নিয়ে অনুসরণ করছে ওকে। মেক্সিকোর সিয়েরা মাদ্রে পাহাড়ে ঘটতে শুরু করল আজব এক নাটক।
ঘায়েল: গোলাম মাওলা নঈম খবরটা শুনেই স্টেজ অফিসের উদ্দেশে ছুটল জন ক্যালকিন। দশ দিন ধরে ক্যামেরনে আটকা পড়ে আছে ও। আবার যাত্রা শুরু করতে পারে জন–যদি স্টেজে একটা আসন পায়। এভাবেই আরম্ভ হলো রোমাঞ্চকর এক কাহিনী।
ডুয়েল: তৌফির হাসান উর রাকিব প্রিয় পাঠক, নাগরিক জীবনের ব্যস্ততাকে পাশ কাটিয়ে, চলুন খানিকক্ষণের জন্য ঘুরে আসি রোমাঞ্চকর বুনো পশ্চিম থেকে। আমাদের প্রত্যাশা, সময়টা বেশ ভালই কাটবে আপনার।
কাজি মাহবুব হোসেনের লেখা দিয়ে ওয়েস্টার্ন সিরিজের যাত্রা শুরু হয় ১৯৮৩ সালে। কাজি মাহবুব হোসেন ওয়েস্টার্ন সিরিজ ছাড়াও পিশাচ কাহিনী ও অনুবাদের বেশ কিছু বই লিখেছিলেন যা অত্যন্ত জনপ্রিয় ছিল। এবং তাঁর প্রথম বই অনুবাদ প্রকাশিত হয়েছিলো ১৯৮২ সালে।
অ্যাপাচি চীফ - ২.৫/৫ হুট করে শেষ হয়ে গেলো, বেশ কিছুটা খাপছাড়া ভাবেই।
ঘায়েল - ৪.৫/৫ পরিস্থিতি মানুষকে বদলে দেয়, তাকে পরিণত করে নতুন মানুষে যার কথা স্বপ্নেও ভাবতে পারে নি হয়তো সে। আউটল, অ্যাপাচি, স্বার্থপরতা, বিদ্বেষ এর ভীড়ে বেঁচে থাকার সংগ্রামের কাহিনী এটি। যেখানে এসে ভাগ্যের সূতোয় একসাথে বাঁধা পরেছে এক ড্রিফটার, এক র্যাঞ্চার, এক জুয়াড়ী, এক স্কুলটিচার সহ আরো অনেকেই। শেষটা হয়তো অন্যরকম হলেও পারতো... মূলত ৫-ই দিতাম, কিন্তু কয়েকটা জায়গা নিজের মনমতো হয়নি বলে আধা খেয়েদিলাম।
ডুয়েল - ৩.৫/৫ মূলত এটা একটা গল্পসমগ্র। তা হলেও, ঘুরেফিরে বারবার এসেছে কিন রাইনার, লায়ন রায়ান এবং এদের নিয়ে আরো জানার আগ্রহও জন্মেছে। গল্পগুলো নানান স্বাদের (না মানে বুনো পশ্চিমের গল্পের স্বাদে যা ভিন্নতা আনা যায় আরকি!)