সৌরভ চক্রবর্তী তার গল্পে তুলে আনেন অবদমিত আকাঙ্ক্ষার স্বরূপ, যার ফলে বদলে যায় আস্ত বাস্তব। কখনও নারী আর কুক্কুরী হয়ে ওঠে সমার্থক- সমাজের চোখ দিয়ে দেখা এই সমপ্রাণবাদ কাহিনিকে নিয়ে যায় মানসিক অন্ধকারে। তাই মৎস্যকন্যার পুরাণকল্পে নির্মিত প্রেম শেষপর্যন্ত ফেলে রেখে যায় আদিজীর্ণ জীবনের মিলনাকাঙ্ক্ষা- যা আসলে অধরা, যার থেকে জন্ম হয় ভিন্ন রূপকথার।