সভ্যতার এগিয়ে যাওয়া যার হাত ধরে, সেই বিজ্ঞানকে যদি জটিল, দুর্বোধ্য বা আনন্দহীন মনে হয়, তাহলে জানবেন সেটি আপনার সমস্যা নয়। দায়ী হচ্ছেন লেখক, যিনি সহজ এবং আনন্দময় করে বিজ্ঞানকে আপনার সামনে তুলে ধরতে পারেননি। ‘আয় দেখি ফুটোস্কোপ দিয়ে’ বিজ্ঞান ছড়ার সংকলন। ছড়ার মাধ্যমে বিজ্ঞানকে সহজ করে পাঠকের সামনে তুলে ধরাই যে বিজ্ঞান ছড়া লেখার ব্যতিক্রমী উদ্যোগের পেছনের উৎসাহ তা ছড়াকার রোমেন রায়হানের লেখা এই বইয়ের যে কোনো ছড়া পড়লেই বোঝা যাবে। নিশ্চিত করেই বলা যায় বিজ্ঞান ছড়ার বই ‘আয় দেখি ফুটোস্কোপ দিয়ে’ বিজ্ঞান বিষয়ে পাঠককে আগ্রহী করে তুলবে।