বহুদিন আগে শুরু করে ফেলে রাখা বইটি অবশেষে শেষ করতে পারলাম। কিরীটীর ৫ টি গল্প আর উপন্যাস নিয়ে এই খন্ড, এর মধ্যে শেষ দুটি বিশেষ করে বৌরানীর বিল খুবই ভালো, বাকিগুলো গড়পড়তা বা তার চেয়েও কম। কালো ভ্রমর চরিত্রটির কথা অনেক জায়গায় প���়লেও কাল ভ্রমরকে নিয়ে লেখা বড় গল্প কিরীটীর আবির্ভাব বড় হতাশ করেছে। বোধহয় ব্যোমকেশের সমসাময়িক সেকালের জনপ্রিয় চরিত্র কিরীটী লম্বায় সাড়ে ছয় ফুট, গৌরবর্ণ, বেজায় সাহেবি তার চালচলন, টাকাপয়সারও অভাব নেই, গোয়েন্দাগিরি তার পেশা নয় বরং নেশা। অন্য মূল চরিত্রগুলোও হয় জমিদার নয় বড় ব্যবসায়ী বা উচ্চবিত্ত পরিবারের এবং প্রায় সবাই সাহেবি চালচলনে অভ্যস্ত, গড়পড়তা বাঙালি নয় মোটেও। কিরীটী রায় তেমনি ব্যোমকেস বক্সী বা ফেলুদার মতো পাশের বাড়ির মানুষ বা আপন নয় কেমন যেন কষ্টকল্পিত, অবাস্তব। অনেক ক্ষেত্রে গল্পের প্লট দূর্বল, আবার কখনো প্লট ভালো কিন্তু লেখার স্টাইলের সাবলীলতার অভাব সেভাবে মনকে ছুঁয়ে যেতে পারে নি। যদিও এটি প্রথম খন্ড মাত্র, পরের গুলোতে লেখা আরও ভালো হতে পারে, আশা করি সেগুলো পড়ার সুযোগ হলে কিরীটী রায়ের রহস্যভেদ হয়তো আরও ভালো লাগবে।