স্মৃতি একটা আশ্চর্য শব্দ। অদ্ভূত সব অনুভূতি এক সঙ্গে নিয়ে হাজির হয় সব সময়। সুখ থেকে দুঃখে অথবা দুঃখ থেকে আনন্দে--তার অবাধ যাতায়াত। এই বইটাতেও স্মৃতি-যাপন তেমন করেই এসেছে। এক এক জনের সঙ্গে কাটানো সময়কে জীবন মুড়েছে এক এক রকম অনুভূতি দিয়ে। কারও সঙ্গে সুখ, কারও সঙ্গে ছেলেমানুষি, কারও সঙ্গে নির্মল আড্ডা আবার কারও সঙ্গে অভিভূত সময় কাটিয়েছি। পান্তাভাতে --সেই সব যাপনেরই মৌতাত।
কবি, গীতিকার, লেখক, চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্য ও সংলাপ লেখক গুলজার জীবনে বহু প্রতিভাশালী মানুষের সান্নিধ্যে এসেছিলেন। সেই স্মৃতির রেখা ধরেই এই বইটির সূচনা এবং পরিপূর্ণতা। দুঃখ, সুখ, আনন্দ, বিষাদ, কাজ, বন্ধুত্ব সব মিলেমিশে একাকার হয়ে গেছে। বিমল রায়, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, উত্তম কুমার, কিশোর কুমার, সত্যজিৎ রায়, রাহুল দেববর্মন, সঞ্জীব কুমার, সমরেশ বসু, পন্ডিত রবিশঙ্কর, মহাশ্বেতা দেবী, সুচিত্রা সেন এবং আরো মানুষের কথা আছে এই বইটিতে। দে'জ পাবলিশিং-এর এই বইটি নির্মাণ করেছেন সঞ্চারী মুখোপাধ্যায়।