কালো ঘুটঘুটে অন্ধকারে এক টুকরো আলো হয়ে সমস্ত সৃষ্টির রহমত স্বরূপ আগমন ঘটে জগতের শ্রেষ্ঠ মানব, আল্লাহ্ তায়ালার প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, সমগ্র মানবজাতির আদর্শ, নবী আগমনের সিলমোহর, নবীগণের সর্দার মুস্তফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাসিম (সাললাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। তিনি এমন এক গোত্র, এমন এক সমাজ থেকে উঠে এসেছিলেন যেখানে সামাজিক মর্যাদার বিষয়ে সকলের নিরন্তর আগ্রহ কিন্তু এমন এক সমাজে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন একেবারেই ব্যতিক্রম। তার ছিল না কোনো নাম, ডাক বা বংশ পরিচয়ের লোভ, না ছিল কোনো ক্ষমতার দাম্ভিকতা, তার বদলে ছিল মাটির মানুষ হয়ে থাকার অনন্য অভিলাষ। নবীজীর জন্য ভালোবাসা তখনই পূর্ণতা পাবে যখন আমরা নিজেদের মধ্যে নবীজীর সুন্নাহ কে, তার জীবনকে ধারণ করতে পারব। সত্যিকারের মুক্তি তো সে পথে, যে পথে পদচিহ্ন রেখে গিয়েছেন জগতের শ্রেষ্ঠ মানব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবি জীবনের গল্প বইটি কোনো হাদিস সংকলন নয়, নয় কোনো গৎবাঁধা ধারায় লেখা বই। সম্পূর্ন ভিন্ন আঙ্গিকে, নবীজীর (সা:) জীবনের টুকরো টুকরো অংশ নিয়ে আরিফ আজাদ ভাইয়া তার শব্দের ঝঙ্কার তুলেছেন নবি জীবনের গল্প বইটিতে।
তার অসাধারণ শব্দ চয়ন, মন কেড়ে নেয়া রচনাশৈলী দিয়ে পরতে পরতে বইটিকে সাজিয়েছেন যেন পাঠক তার উপন্যাস, জীবনী ও সীরাত পাঠের তৃষ্ণা এই একটি বই দিয়েই পূর্ন করতে পারেন।
বইটি মূলত, নবীজীর সা: বিস্তারিত জীবনে পাঠে পাঠকদের আগ্রহী করে তোলার একটা সুনিপুণ কৌশল।
তবে বইটিতে লেখক সংযোজন করেছেন কিছু হারিয়ে যাওয়া সুন্নাহ। ও সুনিপুণ কৌশলে যুক্ত করেছেন কিছু সত্যি কথা, যা মানুষ শুনতে আগ্রহী নয়।
বেক্তিগত ভাবে এই বেশ অনেকদিন পরে আমি আবার কোনো বই এ ৫ স্টার দিতে বাধ্য হচ্ছি।
মা শা আল্লাহ।
এত চমৎকার লিখন পদ্ধতি, এত সুন্দর শব্দ বিন্যাস কর না মন কেড়ে নেয়!