বই টা অসাধারণ। বর্তমান সময়ে স,ম,কা,মি,তা সম্পর্কে অনেক বেশি নিউজ ভাইরাল।এই বইটা এই বিষয় নিয়ে লেখা,যেখানে এটা কাদের হাত দিয়ে বর্তমান সময়ে তৈরী।কার মদদপুষ্ট, এটা পিছনে কত বড় ব্যবসা আছে,এর কি কি সমস্যা হতে পারে-শারীরিক,মানসিক, পারিবার ও সমাজের উপর তা অনেক সুন্দর ভাবে বোঝানো আছে।এটা বুঝতে বাকি থাকবে না,এটা অনেক বড় ধোঁকা। আমাদের কি করা উচিত, এদের কিছু প্রশ্নের উত্তর, শেষ ইসলামিক দিক থেকে এই বিষয়ের সমাধান সব মিলিয়ে বইটা অনেক সুন্দর হয়ে।