Recently শক্তিসাধনা আমায় খুব টানছে ...। কালীপূজোর প্রাক্কালে এই বইটা just can't resist. .....
দেবীর আদি থেকে মহাবিদ্যা হয়ে শ্যামাসঙ্গীতের একটা দারুন সংগ্রহ (বইটির শেষে) অনবদ্য। কিন্তু শক্তিসাধনার সমস্ত বই এর মতই এই বইটিও আমার মনে অনেক প্রশ্ন রেখে যায় ।
দেবীই যদি সব করাচ্ছেন, তবে আমরা আর এত খেটে career গড়ি কেন? then again, আমি কি খুব materialistic হয়ে গেলাম?
দেবীর নিরাকার রূপ তৈরি হল কি করে? দেবীর আদিতে কি ছিল?
দেবীর রূপের এবং backstory বিশ্লেষণ অসাধারণ । মহাকাল ও দেবীর নিরাকার রূপের বিশ্লেষণও বেশ ভাববার বিষয়।
আর সাধকদের গল্পগুলি ছেলেবেলা মনে করিয়ে দিল, কিন্তু কোন বিখ্যাত সাধিকা নেই? ironically, দেবী বা শক্তি কিন্তু বরাবরই হিন্দু শাস্ত্র মতে নারী রূপেই আসেন।
P.S.আগমবাগীশ এর গল্পটা জেনে আমারও ভারী শখ হয়েছে দেবীকে দেখার...like real-life..... ধৃষ্টতা হয়ে গেল মনে হয়.................. কি জানি............... (রামকৃষ্ণ দেবের দেবী দর্শন is very unique too, কেমন জানি Interstellar and Gravity মনে করায়)।