আমি জীবনে মানুষকে বেশি ভয় পাই।কারণ এ জীবনে মানুষই আমাকে সবচেয়ে বেশি ভয় দেখিয়েছে৷ আমি বন্ধুত্ব করতে ভয় পাই। সম্পর্কের জাল বুনতে পাই ভয় পাই। মৃত্যুকে ভয় পাই। নিজের নয় পরের মৃত্যুকে।
কুটে কুটে মিস্ট্রি দেয়া৷ আমাদের সবার জীবনেই আবিরের মতো কিছু মানুষ আছে৷ :"| তাই নিজের জীবনের উমা নিজেকেই হতে হবে৷