এপার বাংলায় সাম্প্রতিক কল্পবিজ্ঞানচর্চার একমাত্র মাধ্যম হল কল্পবিশ্ব পত্রিকা। ২০১৯ সালে তাতে প্রকাশিত লেখাপত্রের এই নির্বাচিত সংকলনটি পড়ে বেশ ভালো লাগল। আমার পছন্দের লেখাগুলো ছিল~ ১. অভিজ্ঞান রায়চৌধুরী'র 'ফেক নিউজ': ব্ল্যাক মিররের যেকোনো এপিসোডকে টেক্কা দেবে এই সরস অথচ ভয়ংকর গল্পটি। ২. সৌম্যসুন্দর মুখোপাধ্যায়ের 'স্মৃতিমধুর': ভবিষ্যতের প্রযুক্তির ব্যবহার নিয়ে দারুণ একটি রহস্য গল্প। ৩. গৌতম গঙ্গোপাধ্যায়ের 'পুনরাগমনায় চ': মারাত্মক অতীত ও ডিস্টোপিক ভবিষ্যতের পটভূমিতে আশার জয়গান। ৪. গুরনেক সিঙের 'হারানো ছেলে': মর্মান্তিক একটি গল্প। এটি পড়তে গিয়ে আবারও মনে হল, গুরনেক সিঙের অন্য লেখাগুলো কি পুনরুদ্ধার করা যায় না? ৫. মোহাম্মদ সাইফূল ইসলামের 'অকুলাস রোবটিকা': এও এক কাহিনি যা স্বচ্ছন্দে ব্ল্যাক মিররের এপিসোড হয়ে উঠতে পারে গভীরতা ও সম্ভাব্যতায়। ৬. দেব কুমার বসু'র 'সত্যান্বেষী ২০৪৫': 'চিড়িয়াখানা'-র সার্থক নবকলেবর এবং এক নতুন অবতারে প্রিয় সত্যান্বেষীকে ফিরিয়ে দেওয়ার জন্য লেখককে ধন্যবাদ। ৭. দেবলীনা চট্টোপাধ্যায়ের 'পিউপা': রুদ্ধশ্বাস বায়োথ্রিলার! বাংলায় কল্পবিজ্ঞান তথা কল্পকাহিনির অনুরাগী হলে আলোচ্য বইটি অবশ্যই পড়তে অনুরোধ করব।