৩.৫/৫
দীর্ঘদিন যাবৎ সৈয়দ মনজুরুল ইসলামের গল্প পড়ে তার সবলতা ও দুর্বলতা সম্বন্ধে মোটামুটি ধারণা জন্মেছে। দুর্বলতা - অতিনাটকীয় গল্পের প্রতি ঝোঁক যা গল্পবয়ানের বাস্তবানুগতা ছাপিয়ে দৃষ্টিকটুভাবে ধরা পড়ে। সবলতা - মজলিশি গদ্য ও বিস্ময়কর উপসংহার প্রদানে দক্ষতা, চরিত্রদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ইত্যাদি। এ বইতে লেখকের সবলতা দুর্বলতা দুটোই পুরোমাত্রায় আছে। "প্রেম" গল্পের রূপা সত্যিকার প্রেমের দেখা পায় না। এর কারণ এই নয় যে তাকে কেউ ভালোবাসেনি বা সে কাউকে ভালোবাসতে চায় না। কারণটা হচ্ছে, প্রেম সম্পর্কে বয়ঃসন্ধিকাল থেকে যে ধারণা রূপার মনে বাসা বেঁধেছে তার সাথে বাস্তবজীবনের প্রেম পাল্লা দিয়ে পারে না। রূপার মনস্তত্ত্ব লেখক নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।"যুদ্ধযাত্রা" গল্পের টোকন যুদ্ধে অংশ নিতে চায়, আবার ভয়ও পায়। না যাওয়ার জন্য তার অজুহাত দীর্ঘ হতে থাকে। টোকনের এই দোদুল্যমান অবস্থার সাথে আমি নিজে সহজাত একাত্মতা বোধ করেছি। মনজুরুল ইসলামের লেখা যেহেতু, বিরক্ত হওয়ার প্রশ্নই আসে না। পড়ার সময়টা ভালো কেটেছে।