Bibhutibhushan Bandyopadhyay (Bangla: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়) was an Indian Bangali author and one of the leading writers of modern Bangla literature. His best known work is the autobiographical novel, Pather Panchali: Song of the Road which was later adapted (along with Aparajito, the sequel) into the Apu Trilogy films, directed by Satyajit Ray.
The 1951 Rabindra Puraskar, the most prestigious literary award in the West Bengal state of India, was posthumously awarded to Bibhutibhushan for his novel ইছামতী.
তিরোলের বালা: এই বইয়ের সবচে পছন্দের গল্প। আস্তে আস্তে বিল্ডআপের পর এইরকম একটা এন্ডিং কল্পনাতীত ছিল। ঐ যুগের " হরর" গল্পের বিরল একটা উদাহরণ।
পেয়ালা: একটা জড়বস্তু দিয়ে এরকম গল্প বের করে আনা বিভূতির মুন্সিয়ানার প্রমাণ।
গঙ্গাধরের বিপদ: এই গল্পটার প্রতি আমার আলাদা একটা আকর্ষণ আছে।স্কুল লাইফে এই গল্প দিয়ে আমার বিভূতি পাঠের শুরু হয়েছিল।বেশ সুন্দর একটা প্লট।
হররের দিকে বিভূতি বাবু অনেক এগিয়ে ছিলেন তার সমকালীন দের থেকে। শীত বা বর্ষার ঠাণ্ডা রাতে কম্বল কাথা মুড়ি দিয়ে মজা করে পড়া যায় এমন।যদিও সব গল্প ভাল নয় অবশ্য, কিন্ত ভাল গুলো পড়লে সেই হতাশা অনায়াসে চাপা পড়ে যায়।
আজকেই ভয় সমগ্রটা পড়া শেষ করলাম। ভয় সমগ্র অনেকের আছে , আমি পড়েছি বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় এরটা । সত্যি বলতে কি, কোনো বই ভালো লাগা না লাগার পেছনে আমাদের ব্যক্তিগত ইচ্ছা বা ভাব বেশ ভূমিকা রাখে। তো , আমার যে বই ভালো লাগলো অন্য কারো তা না ও লাগতে পারে। এতে আমার কিছু করার নেই, আমি বড়জোর আমার মত দিতে পারি। এবার বইয়ের কথায় আসি, আমার কাছে একটা বই ভালো লাগার জন্য ঐ বই এর ভাইব টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই হিসেবে এই বই টার ভাইব আমার মন্দ লাগেনি । এই বই টা ভয় সমগ্র না বলে অলৌকিক সমগ্র বললে ভালো হয় , কারণ বইটাতে ভয়ের গল্প তেমন নেই। সোজা কথায় যারা রাতের ঘুম হারাম করা টাইপ গল্প খুঁজছেন তাদের এটা রূচবে না ।বইটা পড়ার সময় বেশ জমাট আড্ডায় বসে গল্প শোনার মতো মনে হয়েছে আমার কাছে। যেমন আড্ডায় একেকজন একেকরকম আজগুবি গল্প শোনায় ঠিক তেমন। মোদ্দা কথা মন্দ না 😄 বইয়ের মধ্যে এই গল্পগুলো ভালো লেগেছে: ১.মেঘমল্লার ২. তারানাথের গল্প ১ ৩. উপসর্গ বইটা ৩৫৯ পৃষ্ঠার, যেটা শেষ করতে আমার লেগেছে ৩ দিন এর মধ্যে বিরক্ত হইনি কারণ, প্রতিটা গল্পে নতুন ঘটনা। পার্সোনাল রেটিং: ৭/১০