Jump to ratings and reviews
Rate this book

অদ্ভুতুড়ে #12

পটাশগড়ের জঙ্গলে

Rate this book
জয়পতাকাবাবু ভজুরাম মেমোরিয়াল স্কুলের নামকরা অঙ্কের মাস্টারমশাই। ছেলেরা তাঁকে ভয় খায় বটে, কিন্তু বীর বলে মনে করে না। কিন্তু একদিন শহরের লোকজন বিস্মিত হয়ে দেখলো, শহরের বিখ্যাত ষাঁড় কালুর পিঠে জয়পতাকাবাবু সওয়ার হয়ে বসে আছেন এবং কালু ভীত ও বিস্মিত হয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য ছুটছে। পিঠ থেকে জয়পতাকাবাবুকে নামানোর জন্য ছুটতে ছুটতে কালু গিয়ে পড়লো পটাশগড়ের ভয়াবহ জঙ্গলের মুখে। এই জঙ্গলে বাঘ, ভালুক, চিতা, গণ্ডার, জোঁক, সাপ, বিছে সবই আছে। আরো আছে ভুতুড়ে জলা, চোরাবালি, গভীর খাদ। পটাশগড়ের আরও নানা বদনাম আছে। বাঘা শিকারি শ্যাম লাহিড়ী অবধি পটাশগড়ে একেবারের বেশি দুবার ঢোকেননি। জয়পতাকাবাবু কি ফিরতে পারবেন?

108 pages, Hardcover

First published January 1, 1989

14 people are currently reading
406 people want to read

About the author

Shirshendu Mukhopadhyay

414 books933 followers
শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক।

তিনি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ময়মনসিংহে (বর্তমানে বাংলাদেশের অংশ) জন্মগ্রহণ করেন—যেখানে তাঁর জীবনের প্রথম এগারো বছর কাটে। ভারত বিভাজনের সময় তাঁর পরিবার কলকাতা চলে আসে। এই সময় রেলওয়েতে চাকুরিরত পিতার সঙ্গে তিনি অসম, পশ্চিমবঙ্গ ও বিহারের বিভিন্ন স্থানে তাঁর জীবন অতিবাহিত করেন। তিনি কোচবিহারের ভিক্টোরিয়া কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শীর্ষেন্দু একজন বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি আনন্দবাজার পত্রিকা ও দেশ পত্রিকার সঙ্গে জড়িত।

তাঁর প্রথম গল্প জলতরঙ্গ শিরোনামে ১৯৫৯ খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সাত বছর পরে সেই একই পত্রিকার পূজাবার্ষিকীতে তাঁর প্রথম উপন্যাস ঘুণ পোকা প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা তাঁর প্রথম উপন্যাসের নাম মনোজদের অদ্ভুত বাড়ি

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
268 (34%)
4 stars
331 (43%)
3 stars
138 (17%)
2 stars
27 (3%)
1 star
5 (<1%)
Displaying 1 - 30 of 46 reviews
Profile Image for Aishu Rehman.
1,106 reviews1,084 followers
October 13, 2019
ভজুরাম মেমোরিয়াল স্কুলের সাথে কালীতলা স্কুলের ফুটবল ম্যাচ। নামকরা দুই টিমের খেলা। মাঠে কাতারে কাতারে লোক জড়ো হয়েছে খেলা দেখতে। স্বয়ং জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত পুরষ্কার বিতরণীর জন্য। সুতরাং বুঝায় যায় এই খেলার গুরুত্ব। কিন্তু দুঃখের বিষয় হলো, এই ফুটবল টিমে ভুতুর জায়গা হয় নি। ভুতু হলো এই শহরের সবচেয়ে বিচ্ছু ছেলে। বাবা-মা নেই। বিধবা পিসির কাছে মানুষ হচ্ছে।

ভজুরাম মেমোরিয়াল স্কুলের ক্লাস এইটের ছাত্র। পড়ালেখায় ভালো না তবে খেলাধূলার মাধ্যমে প্রায়ই পুরষ্কার জুটে। এবার ফুটবল টিমে জায়গা না হওয়ার কারণ হলো, ইংরেজি ক্লাসে হেডস্যারের টেবিলের নিচে কাকড়া বিছা রেখেছিলো ভুতু। তাই স্যার রেগেমেগে অপরাধের শাস্তি হিসেবে টিমে জায়গা দিলো না ভুতুকে। আর ভুতুর হলো এতে প্রচন্ড রাগ। ফুটবল খেলা ভেস্তে দেয়ার জন্য খেলার দিন মাঠে ছেড়ে দিলো কালুকে। কালু এই এলাকার সবচেয়ে প্রকান্ড, রাগী ষাঁড়। সবাই তাকে মান্যগণ্য করে চলে। মাঠে ঢুকে প্রচন্ড তান্ডবলীলা চালাতে শুরু করলো কালু। তান্ডব সামলাতে এগিয়ে এলো জয়পতাকাবাবু।

লালসালু দিয়ে কালুর সাথে যুদ্ধ শুরু হলো জয়পতাকা বাবুর। জয়পতাকা বাবু হলেন ভজুরাম মেমোরিয়াল স্কুলের অঙ্কের শিক্ষক। যাই হোক, কালুর সাথে যুদ্ধ চলাকালীন সময় হটাৎ করে মাঠের সবাই দেখলো কালুর পিঠের উপর জয়পতাকা বাবু। আর কালু পাগলের মতো ছুটছে। ছুটতে ছুটতে কালু বেরিয়ে গেলো মাঠ থেকে। জয়পতাকা বাবুকে পিঠের উপর নিয়ে ছুটতে ছুটতে পৌছঁলো পটাশগড়ের জঙ্গলে। যে জঙ্গলে কেউ যায় না। দিনের বেলাতেই যে জঙ্গলকে ভূতুড়ে মনে হয়। সেই জঙ্গলে জয়পতাকা বাবুকে নিয়ে ফেললো কালু। পরের দিন সকালে কালুকে আবার দেখা গেলো বাজারে। কিন্তু খবর নেই জয়পতাকা বাবুর। এ কি কান্ড...? কালু নিয়ে কোথায় ফেললো..? শহরের সবাই দেখেছে কালুকে জঙ্গলের দিকে যেতে! কালু সেখান থেকে ফিরলো আর জয়পতাকা বাবু উধাও..?
Profile Image for সালমান হক.
Author 66 books1,973 followers
May 28, 2021
ইয়ে মানে, ষাড়ের গুতো এবং ধুতি কাছা দেয়া বাঙালি ম্যাটাডোর জয়পাতাকা বাবুকে(বাবার নাম জয়োল্লাস, দাদার নাম জয়ধ্বনি) নিয়ে শুরু হওয়া উপন্যাসটা যে কখন কল্পবিজ্ঞান এবং সমান্তরাল বিশ্বের মত জটিল সব টপিকে এসে শেষ হলো টেরই পেলাম না। কি চমৎকার উপস্থাপন!
Profile Image for Zihad Saem.
124 reviews6 followers
September 22, 2025
দুর্দান্ত। আগে কেন পড়লাম না। তার জন্য আফসোস হচ্ছে।
Profile Image for Arifur Rahman.
26 reviews2 followers
June 22, 2022
হাসির খোরাক আর সায়েন্সফিকশনের মশলা নিয়ে শীর্ষেন্দুবাবু সাজিয়েছেন 'পটাশগড়ের জঙ্গলে '। মজার ব্যাপারটা হলো যখন "জয়পতাকাবাবু কালুকে পরাস্ত করতে পারায় শহরের একপ্রান্তে উনার সাহসিকতায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান আবার অন্যদিকে শিবের বাহক কালুর পিঠে চড়ায় জয়পতাকাবাবুকে ধিক্কার সভা অনুষ্টিত হবে। কিন্তু দুই সভারই সভাপতি পৌরঅভিভাবক ব্যোমকেশবাবু! তাই দুই সভার জন্যে দুইরকম বক্তৃতা তিনি মুখস্ত করছেন 😄 " হাসিতামাশা সবকিছু মিলিয়ে দারুন এডভেঞ্চারধর্মী উপন্যাস এইটা।
Profile Image for Riju Ganguly.
Author 37 books1,867 followers
December 23, 2022
বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যে শীর্ষেন্দু'র অবদান নিয়ে আলোচনা প্রায় হয়ই না। কিন্তু মজা আর আপাত 'অদ্ভুতুড়ে' ভাবনার আড়ালে এই মানুষটি যে শিশু-কিশোর পাঠকদের মনে কত প্রশ্নের জোনাকি জ্বালিয়েছেন, তার ইয়ত্তা নেই।
এই কাহিনিটি যথার্থ কল্পবিজ্ঞান হয়তো নয়; কিন্তু এমন সার্থক সায়েন্স-ফ্যান্টাসি সর্বার্থে বিরল।
তারই সঙ্গে আছে রোমাঞ্চ, আছে মজা, আর আছে শেষ লাইনের অমোঘ টুইস্ট।
অতুলনীয় লেখা। পূজাবার্ষিকী আনন্দমেলায় পড়ে ফিদা হয়েছিলাম। পরে বই আকারেও পড়েছিলাম। আর একেবারে হালে আবার পড়লাম কিশোর উপন্যাস সমগ্র-তে।
এ-সব লেখাকে জাতির সম্পদ হিসেবে সংরক্ষণ করা উচিত, মাইরি!
Profile Image for Antu Paul.
114 reviews83 followers
March 23, 2025
সিরিজের শুরুর দিকের গল্পগুলোর মতো দুর্দান্ত কমেডি; সাথে অদ্ভুতুড়ে সাই-ফাই আর সাসপেন্স! এককথায় এনজয়েবল।
Profile Image for সন্ধ্যাশশী বন্ধু .
369 reviews12 followers
October 22, 2022
জয়পতাকা স্যারের ষাড়ের সাথে লড়াই,ভুতুর অভিযান,জয়ধ্বনি আর শ্যাম লাহিড়ির বাকযুদ্ধ,বোমক্যাশের বোকামি। সব মিলিয়ে ভালোই। তবে কেন জানি চিরায়ত স্বাদটা পাইলাম না।
Profile Image for Saumen.
255 reviews
October 18, 2023
ওয়ান অফ দ্যা কুলেস্ট অদ্ভুতুড়ে এভার। টাইম ব্যারিয়ার, ফ্রিকোয়েন্সী চেঞ্জ, ছয়মাত্রার ইকুয়েশন,প্যারালাল ওয়ার্ল্ড কি নেই! মানে পুরোদস্তুর কল্পবিজ্ঞান। তাও মাত্র ১০০ পাতায়!গড টিয়ার লেখা একেই বলে। এটা অন্যান্য অদ্ভুতুড়ে থেকে অনেক আলাদা।

মাঝে ষাড়টা ঢুকে একটু রসবৃদ্ধি করেছে।

খুব সুন্দর। ভেরি গুড।

বি.দ্র: আজকাল সানডে সাসপেন্স অদ্ভুতুড়ে সিরিজের অডিও রূপান্তর করছে। এই গল্পটাকে তাদের নজরে আনা দরকার।
Profile Image for Nusrat Mahmood.
594 reviews737 followers
January 29, 2017
যতক্ষণ কালু নামের ষাঁড় এর কথা হচ্ছিল ততক্ষন ভাল লাগছিল! কালু গেল আর মজাটাও যেন অর্ধেক নিয়ে গেল। এখন আবার হেটারস রা বলবে চতুষ্পদ প্রাণীর প্রতি আমার গভীর ভালবাসা আছে।
Profile Image for Preetam Chatterjee.
6,900 reviews370 followers
July 10, 2025
আমি এই গল্পটা প্রথম পড়েছিলাম আনন্দমেলা পূজাবার্ষিকী ১৯৮৯-তে। তখনও বুঝিনি—জঙ্গল, ষাঁড়, কেল্লা আর অঙ্কস্যারের মধ্যে এমন অদ্ভুত এক রসায়ন লুকিয়ে আছে যা পরে কিশোর কালের অমোচনীয় স্মৃতি হয়ে যাবে। শীর্ষেন্দু বাবুর ‘পটাশগড়ের জঙ্গলে’ ঠিক তেমনই একটা উপন্যাস, যা অদ্ভুতুড়ে সিরিজের বাইরে গিয়েও বাংলা সাহিত্যের কল্পবিজ্ঞান-ফ্যান্টাসি জঁরকে একটা জরুরি ধাক্কা দিয়ে যায়—তাও একেবারে সায়েন্সের টার্মস-এ নয়, ছেলেবেলার কল্পনার ভাষায়, চায়ের দোকানের আড্ডার ঘ্রাণ মাখিয়ে।

গল্পের শুরুতেই মাঠে ফুটবল খেলা, ষাঁড় কালুর হঠাৎ প্রবেশ, আর তারপর একেবারে চলচ্চিত্রের মতো ফ্রেমে উঠে আসে—জয়পতাকাবাবুর কালুর পিঠে উঠে জঙ্গলে চলে যাওয়া। যেন ‘মনোজদের অদ্ভুত বাড়ি’-র স্প্যানিশ বুলফাইটার সাজার মহড়া আরেকবার ফিরে এলো, শুধু এবার গরুর বদলে ষাঁড়, বর��াচরণের বদলে অঙ্কস্যার। অথচ এই অনুরণন পুরোটাই চমৎকারভাবে নতুন করে লেখা, পরিচিত টেম্পলেটের ওপর অনন্য একটি গল্পের ক্যানভাস গড়ে তোলা।

��ঙ্গলের মধ্যে এক দুর্গ—কখনো চোখে পড়ে, কখনো মিলিয়ে যায়, ধ্বংসস্তূপ কিংবা আলোকময় রাজকীয়তার ভঙ্গিতে হাজির হয়, আবার পুরোপুরি গায়েবও হয়ে যেতে পারে। কে বানিয়েছে, কেন বানিয়েছে, সে সব অজানা; কিন্তু জানা যায় দুর্গটি আসলে গ্রহান্তরের উন্নত জীবের তৈরি আশ্রয়স্থল। আধা-দর্শন, আধা-বিজ্ঞান মিলে এখানে ঢুকে পড়ে কোয়ান্টাম মেকানিক্স, রেজোন্যান্স, অদৃশ্য হওয়ার তত্ত্ব—এসবই, কল্পনার চাদরে মোড়া হয়ে আসে আমাদের সামনে। টাইম বেরিয়ার আছে, টাইম লুপ আছে, এমনকি চোরাবালির মধ্যেও রয়েছে ‘রিডিমেবল’ পাথ, যদি তুমি ঘড়ির কাঁটার দিকে সরে সরে চলতে পারো।

এই যে বিজ্ঞান আর রোমাঞ্চের ককটেল, সেটা এতটা মসৃণভাবে গাঁথা যে মনে হয় না একটা কিশোর উপন্যাস পড়ছি, মনে হয় যেন স্টার ট্রেক বা এইচ জি ওয়েলসের টাইম মেশিনের বাংলা শাখা আবিষ্কার করে ফেলেছি। অথচ কোথাও কোনো অতিবাগ্ন্যতা নেই। প্লট সরল, চরিত্র কম—এই অর্থে বইটি আগের ‘ঝিলের ধারে বাড়ি’র মতো গুলিয়ে যায় না, বা ‘নৃসিংহ রহস্য’র মতো প্রেডিক্টেবলও নয়। গল্প একেবারে খাপে খাপে বসানো।

সবচেয়ে দারুণ লাগে চরিত্রগুলির টোনাল ভ্যারিয়েশন। ব্যোমকেশ নামের এক চতুর রাজনীতিবিদ আছেন—যিনি একাধারে প্রশংসা সভা ও ধিক্কার সভা দুটোতেই সভাপতিত্ব করতে চান। শীর্ষেন্দুর এই মৃদু রাজনৈতিক ব্যঙ্গ অদ্ভুতুড়ে সিরিজে এবারই প্রথম এত সরাসরি এসেছে। আর আছে জয়পতাকার ঠাকুরদা জয়ধ্বনি—এক প্রাচীন পণ্ডিত বাঙালি, যিনি সংস্কৃত জানাটাকেই সর্বশ্রেষ্ঠ জ্ঞান মনে করেন। চায়ের দোকানের আড্ডায় মুখে মুখে চতুর্ভুজ হয়ে উঠার চেষ্টা করেন, কিন্তু ব্যবহারিক জীবনে কুপমণ্ডূকতার চূড়ান্ত নমুনা। তাঁর বিপরীতে রয়েছেন শ্যাম লাহিড়ী—শিকারি, বাস্তববাদী, দুঃসাহসিক; একমাত্র ‘স্বাভাবিক’ ভদ্রলোক যিনি যুক্তি-তর্কের ভিত্তিতে কাজ করেন।

তবে গল্পের সবচেয়ে চিত্তাকর্ষক চরিত্র ভুতু। কাঁকড়াবিছে ফেলে টিম থেকে বাদ পড়া সেই ছেলেটা, যে প্রতিশোধের ঝোঁকে ষাঁড়কে মাঠে ছেড়ে দিয়ে একটা বিপদ ডেকে আনে, কিন্তু পরে অনুতাপে পোড়ে, আর শেষ পর্যন্ত স্যারের সন্ধানে একলা জঙ্গলে ঢুকে পড়ে। তাঁর মধ্যে রয়েছে ‘অবলা বালক’ ট্রপের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা redemption arc। গল্পের শেষে এসে বোঝা যায়—যে ছেলেটিকে সকলে এড়িয়ে চলে, সেই-ই গল্পের চালিকা শক্তি হয়ে ওঠে।

উপন্যাসটির সবচেয়ে বড় কৃতিত্ব হলো, ছোট আয়তনের মধ্যেও এতখানি বহুমাত্রিকতা। রহস্য, সাসপেন্স, সায়েন্স, ব্যঙ্গ, আত্মোপলব্ধি—সবই রয়েছে, অথচ কোনওটাই একে অপরকে গ্রাস করে না। গল্পের ক্লাইম্যাক্সও তাড়াহুড়ো নয়; বরং যতটা প্রয়োজন, ততটাই ডিটেলিং এসেছে। শীর্ষেন্দুর গদ্য এখানে আরও পরিণত, মেজাজ আরও ভারসাম্যপূর্ণ।

এই কাহিনিটি হয়তো কড়া কল্পবিজ্ঞান নয়, কিন্তু একেবারে খাঁটি সায়েন্স-ফ্যান্টাসি। আনন্দ, কৌতুক আর হালকা-কঠিন বিজ্ঞান মেশানো এক দুর্দান্ত কিশোর উপন্যাস—যা যে কোনো সময়ের পাঠককেই ফেরত নিয়ে যাবে সেই সময়ে, যখন প্রশ্ন ছিল—কীভাবে কেল্লা উধাও হয়ে যায়, কই গিয়েছিলেন অঙ্কস্যার, আর ষাঁড় কালু আসলে কী চেয়েছিল?

অনন্যসাধারণ বললেও কম বলা হয়।
Profile Image for Arifur Rahman.
26 reviews2 followers
June 21, 2022
হাসির খোরাক আর সায়েন্সফিকশনের মশলা নিয়ে শীর্ষেন্দুবাবু সাজিয়েছেন 'পটাশগড়ের জঙ্গলে '। মজার ব্যাপারটা হলো যখন "জয়পতাকাবাবু কালুকে পরাস্ত করতে পারায় শহরের একপ্রান্তে উনার সাহসিকতায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান আবার অন্যদিকে শিবের বাহক কালুর পিঠে চড়ায় জয়পতাকাবাবুকে ধিক্কার সভা অনুষ্টিত হবে। কিন্তু দুই সভারই সভাপতি পৌরঅভিভাবক ব্যোমকেশবাবু! তাই দুই সভার জন্যে দুইরকম বক্তৃতা তিনি মুখস্ত করছেন 😄 " হাসিতামাশা সবকিছু মিলিয়ে দারুন এডভেঞ্চারধর্মী উপন্যাস এইটা।
Profile Image for Sohan.
274 reviews74 followers
February 13, 2021
নাম দেখে ভাবছিলাম আইম গনা রিড সামথিং ফিশি বাট ষাঁড়ের গুঁতোয় রহস্য সাই ফাই বনে গেল!
Profile Image for Sagor Reza.
157 reviews
September 6, 2023
সত্যিই অদ্ভুতুড়ে ব্যাপার, বইটা শুরুর দিকে একবারও মনে হয়নি এটা সায়েন্স ফিকশন। ভারী দুষ্টু ছেলে ভূতু, ফুটবল দিলে জায়গা না পাওয়ায় ফুটবল মাঠের মধ্যে কালুকে লেলিয়ে দিল সে। কালু ভারী রাগী ষাঁড়। কিন্তু হঠাৎ দেখা গেল কালুর সামনে পথ আগলে দাড়িয়েছেন অঙ্কের মাস্টারমশাই জয়পতাকাবাবু। তাকে পিঠে চড়িয়ে কালু গেল পটাশগড়ের জঙ্গলের দিকে। কালু ফেরত আসলেও জয়পতাকাবাবুর কোন সন্ধান পাওয়া গেল না। পটাশগড়ের জঙ্গল ভীষণ ভয়ঙ্কর জায়গা। একবার সেখানে কেও গেলে আর ফেরত সে না। তবে কি জয়পতাকা বাবুও হারিয়ে গেলেন চিরদিনের জন্য ?
শুরুতে এত সহজ সরল গল্পটা এ শেষে গিয়ে প্যারালাল ইউনিভার্স সম্পর্কিত সায়েন্স ফিকশনে পরিণত হবে কে ভাবতে পেরেছিল এটা। অদ্ভুতুড়ে সিরিজের দ্বিতীয় সায়েন্স ফিকশন এটা। শীর্ষেন্দু সায়েন্স ফিকশনটাও চমৎকার লেখেন!
Profile Image for Kudrate Jahan.
13 reviews20 followers
March 7, 2022
এই বই প্রথম পড়েছিলাম ক্লাস থ্রি/ফোরে থাকতে। অবিশ্বাস্য হলেও সত্য যে, এ বইটা যতবারই পড়ি না কেন, সেই প্রথমবারের মতোই অনুভূতি হয় আমার।

পটাশগড়ের জঙ্গলের শুরুটা কিছুটা ছেলেমানুষি লাগলেও স্বল্প পরিসরে অল্টারনেট ডাইমেনশন, উচ্চবুদ্ধিমত্তাসম্পন্ন প্রাণী নিয়ে শীর্ষেন্দু মুখার্জি যে অসাধারণ প্লট সাজিয়েছেন, তা নোলান কিংবা লিঞ্চের মুভির মতোই এক প্রহেলিকায় পরিণত হয়েছে। সাথে আছে তার উচ্চরসবোধসম্পন্ন সব সংলাপ।

"অঙ্ক কি কখনো হাঁটতে পারে? তাও জুতো পায়ে দিয়ে?"

এর প্লট নিয়ে আমার মাথায় আসা কিছু ইন্টারপ্রিটেশন আর এক্সপ্ল্যানেশন নিয়ে লেখার চিন্তা আছে ভবিষ্যতে।
Profile Image for Rajat Subhra Karmakar.
Author 10 books20 followers
June 17, 2021
অদ্ভুতুড়ে সিরিজের সবকটি বইয়ের মধ্যে আমার সবচেয়ে প্রিয় এটি। শুরুটা হাল্কাভাবে হলেও শেষটা নিঃসন্দেহে অসাধারণ। একটা আলাদা দুনিয়ায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই উপন্যাসটি।
শুধু একটা জিনিসই মনে হয়, এই উপন্যাসটির ওপর কেউ আজ পর্যন্ত একটা সিনেমা বানানোর কথা ভাবেনি কেন? অবশ্য ভাবেনি ভালোই হয়েছে, কারণ মনোজদের অদ্ভুত বাড়ি আর গোঁসাইবাগানের ভূতের যা অবস্থা করেছিলেন তেনারা সে আর বলার নয়।
Profile Image for MD Sifat.
122 reviews
November 5, 2023
#তাৎক্ষণিক_পাঠপ্রতিক্রিয়া

সর্দির কারণে এক নাক বন্ধ, হঠাৎ মনে হলো অদ্ভুতুড়ে সিরিজের একটা বই শেষ করা যাক। অক্টোবর মাসটা ফাও যাওয়ার পর নভেম্বরকে ফাও যেতে দিতে পারি না। তাই একবসায়, একনিশ্বাসে শেষ করে ফেললাম চমৎকার এই বই ‘পটাশগড়ের জঙ্গলে’।
বইটা শুরু ফুটবল ম্যাচ নিয়ে। সেই ফুটবল ম্যাচ থে��ে ভুতুকে বহিষ্কার করা হয়েছে, তাই সে খেলা পন্ড করতে কালু নামক একটা বিশাল ষাঁড়কে মাঠে লেলিয়ে দেয়। কিছু মানুষ শূণ্যে, কিছু মানুষ গোলপোস্টের উপরে আবার কিছু মানুষ পালাচ্ছে। এইসময় ভীতু বলে পরিচিত অঙ্ক শিক্ষক জয়পতাকাবাবু একটা লালসালু নিয়ে কালু ষাঁড়কে দারুণভাবে ভ্যাবাচেকা খাওয়ান। এরপর শুরু হয় আসল কাহিনি। ঘটনাক্রমে জয়পতাকাবাবু কালুর পিঠে পটাশগড়ের জঙ্গলে চলে যান। যেখান একবার কোনো মানুষ গেলে আর ফিরে আসে না। পটাশগড়ের জঙ্গলে যেমনি বাঘের ভয় তেমনি আছে কিছু অলৌকিক ব্যাপারস্যাপার। এরপর...

বইটা শুরু হতে বেশ মজার। উপভোগ্য, দুর্দান্ত গতি ছিল সারা বইময়। টানটান উত্তেজনা নিয়ে লেখক বেশ সফলভাবে বইটাকে টেনে নিয়ে গেছেন। কোথাও কাহিনি একরত্তি ঝুলে ছিল না।
লেখকের লেখনী বেশ মজার। পড়তে বেশ লাগে। কাহিনির কথা আর কি বলবো। বইটার এন্ডিংও বেশ ভালো ছিল।

[অনেকদিন বাদে রিভিউ লিখলাম। খুব বেশি লিখতে পারি নাই🥲]
Profile Image for তানভীর রুমি.
119 reviews62 followers
February 5, 2023
পটাশগড়ের জঙ্গলের সাথে আমার অদ্ভুত একটা মিল আছে। অঙ্ক আর পদার্থবিজ্ঞান ভালো পারতাম বলে ভেবেছিলাম 'ইঞ্জিনিয়ার হবো'(!) তারপর ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে দেখলাম, সেই অঙ্ক আর পদার্থবিজ্ঞানই আমাকে ডোবাচ্ছে। ঠিক ভুতুর মতো। দুচ্ছাই- কোনো মানে হয় এর?
Profile Image for Shom Biswas.
Author 1 book49 followers
August 16, 2021
জয়পতাকাবাবুর অকস্মাৎ ম্যাটাডর- ক্রম , frequency -changing কেল্লা, আলফাবেট-সাহেব, ভুতু-র neverending অঙ্ক..........
ছোটবেলায় সাংঘাতিক interesting লেগেছিলো, এখন ঠিক অতটা লাগলো না। তবে ভালো।
Profile Image for Mehedi Hasan.
123 reviews31 followers
April 28, 2020
বইঃ পটাশগড়ের জঙ্গলে
লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
প্রকাশনাঃ আনন্দ পাবলিশার্স (কলকাতা)


এই বইটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজের বই। এটি কিশোর সাহিত্য বই হলেও সব বয়সী পাঠকরা পড়ে মজা পাবে কারন শীর্ষেন্দুর লেখার মধ্যে একটা ভাল লাগা আছে। তার অদ্ভুতুরে সিরিজ যারা পড়েছেন তারা জানেন শীর্ষেন্দু এই সিরিজে মজার মজার সব উপন্যাস লিখেছেন, তার অদ্ভুতুরে সিরিজে ভুত,বাঘ,সিংহ,রাজা,মহারাজা,গোপন কুঠুরি, পাতালঘর, জঙ্গল ইত্যাদির বর্ননা প্রায় সব বইতেই পাওয়া যায় তার এই সিরিজটি যখনি পড়ি মনে হয় নিজে এডভেঞ্চার করে আসি, আসলে শীর্ষেন্দু বাবুর লেখার সাথে তুলনা হয় না।


কাহিনি সংক্ষেপঃ ভজুরাম মেমোরিয়াল স্কুলের নামকারা অঙ্ক মাস্টারমশাই জয়পতাকাবাবু।সেবার ভজুরাম মেমোরিয়াল স্কুলের সাথে কালীতলা স্কুলের  ফুটবল খেলা অনুষ্ঠিত হয়, জয়পতাকাবাবু সেখানে খেলা দেখতে আসে তার সাথে  ম্যাজিস্ট্রেট স্কুলের হেডস্যারসহ অন্যন্য শিক্ষকও উপস্থিত থাকেন।

কিন্তু এই খেলায় স্কুলের ৮ম শ্রেনীর ছাএ বিচ্ছু ছেলে ভুতুকে না নেওয়ায় ভুতু শহরের সাঙ্ঘাতিক পাগলা ষাঁড় কালুকে কাঠালের লোভ দেখিয়ে এনে মাঠে ছেড়ে দেয় তা দেখে সবাই এদিকওদিক ছুটে বেড়ায়। ঠিক তখনি জয়পতাকাবাবু কালুকে কন্ট্রোলে আনার জন্যে মাঠে নামে কিন্তু বেশিক্ষণ কালুর সাথে লড়তে পারে না সে কালুর পিঠে চাপলে তাকে নিয়ে কালু শহরের উত্তরদিকের সবচেয়ে ভয়ংকর রহস্যময় জঙ্গল পটাশগড়ে চলে যায় এবং তাকে ফেলে চলে আসে। এরপর থেকেই জয়পতাকার সাথে রহস্যময় ঘটনা ঘটতে থাকে এবং একপর্যায়ে একটা ধ্বংসস্তুপ কেল্লায় পৌছায় এবং তাকে বাতাশের সাথে অদৃশ্য একটা কন্ঠ সাদরে ডিনারের নিমন্ত্রণ করে সে সম্মোহিত হয়ে যায়। কেল্লার  চারদিকে চোরাবালি যেখানে ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না।

এদিকে জয়পতাকা বাবু না ফেরায় তাকে নিয়ে সবাই দুশ্চিন্তা করে এবং তাকে উদ্ধারের জন্যে তার দাদু জয়ধ্বনিবাবু ও তার বন্ধু এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ব্যোমকেস খুজতে যায়। অন্যদিকে দুষ্টু ছেলে ভুতু তার ভুল বুঝতে পেরে সেও জয়পতাকাকে খুজতে একা একা পটাশগড়ের জঙ্গলে যায় তারপর থেকে তাদের সাথেও শুরু হয় নানা রহস্যময় ঘটনা। কি আছে সে জঙ্গলে? যার কারনে সবাই এতো ভয় পায়? ঘটে এতো রহস্যময় ঘটনা?

যে দূর্গে ঢোকা যায় কিন্তু চোরাবালির কারনে বের হওয়া যায় না সেখান থেকে কি জয়পতাকাকে তারা উদ্ধার করতে পারবে?  নাকি তারা নিজেরাই অজান্তে বিপদে পরে যাবে? এটা জানতে হলে বইটি পড়ুন।

ব্যক্তিগতভাবে বইটি ভাল লেগেছে ছোট বই পড়া শুরু করেছি কখন শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। আপনি এই অদ্ভুতুরে জগতে ঢুকতে চাইলে বইটি পড়তে পারেন।


Profile Image for Opu Tanvir.
113 reviews3 followers
May 11, 2020
ভজুরাম মেমোরিয়াল স্কুলের সাথে কালীতলা স্কুলের ফুটবল ম্যাচ হচ্ছে । নামকরা দুই টিমের খেলা দেখতে মাঠে কাতারে কাতারে লোক জড়ো হয়েছে । এই ফুটবল টিমে ভুতুর জাযগা হয় নি ভুতু । ভজুরাম স্কুলের ক্লাস এইটের ছাত্র ভুতু । হেড স্যারের টেবিলের নিচে জ্যান্ত কাকড়া ছেড়ে দেওয়ার অপরাধে তার টিমে জায়গা হয় নি । তাই সে কলু রাগিয়ে খেলার মাঠে ছেড়ে দেয় । কলু হচ্ছে বিশাল শিবের ষাড়। কলু যখন একে ওকে গুতো দিয়ে ম্যাজিস্ট্রেস সাহেবের প্যান্ডেলের দিকে আসছিলো তখন ভজুরাম মেমোরিয়াল স্কুলের অঙ্কের শিক্ষক জয়পতাকা সামনে এসে দাড়ায় । দারুন এক বুট ফাইটের খেলা দেয়ায় সে । কিন্তু এক পর্যায়ে সে কলুর পিঠে চড়ে বসে । কলু তাকে নিয়ে পটাশগড়ের জঙ্গলে ফেলে দিয়ে আসে ।পটাশগড় ভয়ানক জঙ্গল । সেখানে যে একবার যায় সে আর ফিরে আসে না । এক অদ্ভুদ কন্ঠস্বর তাকে তাকে নিয়ে যায় এক রহস্যময় প্রাসাদে । সেখান থেকে আর কেউ ফিরে আসে না ।
জয়পতাকাকে ফেরৎ নিয়ে আসতে তার দাদু জয়ধ্বনি, দাদুর বন্ধু শ্যাম লাহিড়ী আর পৌরপিতা ব্যোমকেশ বাবু । তারাও এক সময় সেই রহস্যময় প্রাসাদে গিয়ে আটকা পরে । এদিকে সবাই ভুতুকে দোষ দিতে থাকে তার অঙ্কের শিক্ষকের হারিয়ে যাওয়ার জন্য । ভুতু নিজেও পটাশগড়ে গিয়ে হাজির হয় । অদ্ভুত এক কন্ঠের সাথে তার পরিচয় হয় ! নিজের বুদ্ধিতেই সে একাই গিয়ে হাজির হয় সেই প্রাসাদে ! এবং সবাইকে উদ্ধার করে !
এইবইটা পড়ে সব থেকে বেশি মজা পেয়েছি আমি । বইটা একটু অন্য ধাচের । ভুতের বই ঠিক না । বইটা সায়েন্স ফিকশন । ছোটদের পড়ার উপযোগী একটা বই ।
Profile Image for Mohibullah Khan.
19 reviews1 follower
January 7, 2025
অদ্ভূতুড়ে সিরিজের এই বইটাও অন্য বইগুলোর মতোন সুখপাঠ্য। হাসির ইলিমেন্ট অন্য বইগুলোর মতোন বেশী না থাকলেও যা আছে, তা-ই সই।

ষাড়ের পিঠে চড়ে পটাশগড়ের জঙ্গলে এক স্কুলমাস্টারের হারিয়ে যাওয়া, আর তারপর তাকে খুঁজে বের করতে শহরের মজার কিছু মানুষদের নিয়ে গড়া টিমের এক উত্তেজনাময় অভিযানের সাথে লেখক মিলিয়েছেন সময়, সংখ্যা, তরঙ্গ আর মেটাফিজিক্সের বেশ কিছু ধারণা। সবচে মজা পেয়েছি পৌরপিতা ব্যোমকেশ বাবুর ঘন ঘন মিটিং বিষয়ক টেনশন দেখে।
Profile Image for Gourab Sarkar.
13 reviews1 follower
December 28, 2023
Shirshendu Mukhopadhyay r ai odvuture a series manei mowja 100 percent. Porlei soishob a niye chole jaye. Onar boroder lekha ami temon porini, amar onar ai chotoder jonno lekha portei besi bhalo lagey. Chotoder jonno ekdowm recommended ar amar moto jara buro boyesh a ektu soishob a firey jetey bhalobashey tader jonno o recommended.
Profile Image for Ohita.
16 reviews
December 26, 2020
তোমার ভয়ে ওকে শাসন করা আমরা একরকম ছেড়েই দিয়েছি। ফলে কী হয়েছে জানো? স্পেয়ার দি কেন অ্যান্ড স্পয়েল দা চাইল্ড।”

পিসি এক গাল হেসে বলল, “আমিও তো সেই কথাই বলি। এসপার দিয়ে কেন, ওসপার দিয়ে চলো। তা কি আর ও শোনে?” 😂
Profile Image for Farhan Masud.
84 reviews1 follower
July 25, 2024
P.R: 4/5
কি যে ভালো লাগে এই সিরিজের বইগুলো পড়তে। মনে হয় এই যান্ত্রিক জীবনের তেজের মাঝে এক পশলা প্রশান্তির বৃষ্টি। বাকিগুলোর মত এই বইটাও মন ভালো করা, অদ্ভুত, ও মজাদার। উপসংহারটা একটু "rushed" মনে হল। হুট করেই যেন শেষ হয়ে গেল। ১ তারকা হয়তো এটার জন্যই কমিয়েছি।
Profile Image for Anindo Adhikary.
48 reviews
May 13, 2025
অংকের মাস্টার জয়পতাকা, শিবের ষাঁড় কালু, দুষ্টু ছেলে ভুতু, শ্যাম লাহিড়ী, জয়োধ্বনি, পুরপিতা ব্যোমকেশ - এতগুলো মজাদার চরিত্রের অদ্ভুত সব কান্ড কারখানা। আর শেষটায় সায়েন্স ফিকশনের ছোঁয়া। সব মিলিয়ে উপভোগ্য।
Displaying 1 - 30 of 46 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.